Find the wrong number in the series: 3, 8, 15, 24, 34, 48, 63
Solution
Correct Answer: Option A
8 - 3 = 5
15 - 8 = 7
24 - 15 = 9
এখানে দেখা যাচ্ছে যে পার্থক্যগুলি হলো বিজোড় সংখ্যা: 5, 7, 9...। এই প্যাটার্ন অনুযায়ী পরবর্তী পার্থক্যগুলি 11, 13, 15... হওয়া উচিত।
এখন এই প্যাটার্নটি প্রয়োগ করে,
24 + 11 = 35
কিন্তু ধারায় 24 এর পরে আছে 34। এটিই ভুল সংখ্যা।