Solution
Correct Answer: Option C
- Paradise Lost একটি ইংরেজি epic poem যা বিশ্বসাহিত্যে অত্যন্ত বিখ্যাত।
- এটি রচয়িতা ইংরেজ কবি John Milton, যিনি 17 শতকের একজন প্রভাবশালী সাহিত্যিক।
- এটির প্রথম সংস্করণ 1667 সালে প্রকাশিত হয়, পরে সম্পূর্ণ সংস্করণ 1674 সালে প্রকাশিত হয়।
- Paradise Lost মূলত মানবজাতির পতনের গল্প তুলে ধরে, যেখানে আদম ও হাওয়ার কাহিনী ও স্বর্গ থেকে পতনের ঘটনা বর্ণিত হয়েছে।
- অন্যরা যেমন John Donne, John Keats ও John Dryden ইংরেজ সাহিত্যের বিখ্যাত কবি হলেও এই মহাকাব্যটির রচয়িতা নন।
সুতরাং, John Milton হলেন Paradise Lost রচয়িতা।