অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) (উচ্চমান সহকারী) - ২৭.০১.২০২৪ (70 টি প্রশ্ন )
এসিডের পরিমাণ = ৩০ × (৭/১০) = ২১ লিটার
পানির পরিমাণ = ৩০ × (৩/১০) = ৯ লিটার

মনে করি,
x লিটার পানি মিশাতে হবে।

প্রশ্নমতে,
২১ / (৯ + x) = ৩/৭
⇒ ২৭ + ৩x = ১৪৭
⇒ ৩x = ১২০
⇒ x = ৪০
x2 - x - 12 = 0
⇒ x2 - 4x + 3x - 12 = 0
⇒ x(x - 4) + 3(x - 4) = 0
⇒ (x - 4)(x + 3) = 0

হয়, 
x - 4 = 0 
x = 4

অথবা, 
x + 3 = 0
x = - 3

সমীকরণের মূলদ্বয় 4, - 3

দেওয়া আছে,

1 - 1/x = 3

⇒ - 1/x = 3 - 1

⇒ - 1/x = 2

⇒ 1/x = -2

⇒ x = -1/2

∴ প্রদত্ত রাশি = (x+ 1)/x2

= {(-1/2)2 + 1 }/(-1/2)2

= {(1/4) + 1}/ (1/4)

= {(1 + 4)/4}/ 1/4

= (5/4) / (1/4)

= (5/4) Χ (4/1)
= 5


২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা 
বিক্রয়মূল্য ৩৬০০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৩৬০০০)/৮০ = ৪৫০০০ টাকা 

১৬% লাভে , 
বিক্রয়মূল্য = ১০০ + ১৬ = ১১৬ টাকা।

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১৬ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১১৬/১০০ টাকা 
ক্রয়মূল্য ৪৫০০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১৬ × ৪৫০০০)/১০০ টাকা = ৫২২০০ টাকা
ধরি, 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১০ মিটার 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০ × ১০) বর্গমিটার 
                             = ১০০ বর্গমিটার

আবার, 
৩০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ১০ + (১০ এর ৩০%) মিটার 
= ১০ + ৩ মিটার 
= ১৩ মিটার

∴ ৩০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১৩ × ১৩) = ১৬৯ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = (১৬৯ - ১০০) = ৬৯ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = ৬৯%।
৩৬০০ সেকেন্ডে যায় ৪৮০০০ মিটার 
∴ ৩০ সেকেন্ডে যায় (৪৮০০০ × ৩০)/৩৬০০ মিটার 
                        = ৪০০ মিটার

প্রশ্নমতে,
ট্রেন + সেতুর দৈর্ঘ্য = ৪০০
বা, ১০০ + সেতুর দৈর্ঘ্য = ৪০০
∴ সেতুর দৈর্ঘ্য = ৪০০ - ১০০ = ৩০০ মিটার
দেয়া আছে,
বাগানের দৈর্ঘ্য = ৩০ মিটার
বাগানের প্রস্থ = ২০ মিটার।

বাগানের ক্ষেত্রফল =  ৩০ × ২০ মিটার
                       = ৬০০ বর্গ মিটার

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ৩০ + ( ২ × ৫) = ৪০ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ২০ + ( ২ × ৫) = ৩০ মিটার

রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ৩০  ×  ৪০ বর্গমিটার
                                  = ১২০০ বর্গমিটার

রাস্তার ক্ষেত্রফল = (১২০০ - ৬০০) = ৬০০ বর্গমিটার
০, ১, ২, ৫ দিয়ে গঠিত-
৪ অংকের বৃহত্তম সংখ্যা = ৫২১০
৪ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৫

পার্থক্য = ৫২১০ - ১০২৫
          = ৪১৮৫
(∛3 x ∛4)6
= {3(1/3) x 4(1/3)}6
= {3(6/3) x 4(6/3)}
= 32 x 42
= 9 x 16
= 144 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি,
দশক স্থানীয় অংক ক
একক স্থানীয় অংক (ক + ৩)
∴ সংখ্যাটি = ১০ক + (ক + ৩)
             = ১১ক + ৩

