বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA)(সহকারী ব্যবস্থাপক) -২০১৮ (73 টি প্রশ্ন )
সাপ্তাহিক টাকা ব্যাতিত মোট টাকার পরিমাণ = ( 105 - 21 ) টাকা = 84 টাকা সুতরাং, প্রতি মাইলে খরচ হয় = 84/420 টাকা = ০.২ টাকা = ২০ পয়সা
ধরি, তিনি মোট x ইউনিট পণ্য উৎপাদন করেন । 1500 + 60x = 4800 60x = 4800 - 1500 60x = 3300 x = 3300/60 x = 55
16x - 4 = 64 + 7x 16x - 7x = 64 + 4 9x = 72 x = 8
ধরি, জামিলের বয়স x বছর জামিলের বাবার বয়স 3x বছর প্রশ্নমতে, 2(x+ 16 ) = 3x + 16 2x + 32 = 3x + 16 3x - 2x = 32 - 16 x = 16
x2 - y2 = ( x + y) ( x - y ) = 1/a . a = 1

এখানে, a. 1/3 = 0.33 b. 6/16 = 3/8 = 0.375 c. 2/11 = 0.1818 d. 9/2 = 4.5 সুতরাং, বৃহত্তম ভগ্নাংশটি হলো : 9/2
1/ { 1 + 1 / ( 1 + 1/4 ) } = 1/ { 1+ 1 / 5/4 } = 1/ ( 1 + 4/5 ) = 1/ ( 5+4/5 ) = 1/ ( 5+4 / 5 ) = 5/9
4(1/3) - 2(5/6) = 13/3 - 17/6 = (26-17)/6 = 9/6 = 1(1/2)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
a2 + b2 = (a + b )2 - 2ab = (8)2 - 2*15 = 64 - 30 = 34
ধরি, আয়তাকার অফিসটির প্রস্থ = x মিটার " " দৈর্ঘ্য = 3x " " " ক্ষেত্রফল = 3x2 বর্গমিটার প্রশ্নমতে, 3x2 = 1102.50/7.50 x2 = 147/3 x2 = 49 x = 7 সুতরাং আয়তাকার বাগানটির দৈর্ঘ্য, 3x = (3*7) মিটার = 21 মিটার
আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 400 বর্গমিটার " " দৈর্ঘ্য 16 মিটার " " প্রস্থ = ( 400/25 ) মিটার = 25 মিটার আয়তক্ষেত্রটির পরিসীমা = 2 ( 16 + 25 ) মিটার = 82 মিটার
4টি কমলার ক্রয়মূল্য 25 টাকা 1টি " " 25/4 " আবার, 8টি কমলার বিক্রয়মূল্য 56 টাকা 1টি " " 56/8 বা 7 টাকা 25/4 টাকায় লাভ হয় = ( 7 - 25/4 ) বা 3/4 টাকা 1 " " " = ( 3/4 * 4/25 ) টাকা 100 " " " = 3*4*100/4*25 " = 12 "
কমিশনসহ মোট বিক্রয়মূল্য = ( 692 + 20 ) টাকা = 712 টাকা সুতরাং প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য = 712/500 টাকা = 1.424 " =142.4 পয়সা
কমিশন মোট বিক্রয়মূল্য = ( 340 + 20 ) টাকা = 360 সুতরাং প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য = 360/900 টাকা = 0.4 " = 40 পয়সা
1000 জন কাজটি করে 1 দিনে 1 " " " ( 1000*1 ) দিনে 50 " " " 1000/50 = 20 দিনে
প্রথম 3000 ডলার কোনো ট্যাক্স দিতে হয় না । অবশিষ্ট ডলার = ( 4880 - 3000 ) = 1880 এখন, আয় 1 ডলার হলে ট্যাক্স পরিশোধের পর থাকে = ( 1 - 6/100 ) " = 94/100 " ট্যাক্স পরিশোধের পর 94/100 ডলার থাকলে আয় 1 ডলার " " " 1 " " " 100/94 " " " " 1880 " " " 100*1880/94 " মোট আয় = ( 3000 + 2000 ) ডলার = 5000 ডলার
ধরি, ছাত্রী সংখ্যা x জন ছাত্র " ( 36- x ) " প্রশ্নমতে, 3000 ( 36 - x ) + 2500x = 100000 10800 - 3000x + 2500x = 100000 500x = 8000 x = 8000/500 x = 16
One of, Each of, Either of যদি subject হিসেবে ব্যবহৃত হয় তবে verb হবে singular form এ অর্থাৎ, এখানে leads হবে। এবং Either of these থাকায় Roads হবে। সুতরাং, Subject-verb agreement এর নিয়মানুসারে তাই অপশন "roads leads" সঠিক।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Anyone, everybody, every, anybody ইত্যাদির পর of থাকলে এরপর plural noun বা pronoun বসে আর the boys- কে অনুসরণ করে his pronoun ব্যবহৃত হয় । সুতরাং সঠিক বাক্য I shall be glad to help everyone of my boys in his studies তবে বর্তমান English অনুসারে প্রথম বাক্যটিও সঠিক ।
Transformation of sentence- এর নিয়ম অনুযায়ী বাক্যের অর্থ পরিবর্তন করা যাবে না । সুতরাং বাক্যটিকে negative করতে everybody- এর স্থলে nobody আর admit- এর বিপরীত শব্দ deny করতে হবে । সুতরাং correct negative বাক্য : Nobody denies that hanif tried his best in the final examination .
প্রদত্ত বাক্যটির একটি clause কে phrase- এ রূপান্তর করে বাক্যটি simple করতে হবে আর তাই বাক্যটির সঠিক simple form হলো The teacher punished the student for disobedience .
মহৎ উদ্দেশ্যে বা দেশের কারণে মারা যাওয়া অর্থে die- এর পরে for preposition টি ব্যবহৃত হয় ।
Option গুলোর মধ্যে verb হলো enact যার অর্থ বলবত করা; কার্যকর করা । En prefix হলো verb prefix । তাছাড়া option- এর অন্যান্য শব্দগুলো adjective ।
Option গুলোতে একমাত্র সঠিক বানান বিশিষ্ট word হলো plausible যার অর্থ আপাতদৃষ্টিতে যথার্থ বা যুক্তিসঙ্গত, আপাতগ্রাহ্য ।
Clause কে phrase এ রূপান্তর করে simple বাক্যে পরিণত করা যায় ।এদিক দিয়ে প্রদত্ত complex বাক্যটির simple বাক্য হলো This is her knitting needle .
Past continuous tense- এর passive voice- এর structure হলো ob কে sub + was + being + verb- এর p.p + by + sub কে ob । সুতরাং প্রদত্ত বাক্যটির passive form হলো- A pant was being stitched ( stitch- এর past participle ) by salina ।
After যুক্ত বাক্যে after এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে৷
Weekdays- এর পূর্বে on preposition টি বসে আর noon এবং 6 pm- এর মাঝামাঝি সময় বোঝাতে between preposition টি ব্যবহৃত হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
All hell was let loose অর্থ গণ্ডগোলপূর্ণ পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণহীন অর্থাৎ there was a huge noise ( সেখানে বড় গোলমাল/সোরগোল ছিল ) ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0