অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) (হিসাব সহকারী/কার্য সহকারী) - ২৬.০১.২০২৪ (70 টি প্রশ্ন )
- স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১২ বার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এছাড়া তিনটি গণভোট ও তিনটি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- সর্বশেষ ৭ জানুয়ারি, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে।
- বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন ২২৪ জন।
- জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন ১১ জন।
- অন্যান্য দল থেকে নির্বাচিত হয়েছেন ৩ জন।
- এ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১৯৭০ জন।
- পৃথিবীর বৃহত্তম হ্রদ 'কাস্পিয়ান সাগর' এশিয়া মহাদেশে অবস্থিত।
- এর উত্তরে কাজাখস্তান, পশ্চিমে আজারবাইজান, দক্ষিণে ইরান এবং দক্ষিণ পূর্বে তুর্কমেনিস্তান অবস্থিত।
- একে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদও বলা হয়।
শুদ্ধ বানান: repetition (পুনরাবৃত্তি)।
- 'নিবৃত' এবং 'নিভৃত' শব্দজোড়ের মধ্যে উচ্চারণে মিল রয়েছে।
- তবে ব্যবহারিক অর্থে এ দুটি শব্দ ভিন্ন।

শব্দের অর্থ:
- নিবৃত: এর অর্থ আবৃত বা আচ্ছাদিত।
- নিভৃত: এর অর্থ গোপন বা একান্ত।

উভয় শব্দ উচ্চারণে এক হলেও অর্থের দিক হতে ভিন্ন।
- ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে কলম ধরায় কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ নিষিদ্ধ করা হয়।
- 'নবযুগ' পত্রিকায় লেখা কাজী নজরুল ইসলামের কয়েকটি নিবন্ধের সংকলন 'যুগবাণী'।
- এ গ্রন্থটিই প্রথম ২৩ নভেম্বর, ১৯২২ সালে ফৌজদারি বিধির-৯৯এ ধারানুসারে বাজেয়াপ্ত করা হয়।
- তৎকালীন গোয়েন্দা প্রতিবেদনে 'যুগবাণী'কে ভয়ংকর গ্রন্থ হিসেবে চিহ্নিত করে বলা হয়, লেখক বইটির মাধ্যমে উগ্র জাতীয়তাবাদ প্রচার করছেন; 'ক্রীতদাস মানসিকতার' ভারতীয় জনগণকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে শাসনভার দখলের মন্ত্রণা যোগাচ্ছেন।
- এদিনই কাজী নজরুল ইসলামকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয়।

সাহিত্য সমালোচক শিশির কর 'নিষিদ্ধ নজরুল' নামক গ্রন্থে ৫টি নিষিদ্ধ গ্রন্থের কথা উল্লেখ করেছেন।
যথা:
১) যুগবাণী
- নিষিদ্ধ: ২৩ নভেম্বর, ১৯২২
- প্রত্যাহার: ১৯৪৭

২) বিষের বাঁশী
- নিষিদ্ধ: ২২ অক্টোবর, ১৯২৪
- প্রত্যাহার: ১৯৪৫

৩) ভাঙার গান
- নিষিদ্ধ: ১১ নভেম্বর, ১৯২৪

৪) প্রলয়শিখা
- নিষিদ্ধ: ১৭ সেপ্টেম্বর, ১৯৩০

৫) চন্দ্রবিন্দু
- নিষিদ্ধ: ১৪ অক্টোবর, ১৯৩১
তিন ভাই বোনের বয়সের গড় ১৬ বছর
তিন ভাই বোনের বয়সের সমষ্টি = (১৬ × ৩) = ৪৮

পিতা সহ তাদের বয়সের সমষ্টি = (২৫ × ৪) = ১০০
পিতার বয়স = (১০০ - ৪৮) বছর
               = ৫২ বছর
বনলতা সেন
 - জীবনানন্দ দাশ

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে , ‘এতোদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।

জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য রচনা:
কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বনলতা সেন,
- বেলা অবেলা কালবেলা।

