বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA)(সহকারী ব্যবস্থাপক) -২০২০ (২৫.০৯.২০২০) (80 টি প্রশ্ন )
বাংলা ভাষায় বিভক্তিযুক্ত একটি পদের দুবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলে। যেমন- হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ। ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। এ দুই বাক্যে পদাত্মক দিরুক্তির প্রয়োগ ঘটেছে।
সর্বনাশ বোঝাতে 'ভরাডুবি' বাগধারাটি ব্যবহ্নত হয়। অন্যদিকে অরাজক দেশ বোঝাতে 'মগের মুল্লূক' বড় রকমের চুরি বোঝাতে 'পুকুর চুরি' এবং অস্থায়ী বস্তু বোঝাতে 'বালির বাঁধ' বাগধারাগুলো ব্যবহ্নত হয়।
-বাংলা ভাষায় কতগুলো অব্যয় কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহ্নত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, এগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।

-যেমন আসামির পক্ষে উকিল কে? এ বাক্যে 'পক্ষে' একটি অনুসর্গ, যেটি 'সহায়' অর্থে ব্যবহ্নত হয়েছে।
ব্যাকরণগত নানা ত্রুটি-বিচ্যুতির (সাধু ও চলিত রীতির মিশ্রণ, বানানগত ত্রুটি পদের অপপ্রয়োগজনিত ত্রুটি) ফলে বাক্য অশুদ্ধ বা ভুল হতে পারে । প্রদও 'খ' অপশনের বাক্যটিতে বানানগত ত্রুটি রয়েছে । বাক্যটির 'দারিদ্র' বানানের স্থলে 'দারিদ্র্য' হলে তা সঠিক হতো ।
'তুলসী বনের বাগ' বাগধারাটির অর্থ ভণ্ড, সুবেশে দুর্বৃত্ত, শয়তান ।
বাংলা ভাষায় একই পদ, শব্দ বা ধ্বনি দু'বার ব্যবহৃত হয়ে ভিন্ন একটি অর্থ প্রকাশ করাকেই দ্বিরুক্ত বা শব্দদ্বৈত বলে । যেমন- কৃষক হলেও তার রাশি রাশি ধন । এ বাক্যে 'রাশি রাশি' বিশেষ্য পদযুগল বিশেষণরূপে ব্যবহৃত হয়ে 'আদিক্য' অর্থে প্রকাশ করছে ।
'ডালে ডালে কুসুম ভার'- এখানে 'ভার' প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত সমষ্টিবাচক শব্দ 'সমূহ' অর্থে ব্যবহৃত হয়েছে ।
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা :
- খাঁটি বাংলা ( ২১ টি ),
- তৎসম বা সংস্কৃত ( ২০ টি ) ও
- বিদেশি উপসর্গ ।

'অবেলা' শব্দটি খাঁটি বাংলা 'অ' উপসর্গযোগে গঠিত । অবেলা শব্দে 'অ' উপসর্গটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে ।

অন্যদিকে অপমান অ অতিশয় শব্দ দুটি তৎসম 'অপ' ও 'অতি' উপসর্গযোগে গঠিত । আঁকড়া- এর স্থলে আকাঁড়া হলে শব্দটি খাঁটি বাংলা 'আ' উপসর্গযোগে গঠিত হতো ।
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা শেষে কিংবা বাক্যে আবেগ ( হর্ষ, বিষাদ ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয়, সেসব চিহ্নকে যতিচিহ্ন বা বিরামচিহ্ন বলে । প্রদত্ত 'ঘ' অপশনে বিরামচিহ্ন ঠিকভাবে ব্যবহৃত হয়নি । কেননা, তারিখ লিখতে মাসের ( ফেব্রুয়ারি ) পর এখানে 'কমা' ব্যবহৃত হয়নি ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না । এগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি । পর + পর = পরস্পর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি । 
আরও কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি:
- আ + চর্য = আশ্চর্য, 
- গো + পদ = গোষ্পদ, 
- বন্‌ + পতি = বনস্পতি, 
- বৃহৎ + পতি = বৃহস্পতি, 
- ষট্‌ + দশ = ষোড়শ, 
- মনস্‌ + ঈষা = মনীষা, 
- এক্‌ + দশ = একাদশ ।