শর্তানুসারে,
১১ক + ৩ = ৩(ক + ক + ৩) + ৪
বা, ১১ক + ৩ = ৩(২ক + ৩) + ৪
বা, ১১ক = ৬ক + ৯ + ৪ - ৩
বা, ৫ক = ১০
বা, ক = ২

সংখ্যাটি = ১১ × ২ + ৩
           = ২৫
আমরা জানি,
১ থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + ১)/২

১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৯৯ × (৯৯ + ১)}/২
= (৯৯ × ১০০)/২
= ৯৯ × ৫০
= ৪৯৫০
দেওয়া আছে, x + y = 7
            এবং xy = 12

∴ x³ + y³ = (x + y)³ - 3xy(x + y)
              = (7)³ - 3.12.7
              = 343 - 252
              = 91
এখানে, 
১ম পদ a = 1
সাধারণ অন্তর d = 3 - 1 = 2
n তম পদ = 19

আমরা জানি
n তম পদ = a + (n - 1)d
19  = 1 + (n - 1)2
19 = 1 + 2n - 2
19 = 2n - 1
2n = 20
n = 10 

n তম পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
10তম পদের সমষ্টি = (10/2){2a + (10 - 1)d}
= 5 {2 . 1 + 9 . 2}
= 5 × 20
= 100
ধরি, 
ভগ্নাংশের হর = x এবং 
ভগ্নাংশের লব = x + ১ 

প্রশ্নানুসারে, 
x + x + ১ = ৭ 
বা, ২x + ১ = ৭
বা, ২x = ৬
∴ x = ৩ 

∴ ভগ্নাংশটি = (৩ + ১)/৩ 
               = ৪/৩ 
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫

মনে করি,
একটি সংখ্যা ৭ক  
অপর সংখ্যাটি ৫ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক
এবং ল.সা.গু = ৩৫ক

শর্তমতে, 
৩৫ক = ১৪০ 
ক = ১৪০/৩৫ 
ক = ৪

একটি সংখ্যা = ৭ × ৪ = ২৮
অপর সংখ্যাটি = ৫ × ৪ = ২০

- সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground) হল একটি খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত।

- এটি বঙ্গোপসাগরে অবস্থিত। এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমদিকে অবস্থিত।

- গঙ্গা খাদ নামেও পরিচিত।

- এটির প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, যেখানে তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি কোণে হেলানো। মহীসোপানের কিনারায় এর গভীরতা প্রায় ১,২০০ মিটার।

- বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত সৃষ্টি করে বেঙ্গল ফ্যানে ফেলে। এই ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত হয়েছে।

(উৎস: বাংলাপিডিয়া)


- উন্নয়ন পরিকল্পনায় ব্যয় নির্বাহের জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকার যে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে তাকে পুঁজি উৎস বলে।
- ব্যাংক ঋণ, শেয়ার ইস্যু, ঋণপত্র ইস্যু, বিনিময় বিল, ট্রেজারি বিল, প্রাইজবন্ড ইত্যাদি পুঁজি সংগ্রহের অভ্যন্তরীণ উৎস।
- পুঁজি সংগ্রহের বহিঃউৎসসমূহ হলো- বন্ধকী ঋণ, শর্তহীন ও শর্তযুক্ত ঋণ, খাদ্য সাহায্য, আর্থিক ও কারিগরি সাহায্য, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, দ্বি-পাক্ষিক ও বহু পাক্ষিক সাহায্য প্রভৃতি।
- আসাদ হলেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহিদ।
- ২০ জানুয়ারি, ১৯৬৯ সালে তিনি শহিদ হন।

- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য শহিদ হন- সালাম, জব্বার, বরকত, রফিক, শফিউরসহ অনেকে।

রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০ – ১৯৩২):

- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা ও মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
- নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে এবং সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেছিলেন।
- নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

- রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ ডিসেম্বর, ১৮৮০ খ্রিষ্টাব্দে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন

- ১৮৯৭ সালে ১৬ বছর বয়সে উর্দুভাষী ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপত্নীক সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
- বিয়ের পর তিনি রোকেয়া খাতুন এর সাথে স্বামীর নাম সাখাওয়াত হোসেন যোগ করেন এবং আর. এস হোসেন নামে লিখতেন।

- তিনি মুসলিম নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন তাই তাকে 'মুসলিম নারী জাগরণের অগ্রদূত' বলা হয়।

- ১৯০২ সালে তাঁর প্রথম গল্প 'পিপাসা' প্রকাশিত হয় 'নবনূর' পত্রিকায়।

- ৩ মে, ১৯০৯ সালে স্বামীর মৃত্যুর পর ১৯১০ সালে কলকাতায় গমন করেন এবং নারী মুক্তির লক্ষ্যে তিনি 'সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল' (১৬ মার্চ, ১৯১১) ও 'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' (মুসলিম মহিলা সমিতি)- ১৯১৬ প্রতিষ্ঠা করেন।

- তিনি ৯ ডিসেম্বর, ১৯৩২ সালে মারা যান।

- তার রচিত "মতিচুর", "অবরোধবাসিনী" ও "সুলতানার স্বপ্ন" উপন্যাসগুলি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা।

বেগম রোকেয়ার উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২),
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা, ১৯০৮),
- পদ্মরাগ (উপন্যাস, ১৯২৪),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, ১৯৩১) প্রভৃতি।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
• ১৯৪৭ সালে দেশবিভাগের পর তিনি তার পরিবারের সাথে কলকাতা হতে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) স্থানান্তরিত হন।
• তিনি ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন।

• ১৯৭০: পাকিস্তানের প্রথম রাজনৈতিক-চেতনামন্ডিত চলচ্চিত্র 'জীবন থেকে নেয়া' মুক্তিলাভ।
• ১৯৭১: মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। মুক্তিযুদ্ধের উপর প্রথম চলচ্চিত্র স্টপ জেনোসাইড নির্মাণ। মুক্তিযুদ্ধ নিয়ে দ্বিতীয় চলচ্চিত্র এ স্টেট ইজ বর্ন নির্মাণ।
• ১৯৭২: বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি গঠন।
• ১৯৭২: নিখোঁজ (৩০ জানুয়ারি থেকে আজ পর্যন্ত)।
• ১৯৭৭: চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য রাষ্ট্রীয় একুশে পদক লাভ।
• ১৯৯২: সাহিত্যে কৃতিত্বের জন্য স্বাধীনতা দিবস পুরস্কার লাভ।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন প্রণয়নের লক্ষ্যে 'বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক প্রস্তাব' (১৮৫৫), 'বহুবিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক বিচার' (১৮৭১,৭৩) প্রভৃতি গ্রন্থের মাধ্যমে বিধবা বিবাহের শাস্ত্রীয়তা এবং বহুবিবাহ প্রথার অশাস্ত্রীয়তা প্রমাণ করেন।
- তাঁর প্রচেষ্টায় 'বিধবা বিবাহ আইন' পাশ হয় ২৬ জুলাই, ১৮৫৬ সালে।
- এ বছরই ৭ ডিসেম্বর প্রথম কলকাতায় বিধবা বিবাহ হয় সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সাথে কালীমতী দেবীর।
- তিনি এ বিয়ের যাবতীয় খরচ বহন করেন।
- ১৮৭০ সালে তাঁর পুত্র নারায়ণচন্দ্রের সাথে ভবসুন্দরী দেবী নামে এক বিধবার বিবাহ দেন।
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে ‘দুঃখবাদী কবি’ বলেছেন।
তাঁর বিখ্যাত পঙ্ক্তি-
- ‘সই কেমনে ধরিব হিয়া / আমার বঁধূয়া আন বাড়ী যায় / আমার আঙিনা দিয়া।'
- ‘সই কেবা শুনাইল শ্যাম নাম।'
- 'শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।'
- চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’–এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ (এনএসইজেড)।
- এটি সাবেক আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া নাম পরিবর্তনের ধারাবাহিকতায় করা হয়েছে, যেখানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দগুলো বাদ পড়েছে।
- শেখ হাসিনা সরকারের পতনের পর, ৫ আগস্টের ছাত্র–জনতার আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নাম পরিবর্তনের প্রস্তাব দেয়, যা সম্প্রতি প্রধান উপদেষ্টা কার্যালয় অনুমোদন করেছে।