উপন্যাস:
- মাল্যবান,
- সুতীর্থ।

প্রবন্ধগ্রন্থ:
- কবিতার কথা। 

উৎস: বাংলাপিডিয়া।
কিছু গুরুত্তপূর্ণ পংক্তি ও উদ্ধৃতিঃ 
- মার চোখে নেই অশ্রু কেবল / অনলজ্বালা, দু'চোখে তাঁর শত্রু হননের আহবান। (মোহাম্মদ মনিরুজ্জামান)
- সকলের তরে সকলে আমরা / প্রত্যেকে আমরা পরের তরে। (কামিনী রায়)
- একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা, সবাই ভুক্তভোগী বটে। (আবুল হোসেন মিয়া)
- একটু খানি স্নেহের কথা, একটু ভালোবাসা / গড়তে পারে এই দুনিয়ায় শান্তি সুখের বাসা। (আবুল হোসেন মিয়া)
- ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। (রফিক আজাদ)
- আমার স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন। (সমর সেন)
- বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, / মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে? (সুকুমার রায়)
- বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ/ মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? (যতীন্দ্রমোহন বাগচী)
- আমাদের দেশে হবে সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে। (কুসুমকুমারী দাশ)
- এখানে যারা প্রাণ দিয়েছে / রমনার উর্দ্ধমুখী কৃষ্ণচূড়ার নীচে, সেখানে আমি কাঁদতে আসিনি। (মাহবুবুল আলম চৌধুরী)
- বাক্যে শূন্যস্থানে বসানোর জন্য এমন একটি ক্রিয়া প্রয়োজন, যা "phone call" এর সাথে অর্থবহ হয়। "Make" হলো সঠিক উত্তর, কারণ ইংরেজিতে আমরা সাধারণত "make a phone call" বলি। এটি একটি প্রচলিত collocation (বিশেষ শব্দজোড়া), যা ফোন করার ক্রিয়া বোঝায়।

অপশনগুলোর বিশ্লেষণ:
• Do
- "Do a phone call" ভুল ব্যবহার, কারণ "do" সাধারণত সাধারণ কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন "do homework" বা "do the dishes।" ফোন কলের ক্ষেত্রে এটি সঠিক নয়।

• Done
"Done" অতীত ক্রিয়ার রূপ, যা এখানে ব্যবহারযোগ্য নয়। এটি auxiliary verb (have/had) ছাড়া সঠিক হয় না। যেমন: I have done my work.

• Making
- "Making" ব্যবহার করতে হলে বাক্যটি হবে: Do you mind if I am making a phone call? তবে এই কাঠামোটি শুদ্ধ হলেও সাধারণত এমনভাবে জিজ্ঞাসা করা হয় না।


- Do you mind if I make a phone call?
- অর্থ: "আপনার কি আপত্তি হবে যদি আমি একটি ফোন কল করি?"

- অর্থাৎ, বাক্যের প্রাসঙ্গিকতা অনুযায়ী "make" বসানোই সঠিক।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Preposition "on" ব্যবহৃত হয় এমন অবস্থায় যখন কাউকে তার সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়।
- এটি একটি নির্দিষ্ট prepositional phrase হিসেবে ইংরেজি ভাষায় প্রচলিত।

উদাহরণ:
- I congratulated her on her promotion.
- They congratulated him on his marriage.

- এখানে "on" সঠিক কারণ এটি সাফল্যের মতো একটি নির্দিষ্ট অর্জনের জন্য অভিনন্দন জানাতে ব্যবহৃত হয়।
- 'প্রায় ঘটে' অর্থে infinitive (to + v₁) এর পূর্বে about বসে।
- He was about to die- তার প্রায় মরা মরা অবস্থা।
- 'তটিনী' শব্দের সমার্থক শব্দ: নদী, সরিৎ, শৈবলিনী, তরঙ্গিনী, তটিনী, গাঙ, স্রোতস্বতী, স্রোতস্বিনী, নির্ঝরিণী, প্রবাহিনী, মন্দাকিনী, কূলবতী, স্রোতোবহা, সমুদ্রবল্লতা, সমুদ্রকান্তা, কল্লোলিনী, কলম্বিনী।
- বনিতা অর্থ নারী। 
এখানে, 
১ম পদ a = 1
সাধারণ অন্তর d = 3 - 1 = 2
n তম পদ = 19

