Even after repeated warnings, the student remained _____, showing no signs of changing his behavior.
A defiant
B obedient
C supportive
D shy
E None
Solution
Correct Answer: Option A
- প্রদত্ত বাক্যটিতে এমন একজন ছাত্রের কথা বলা হয়েছে যাকে একাধিকবার সতর্ক করার পর বা 'repeated warnings' দেয়ার পরেও সে নিজেকে পরিবর্তন করেনি বা তার আচরণের কোনো পরিবর্তন হয়নি।
- 'Defiant' শব্দটির অর্থ হলো 'অবাধ্য' বা যে চ্যালেঞ্জ গ্রহণ করে এবং বশ্যতা স্বীকার করতে চায় না।
- বাক্যটির প্রসঙ্গ অনুযায়ী, ছাত্রটি সতর্কবাণী আমল না নিয়ে অবাধ্য বা 'defiant' আচরণ প্রদর্শন করেছে।
- অন্যদিকে, 'obedient' অর্থ বাধ্য, 'supportive' অর্থ সহায়তাকারী এবং 'shy' অর্থ লাজুক, যা এই বাক্যের নেতিবাচক প্রসঙ্গের সাথে খাপ খায় না।
- অতএব, শূন্যস্থানে সঠিক শব্দটি হবে 'defiant'।