Joint Recruitment Test for 8 Banks - (Officers/General) - 21.01.2022 (80 টি প্রশ্ন )
তাজউদ্দীন আহমদ ২৩ জুলাই ,১৯২৫ সালে গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন .১০ এপ্রিল ,১৯৭১ সালে গঠিত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন । স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ ৩ নভেম্বর ,১৯৭৫ সালে নিহত হন ।
স্টক এক্সচেঞ্জ এমন একটি প্লাটফর্ম যেখানে বিনিয়োগকারীরা নিজেরদের মধ্যে শেয়ার ক্রয় -বিক্রয় করে থাকেন ।বিভিন্ন কোম্পানি কর্তৃক পূর্বে ইস্যুকৃত লিস্টেড শেয়ার এন্ড বন্ড ,কমার্শিয়াল পেপার ,ট্রেজারি বিল সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগকারী নিজেদের মধ্যে ক্রয় -বিক্রয় করে ।বাংলাদেশে শেয়ার বাজার বা স্টক মার্কেট ২ টি ।যথা -ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ ।
পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান, এবং ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৮.১০ মিটার প্রস্থ নিয়ে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় সেতু পদ্মসেতু। 

একজনজরে পদ্মা সেতু : 
♦ পদ্মা সেতুর প্রকল্পের নাম ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্প’।
♦ পদ্মা সেতুর ধরন দ্বিতলবিশিষ্ট। এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হচ্ছে। (যা বিশ্বে প্রথম)
♦ পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় (মূল সেতুতে) ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
♦ ২০১৭-১৮ অর্থবছর পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ ছিল ৫২৪ কোটি টাকা।
♦ পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় হয়েছে ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
♦ পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কিলোমিটার।
♦ পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার।
♦ পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে প্রায় চার হাজার মানুষ।
♦ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি।
♦ পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা রয়েছে ৬০ ফুট।
♦ পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।
♦ পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।
♦ প্রতি পিলারের জন্য পাইলিং হয়েছে ৬টি। তবে মাটি জটিলতার কারণে ২২টি পিলারের পাইলিং হয়েছে ৭টি করে।
♦ পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রিজ কোম্পানি।
♦ পদ্মা সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা।
♦ পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হচ্ছে স্প্যানের মধ্য দিয়ে।
♦ পদ্মা সেতুর প্রস্থ হবে ৭২ ফুট, এতে থাকবে চার লেনের সড়ক। মাঝখানে রোড ডিভাইডার।
♦ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।
♦ পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটর।
♦ পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা ২৮৬টি।
♦ পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে ২০২১ সালের ডিসেম্বরে।
♦ সেতুটি নির্মিত হলে দেশের মোট জিডিপি ১ দশমিক ২ শতাংশ পর্যন্ত বাড়বে।
শ্রম অর্থনীতিতে অবদানের জন্য ২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড কার্ড ।প্রাকৃতিক পরীক্ষার কারণ ও প্রভাব থেকে কতটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায় তা নিয়ে গবেষণা করে ডেভিড কার্ডের সাথে যৌথভাবে Joshua Angrist এবং গুইডো ডব্লিউ ইমবেস অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ।
অমর্ত্য সেন ভারতীয় বাঙালী নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ও দার্শনিক ।তিনি ১৯৯৮ সালে দুর্ভিক্ষ ও মানব উন্নয়ন নিয়ে তত্ত্ব প্রদান করায় অরথনীতিতে নোবেল পুরস্কার পান ।The Idea of Justic ,The Quality of Life ,Development as Freedom ,Rationality and Freedom তাঁর বিখ্যাত গ্রন্থ ।
উগান্ডা প্রজাতন্ত্র বিষুব রেখার উপর অবস্থিত পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র । এর রাজধানী নাইরোবি ,চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ ও ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি
Ostrich পৃথিবীর সব থেকে বড় পাখি ।পৃথিবীর যেসব প্রাণী ডিম পাড়ে তাদের মধ্যে উটপাখি সবচেয়ে বড় ডিম পাড়ে ।এটির ওজন পায় দেড় কেজি ।
মৌলিক রঙ তিনটি (লাল, নীল ও সবুজ) । এ তিনটি রঙয়ের সংমিশ্রণে অন্য সব রং তৈরি করা যায়।
যথাঃ
- লাল +নীল =ম্যাজেন্টা ,
- নীল +সবুজ =সাদা ,
- সবুজ+লাল=হলুদ ।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত ও সহজ করার লক্ষ্যে ২২ আগস্ট ,১৯৬৬ Asian Development Bank(ADB) প্রতিষ্ঠিত হয়.
- ১৯ ডিসেম্বর ,১৯৬৬ আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে ।
- এর বর্তমান সদস্য দেশ ৬৮ ।
- ব্যাংকটি কার্যালয় ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত ।
- উল্লেখ্য ,১৯৭৩ সালে বাংলাদেশ ADB এর সদস্য পদ লাভ করে ।


আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ:
- কমনওয়েলথ সদস্য লাভ ঃ ১৮ এপ্রিল, ১৯৭২
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) সদস্য লাভ ঃ ১৭ মে, ১৯৭২
- IBRD সদস্য লাভ ঃ ১৭ আগস্ট, ১৯৭২
- IDA সদস্য লাভ ঃ ১৭ আগস্ট, ১৯৭২
- UNESCO সদস্য লাভ ঃ ২৭ অক্টোবর, ১৯৭২
- জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) সদস্য লাভ ঃ ৫ সেপ্টেম্বর, ১৯৭৩
- খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সদস্য লাভ ঃ ১২ নভেম্বর, ১৯৭৩

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
হ্যারি পটার হচ্ছে ব্রিটিশ লেখিকা জে . কে রাউলিং রচিত সাত খণ্ডের কাল্পনিক উপন্যাসের সিরিজ ।এই সিরিজের উপন্যাসের মূল বিষয় জাদুকরদের দুনিয়া নিয়ে ।আর এর কাহিনী আবর্তিত হয়েছে হ্যারি পটার নামের এক কিশোর জাদুকরকে ঘিরে ।
লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন ইতালীর কালজয়ী চিত্রকর ,ভাস্কর ,স্থপতি ,সংগীতজ্ঞ ও বিজ্ঞানী ।তিনি ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তাঁর অমর সৃষ্টি 'মোনালিসা ' ছবিটি আঁকেন । ১৮২১ সাল থেকে এটি ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে ।
WikiLeaks অনলাইন ভিত্তিক একটি অলাভজনক আন্তর্জাতিক গণমাধ্যম .৪ অক্টোবর ,২০০৬ সালে অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ প্রতিষ্ঠা করেন । ওয়েবসাইটটি অজ্ঞাত সুত্র থেকে পাওয়া গোপন তথ্য ও দলিল জনসমক্ষে প্রকাশ করে।
হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে ব্রক্ষপুত্র উৎপন্ন হয়ে তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রক্ষপুত্রের দৈর্ঘ্য ২৮৯৭ কি.মি
বর্তমানে Coordinated Universal Time কে আন্তর্জাতিক মান সময় ধরা হয়। গ্রিনিচ মান সময়ের সঙ্গে এর তেমন কোন পার্থক্য নেই ।বাংলাদেশের সময় আন্তর্জাতিক হিসেবে UTC+6।অর্থাৎ আন্তর্জাতিক সময় থেকে ৬ ঘণ্টা এগিয়ে বা বেশি ।উদাহরণ হিসেবে বলা যায় ,লন্ডনে যখন সকাল ৯.৪০ বাংলাদেশে তখন সময় বিকাল ১৫.৪০ ।
ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে ইউরোপ মহাদেশের ২৭ টি দেশের একটি অর্থনৈতিক জোট হিসেবে পরিচিত .১ নভেম্বর ,১৯৯৩ সালে ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে এটি প্রতিস্ঠা লাভ করে ।এর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ।
মূল্য সংযোজন কর (মুসক) একটি পরোক্ষ কর ,যা ভোক্তার নিকট হতে আদায় যোগ্য ।বাংলাদেশে ভোগকৃত পণ্য বা সেবার মূল্যের উপর ১৫% হারে এই কর আরোপিত. ১ জুলাই, ১৯৯১ সালে বাংলাদেশ সরকার মূল্য সংযোজন কর চালু করে 
ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে ইউরোপ মহাদেশের ২৭ টি দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ,যা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হিসেবে পরিচিত.
- ১ নভেম্বর, ১৯৯৩ সালে ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে এটি প্রতিস্ঠা লাভ করে ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ।