বিপরীত শব্দ : ক্ষীয়মাণ-বর্ধমান, ক্ষুদ্র-বৃহৎ, ক্ষয়িষ্ণু-বর্ধিষ্ণু, হ্রাসপ্রাপ্ত-বুদ্ধিপ্রাপ্ত ।
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ । যেমন- অঞ্চল, গৃহ, অন্ন, অরণ্য, চন্দ্র, সূর্য, নক্ষত্র, বৃক্ষ, ভবন, পাত্র, ধর্ম, মনুষ্য ইত্যাদি ।
- শুদ্ধ বানান নিষুতি; যার অর্থ গভীর রাত ।
- আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান-
- মনীষী, পিপীলিকা, নিশীথিনী, সমীচীন,
- মুমূর্ষু, স্বায়ত্তশাসন, মুহুর্মুহু, অতিথি মরীচিকা, গোধূলি ।
কিছু শুদ্ধ বানান:
- কৌতূহল,
- কৃচ্ছ্রসাধন,
- ক্রীতদাস,
- ক্ষীণজীবী (অর্থ অতিদুর্বল),
- নিমীলিত (অর্থ মুদিত, সংকুচিত),
- ঘূর্ণায়মান,
- সংশ্রব,
- সত্তা,
- মনীষী,
- সমীচীন,
- সুকেশিনী,
- দধীচি,
- শ্লেষ্মা,
- প্রাতঃকৃত্য,
- নির্নিমেষ ।
- কায়কোবাদ রচিত মহাকাব্য 'মহাশ্মশান' । এটি পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনি অবলম্বনে রচিত ।
- মহাকাব্যটি তিনটি খণ্ডে এবং ৬০টি সর্গে বিভক্ত । তার রচিত বিখ্যাত গীতিকাব্য 'অশ্রুমালা' ।
'ডাকঘর' ( ১৯১২ ) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক ।
তার রচিত আরও কয়েকটি নাটকঃ
- বিসর্জন,
- রক্তকরবী,
- তাসের দেশ,
- চিত্রাঙ্গদা,
- অচলায়তন,
- রাজা,
- বসন্ত,
- চণ্ডালিকা ।
তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসঃ
- চোখের বালি,
- গোরা,
- শেষের কবিতা,
- ঘরে-বাইরে,
- চতুরঙ্গ,
- মালঞ্চ,
-যোগাযোগ ।
বাংলা ভাষায় আগত তুর্কি শব্দসমুহঃ আলখাল্লা ,উজবুক, কাঁচি ,কাবু, কুলি ,বাহাদুর ,বেগম ,মুচলেকা ,লাশ ,মোগল , কুর্নিশ ,কোর্মা ,খোকা ,চাকু, চোগা ,চকমক ,তোপ ,বন্দুক ,বাবা, বাবুর্চি, সওগাত ইত্যাদি ।
'সুর্য' - এর প্রতিশব্দ আদিত্য । সূর্য - এর আরও কয়েকটি প্রতিশব্দ- রবি, তপন, সবিতা, অর্ক, ভানু, প্রভাকর, ভাস্কর, আফতাব, দিনেশ, মিহির । অন্যদিকে সুধাংশু, শশাঙ্ক এবং বিধু হলো চাঁদের সমার্থক শব্দ ।
যে সমাস পরপদের অর্থ প্রধান বলে বিবেচিত হয় এবং পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ পায়, তাকে তৎপুরুষ সমাস বলে । যেমন - দুঃখকে প্রাপ্ত, বিপদকে আপন্ন = বিপদাপন্ন, আমকে কুড়ানো = আমকুড়ানো ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায় । প্রদত্ত 'শবপোড়া' শব্দটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট । শবপোড়ার স্থলে শবদাহ অথবা মড়াপোড়া হলে শব্দটি সঠিক ।
একটি ভাইরাস, যা খুব সহজেই নিজের একাধিক অনুলিপি তৈরি করতে পারে, তাকে বলে Worm । এটি এমন একটি প্রোগ্রাম, যা নিজের প্রতিলিপি অন্য নেটওয়ার্কভুক্ত কম্পিউটারে পাঠানোর জন্য একটা নেটওয়ার্ক ব্যবহার করে এবং তা কোনো মধ্যবর্তী ব্যবহারকারী ছাড়াই ।
'Goggle's Language Translator' একধরণের বহুভাষিক যান্ত্রিক অনুবাদব্যবস্থা । মেশিন লার্নিংয়ের জন্য বা এক ভাষা থেকে অন্য ভাষায় টেক্সট অনুবাদের জন্য 'Goggle's Language Translator' বর্তমানে বেশ জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন ।
একধরনের স্বচ্ছ বা পাতলা কাচ বা প্লাস্টিকের তৈরি তন্তু, যা কয়েকটি স্তর দ্বারা তৈরি নলের ভেতর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক রশ্মি পরিবহনে সক্ষম, তাকে অপ্টিক্যাল ফাইবার ( optical fiber ) বলে । বরতমানে টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্কিং, ইন্টারনেট সংযোগ প্রভৃতি কাজে অপ্টিক্যাল ফাইবার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ।
Electronic Data Interchange ( EDI ) হলো একটি সফটওয়্যার, যা অভান্তরীণ বা বাহ্যিক দুটি সত্তার মধ্যে একটা ব্যবসায়িক কথোপকথনের প্রযুক্তিগত উপাস্থাপনা হিসেবে ব্যবহৃত হয় । অর্থাৎ বিভিন্ন ধরণের ব্যবসায়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে ইডিআই ব্যবহৃত হয় । সুতরাং EDI একটি Inter organization application software ।
কম্পিউটারের কি-বোর্ডে বিভিন্ন কাজের জন্য নানা ধরণের key থাকে । এগুলোর অন্যতম Home key, যা ব্যবহার করে কার্সরকে MS Word document- এর লাইনের প্রথমে নিয়ে আসা হয় ।
অ্যাপলের সদর দপ্তর খ্যাত 'অ্যাপল পার্ক' অবস্থিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে ।
৩০ জুলাই ' আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস' পালিত হয় । আর ২৯ জুলাই পালিত হয় 'বিশ্ব বাঘ দিবস' ।
প্রকৃতপক্ষে স্যার আইজ্যাক নিউটনের লেখা বইয়ের নাম Philosophic Naturalis Principia Mathematica । যে বইয়ে নিউটন তার বিখ্যাত গতি সূত্রের অবতারণা করেছেন । অপরদিকে Principia Mathematica হলো আলফ্রেড নর্থ হোয়াইটহেড এবং বার্ট্রান্ড রাসেলের লেখা একটি বই ।
বিশ্বের প্রধান চারটি টেনিস গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ফ্রেঞ্চ ওপেন অনুষ্ঠিত হয় ক্লে কোর্টে । অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন হার্ড কোর্টে এবং উইম্বলডন অনুষ্ঠিত হয় গ্রাস কোর্টে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আগস্ট ২০২০ এ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩৮,৮৫০ মিলিয়ন বা ৩৮,৮৫ বিলিয়ন মার্কিন ডলার । উল্লেখ্য, ৮ অক্টোবর ২০২০-এ রিজার্ভের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার অতিক্রম করে । 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0