তথ্যসূত্র: প্রথম আলো।
- বাণিজ্যিক স্বার্থে যে সকল ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
- আমানত গ্রহণ, ঋণদান, মুনাফা অর্জন, মূলধন গঠন, বিনির্মানের মাধ্যম সৃষ্টি, ঋণ নিয়ন্ত্রণে সাহায্য, বৈদেশিক বাণিজ্যে সহায়তা প্রভৃতি বাণিজ্যিক ব্যাংকের কাজ।
- বসনিয়ার রাজধানী সারায়েভো ভ্রমণরত অস্ট্রো- হাঙ্গেরির ভবিষ্যৎ সম্রাট ফার্ডিন্যান্ড সস্ত্রীক নিহত হন।
- এ অবস্থায় অস্ট্রিয়া সার্বিয়াকে হত্যাকান্ডের প্রধান কুশীলব হিসেবে দায়ী করে ২৮ জুলাই, ১৯১৪ সালে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যা ইতিহাসে 'প্রথম বিশ্বযুদ্ধ' নামে পরিচিত।
- ১৮ জানুয়ারি, ১৯১৯ সালে ৩২টি দেশের প্রতিনিধিবর্গ প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির লক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে মিলিত হয়।
- দীর্ঘ আলোচনার পর ৭ মে বিগ ফোর নামে পরিচিত বৃটেনের প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের প্রধানমন্ত্রী জর্জেস ক্ল্যামেনকু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন ও ইতালির প্রধানমন্ত্রী ভিটোরিও অরল্যান্ডো শান্তি চুক্তির খসড়া তৈরি করেন।
- পরবর্তীতে ২৮ জুন ১৯১৯ সালে ফ্রান্সের অদূরে ভার্সাই নগরীতে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে দ্বিতীয় ভার্সাই চুক্তি সম্পাদনের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
- স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১২ বার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এছাড়া তিনটি গণভোট ও তিনটি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- সর্বশেষ ৭ জানুয়ারি, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে।
- বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন ২২৪ জন।
- জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন ১১ জন।
- অন্যান্য দল থেকে নির্বাচিত হয়েছেন ৩ জন।
- এ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১৯৭০ জন।
- পৃথিবীর বৃহত্তম হ্রদ 'কাস্পিয়ান সাগর' এশিয়া মহাদেশে অবস্থিত।
- এর উত্তরে কাজাখস্তান, পশ্চিমে আজারবাইজান, দক্ষিণে ইরান এবং দক্ষিণ পূর্বে তুর্কমেনিস্তান অবস্থিত।
- একে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদও বলা হয়।
- শামসুর রাহমান রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ 'স্মৃতির শহর' (১৯৭৯) ও 'কালের ধূলোয় লেখা' (২০০৪)।
- শামসুর রাহমান রচিত কাব্য: 'নিজ বাসভূমে' (১৯৭০), 'বিধ্বস্ত নীলিমা' (১৯৬৭) ও 'বন্দী শিবির থেকে' (১৯৭২)।
- ব্রায়ান লারা ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়।
- টেস্ট ক্রিকেট ও প্রথম শ্রেণির ক্রিকেট এই দুই শ্রেণির ক্রিকেট এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড তার।
- টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি এক ইনিংসে ৪০০ রান করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগ কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তা বলবৎ করতে পারে এবং বিচার বিভাগীয় পর্যালোচনাকে কার্যকর করতে পারে। হাইকোর্ট বিভাগের এই এখতিয়ারকে রিট জারির এখতিয়ার বলে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0