ইউরোপীয় ইউনিয়ন এর একক মুদ্রা ইউরো প্রথম চালু হয় ১ জানুয়ারি ,১৯৯৯ সালে ।এ মুদ্রার জনক রবার্ট মুণ্ডেল ।বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৯ টি দেশসহ ২৫ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে
২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ।এ বিশ্বকাপে মোট ৩২ টি দেশ অংশগ্রহণ করবে .১৮ ডিসেম্বর ,২০২২ সালে লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ।
বাংলাদেশের আমদানির প্রধান উৎস দেশ চীন ।বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুযায়ী ,২০২০-২১ অর্থবছরে (জুলাই-জানুয়ারি) বাংলাদেশ চীন থেকে ১০৩৮৩ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে ,যা মোট আমদানি ব্যয়ের ২৫.৯১ শতাংশ ।আর দ্বিতীয় অবস্থানে থাকা ভারত থেকে ৬৪২৪ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে ,যা মোট আমদানি ব্যয়ের ১৬.০৩ শতাংশ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বিশ্বব্যাপী পরিবেশ দূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুইডেনের রাজধানী স্টকহোম ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় ।এ সম্মেলনে সিদ্ধান্ত অনুযায়ী , ১৯৭৩ সালে ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা দেয় .১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে ।
Motherboard এর সাথে সরাসরি যুক্ত একাধিক Chip নিয়ে গঠিত যে Memory তে read এবং write দুটি কাজই সম্পন্ন করা যায় তাকে RAM বলে ।
- RAM এ তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে ।ফলে RAM এর তথ্য অস্থায়ীভাবে সঞ্চিত থাকে ।
- কম্পিউটারে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে RAM এর সব তথ্য মুছে যায় ।
- ROM(Read Only Memory) হল স্থায়ী Memory .এতে সংরক্ষিত তথ্যসমূহ কেবল ব্যবহার করা যায় ,কিন্তু সংযোজন বা পরিবর্তন করা যায়না ।
কম্পিউটার মেমোরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে মেমোরির ধারণক্ষমতা বলে ।

উল্লেখ্য,
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)
Universal Serial Bus (USB) হল এক প্রকার ক্যাবল protocol ,যার মধ্য দিয়ে একই সাথে বিদ্যুৎ প্রবাহ ও তথ্য আদান -প্রদান হয়ে থাকে ।
FinTech হচ্ছে Financial Technology এর সংক্ষিপ্ত রুপ ।আর্থিক খাতে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নামই FinTech .এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিং FinTech এর উদাহরণ ।
Wireless Fidelity (Wi-Fi) হচ্ছে এক ধরনের জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি , যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোন ইলেক্ট্রনিক ডিভাইসকে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করে । এর স্ট্যান্ডার্ড হল -IEEE802.11.
সুইডেন ভিত্তিক গ্লোবাল টেক ফার্ম 'সাল্টসাইড টেকনোলজির মালিকানায় পরিচালিত ইন্টারনেট ভিত্তিক পণ্য ক্রয় - বিক্রয়ের প্লাটফর্ম Bikroy.com.
- এটি ২০১২ সালে ঢাকায় প্রথম চালু হয় ।
- এটি Consumer to Consumer (C2C) পদ্ধতিতে ক্রয় বিক্রয়ের অনলাইন ভিত্তিক মার্কেট প্লেস ।
- এখানে একজন বিক্রেতা তার পণ্যের বিজ্ঞাপন পোস্ট করেন । আর আগ্রহী ক্রেতারা এ পোস্ট দেখে বিজ্ঞাপন দাতার সাথে সমঝোতার মাধ্যমে পণ্যটি ক্রয় করে ।
Bit শব্দটি Binary Digit এর সংক্ষিপ্ত রুপ ।এটি কম্পিউটারের স্মৃতির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক । বাইট হল বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক ।কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতা বাইটে প্রকাশ করা হয়
Linkedin হল পেশাজীবীদের সামাজিক যোগাযোগের একটি জনপ্রিয় ওয়েবসাইট । মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ ওয়েবসাইটটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ৫ মে , ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয় ।
উল্লেখ্য,Linkedin এর মূল সংস্থা হল মাইক্রোসফট কর্পোরেশন ।
ক্ষেত্রফল বৃদ্ধি,
=20%+20% + (20×20)/100%
=44%


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মনে করি ,
আয়তক্ষেত্রটির প্রস্থ =x
প্রশ্নমতে ,
8×x =40
⇒ x=40/8
∴ x=5
পরিসীমা =2 (8+5)
             =2×13
             =26


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0