আমরা জানি
n তম পদ = a + (n - 1)d
19  = 1 + (n - 1)2
19 = 1 + 2n - 2
19 = 2n - 1
2n = 20
n = 10 

n তম পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
10তম পদের সমষ্টি = (10/2){2a + (10 - 1)d}
= 5 {2 . 1 + 9 . 2}
= 5 × 20
= 100
১২ জন কৃষকের জমির ফসল কাটতে সময় লাগে ১৪ দিন
১ জন কৃষকের জমির ফসল কাটতে সময় লাগে ১৪ × ১২ দিন
২১ জন কৃষকের জমির ফসল কাটতে সময় লাগে (১৪ × ১২)/২১ = ৮ দিন
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ
- সব বিষয়ে অল্প জ্ঞান যার → পল্লবগ্রাহী
- যিনি স্মৃতি শাস্ত্র জানেন → স্মার্ত 
- যা লাভ করা যায় না → অলভ্য 
- যা জয় করা কষ্টকর → দুর্জয়
- গাছে উঠতে পটু যে → গেছো
- গম্ভীর ধ্বনি → মন্দ্র
- মুক্তি পেতে ইচ্ছুক → মুমুক্ষু
- সম্মুখে অগ্রসর হয়ে → প্রত্যুদগমন
- রাত্রির শেষভাগ →পররাত্র
- যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে → জাতিস্মর
- যে বস্তি থেকে উৎখাত হয়েছে → উদ্বাস্তু
- যা বলার যোগ্য নয় → অকথ্য।
হনন করার ইচ্ছা → জিঘাংসা
- জয় করার ইচ্ছা → জিগীষা
গুরুত্বপূর্ণ কিছু দিবস:
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- জাতীয় ইনকাম ট্যাক্স দিবস : ১৫ সেপ্টম্বর
জাতীয় ট্যাক্স দিবস : ৩০ নভেম্বর
- জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস : ১২ ডিসেম্বর
- Complete Sentence: Smoking is detrimental to health.

- "Detrimental" শব্দটি একটি বিশেষণ (adjective), যার অর্থ "ক্ষতিকর।"
- এটি প্রায়শই "to" preposition-এর সঙ্গে ব্যবহৃত হয়, যা দেখায় যে একটি জিনিস অন্য কিছুর উপর ক্ষতিকর প্রভাব ফেলে।

কেন to সঠিক?
- "Detrimental" এর পর সবসময় "to" ব্যবহৃত হয়, যখন এটি কোনো নির্দিষ্ট বিষয়ে ক্ষতিকর প্রভাব নির্দেশ করে।
যেমন:
- Smoking is detrimental to health. (ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।)
- Pollution is detrimental to the environment. (দূষণ পরিবেশের জন্য ক্ষতিকর।)
ধরি,
দশক স্থানীয় অংক ক
একক স্থানীয় অংক (ক + ৩)
∴ সংখ্যাটি = ১০ক + (ক + ৩)
             = ১১ক + ৩

শর্তানুসারে,
১১ক + ৩ = ৩(ক + ক + ৩) + ৪
বা, ১১ক + ৩ = ৩(২ক + ৩) + ৪
বা, ১১ক = ৬ক + ৯ + ৪ - ৩
বা, ৫ক = ১০
বা, ক = ২

সংখ্যাটি = ১১ × ২ + ৩
           = ২৫
- বাণিজ্যিক স্বার্থে যে সকল ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
- আমানত গ্রহণ, ঋণদান, মুনাফা অর্জন, মূলধন গঠন, বিনির্মানের মাধ্যম সৃষ্টি, ঋণ নিয়ন্ত্রণে সাহায্য, বৈদেশিক বাণিজ্যে সহায়তা প্রভৃতি বাণিজ্যিক ব্যাংকের কাজ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- কোনো কিছু উদ্ধৃত করার কাজে বা সংলাপে উদ্ধৃতি চিহ্ন ব্যবহৃত হয়।
- এ চিহ্ন দুই রকম (একক ও দ্বৈত)। যেমন: ‘সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক নাটক। শিক্ষক বললেন, “গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে।”
- শবরপা ছিলেন চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন, তাঁর জীবনকাল ছিল ৬৮০ থেকে ৭৬০ খ্রিষ্টাব্দের মধ্যে।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, শবরপা ছিলেন 'বাংলা দেশে'র লোক।
- শবরপা ছিলেন চর্যাপদের প্রথম টিকাকার লুইপা’র গুরু।
- শবরপা নাগার্জুনের শিষ্য ছিলেন।
- চর্যাপদের ২৮ ও ৫০ নম্বর পদ তাঁর রচনাশেষ।

