The Romantic Age began with the publication of---
Solution
Correct Answer: Option D
- ইংরেজি সাহিত্যের Romantic Age শুরু হয় ১৭৯৮ সালে, যখন William Wordsworth এবং Samuel Taylor Coleridge যৌথভাবে "Lyrical Ballads" নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন।
- এই গ্রন্থটি প্রকৃতি, মানব অনুভূতি, কল্পনা ও ব্যক্তিস্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করে—যা পরবর্তীকালে রোমান্টিক যুগের মূল বৈশিষ্ট্য হয়ে ওঠে।
- "Lyrical Ballads" (1798) – এই গ্রন্থের প্রকাশের মাধ্যমেই Romantic Age-এর সূচনা ঘটে।