- চর্যাপদের আদি কবি তথা বাংলা সাহিত্যের প্রথম কবি এবং চর্যাপদের প্রথম পদ রচয়িতা ছিলেন লুইপা।
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে ‘দুঃখবাদী কবি’ বলেছেন।
তাঁর বিখ্যাত পঙ্ক্তি-
- ‘সই কেমনে ধরিব হিয়া / আমার বঁধূয়া আন বাড়ী যায় / আমার আঙিনা দিয়া।'
- ‘সই কেবা শুনাইল শ্যাম নাম।'
- 'শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।'
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন প্রণয়নের লক্ষ্যে 'বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক প্রস্তাব' (১৮৫৫), 'বহুবিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক বিচার' (১৮৭১,৭৩) প্রভৃতি গ্রন্থের মাধ্যমে বিধবা বিবাহের শাস্ত্রীয়তা এবং বহুবিবাহ প্রথার অশাস্ত্রীয়তা প্রমাণ করেন।
- তাঁর প্রচেষ্টায় 'বিধবা বিবাহ আইন' পাশ হয় ২৬ জুলাই, ১৮৫৬ সালে।
- এ বছরই ৭ ডিসেম্বর প্রথম কলকাতায় বিধবা বিবাহ হয় সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সাথে কালীমতী দেবীর।
- তিনি এ বিয়ের যাবতীয় খরচ বহন করেন।
- ১৮৭০ সালে তাঁর পুত্র নারায়ণচন্দ্রের সাথে ভবসুন্দরী দেবী নামে এক বিধবার বিবাহ দেন।
- চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ড এবং ফেনীর সোনাগাজীর ৩৩ হাজার ৮০৫ একর এলাকা নিয়ে 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরী' গড়ে উঠেছে।
- বর্তমানে এটির নাম পরিবর্তন করে  ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ রাখা হয়েছে। 
(∛3 x ∛4)6
= {3(1/3) x 4(1/3)}6
= {3(6/3) x 4(6/3)}
= 32 x 42
= 9 x 16
= 144
শুদ্ধ বানান- Lieutenant (লেফটেন্যান্ট)।

এটি মনে রাখার জন্য কিছু উপায়:
Lie (মিথ্যা), U (তুমি), Ten (দশ), Ant (পিঁপড়া) — একত্রে মনে রাখুন, "মিথ্যা তুমি দশ পিঁপড়া।"
Lie + U + Ten + Ant — একটি চিত্র কল্পনা করুন যেখানে "লেফটেন্যান্ট" একটি যোদ্ধা (যিনি মিথ্যা বলছেন, তুমি তার পাশে আছো, দশটি পিঁপড়া অনুসরণ করছে)।
- আসাদ হলেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহিদ।
- ২০ জানুয়ারি, ১৯৬৯ সালে তিনি শহিদ হন।

- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য শহিদ হন- সালাম, জব্বার, বরকত, রফিক, শফিউরসহ অনেকে।
দেয়া আছে,
বাগানের দৈর্ঘ্য = ৩০ মিটার
বাগানের প্রস্থ = ২০ মিটার।

বাগানের ক্ষেত্রফল =  ৩০ × ২০ মিটার
                       = ৬০০ বর্গ মিটার

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ৩০ + ( ২ × ৫) = ৪০ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ২০ + ( ২ × ৫) = ৩০ মিটার

রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ৩০  ×  ৪০ বর্গমিটার
                                  = ১২০০ বর্গমিটার

রাস্তার ক্ষেত্রফল = (১২০০ - ৬০০) = ৬০০ বর্গমিটার
Noun - Ability (সক্ষমতা)
Verb - Enable (সক্ষম করা)
Adjective - Able (সক্ষম)
Adverb - Ably (সক্ষমভাবে)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়।
- এতে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করে।
- বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা ৬৪টি।
- এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ও রানার্স আপ ফ্রান্স।

এ আসরে-
- সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ।
- সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করে লিওনেল মেসি (আর্জেন্টিনা) এবং
- সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) লাভ করে কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
- আর সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) লাভ করে এমি মার্টিনেজ (আর্জেন্টিনা)।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0