সমন্বিত ৯ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)-২০.০১.২০২৩ (100 টি প্রশ্ন )
অনুমতি ছাড়া কোন কম্পিউটারে প্রবেশ করে তথ্য চুরি বা পুরো কম্পিউটার এর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে Hacking বা Cracking বলে।
কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়। মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Mathison Turing)। কৃত্রিম বুদ্ধিমত্তায় Java, CLISP, MATLAB, PROLOG, C/C++ প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। তবে এদের মধ্যে Prolog প্রধানত কৃত্রিম বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
Closed source software হলো এমন এক ধরনের সফটওয়্যার, যার সোর্স কোড উন্মুক্ত থাকে না। এতে সোর্স কোড উন্মুক্ত না থাকায় ব্যবহারকারী সফটওয়্যারটিকে পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করতে পারে না। Microsoft Office, Microsoft Windows, Zoom, Adobe Photoshop, Mac OS, HP-Unix ইত্যাদি Closed Source Software এর উদাহরণ।
কম্পিউটারের যে অংশ Data processing এর কাজ করে থাকে তাকে Central Processing Unit (CPU) বলে। CPU তৈরিতে Microprocessor / Processor লাগে। CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। ১৯৭১ সালে ড. টেড হয় Microprocessor তৈরি করেন। CPU তিনটি অংশ নিয়ে গঠিত। যথাঃ Arithmetic Logic Unit (ALU). Control Unit ও Register Array.
দশমিক সংখ্যার প্রতিটি অংককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে Binary Coded Decimal (BCD) কোড বলে। IBM এর পুরনো সুপার কম্পিউটারে, কম্পিউটার বায়োস ও ইলেকট্রিক ডিসপ্লে বোর্ডের তারিখ সংরক্ষণে এ কোড ব্যবহৃত হয়। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে দশমিক সংখ্যা ০ থেকে ৯ এ দশটি অংকের প্রতিটিকে নির্দেশের জন্য ৪টি বাইনারি অংক প্রয়োজন। ৪টি বিট দ্বারা ২n অর্থাৎ ১৬টি ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই ১৬টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার বিসিডি কোড সম্ভব।
ডার্ক ওয়েব হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি অংশ যা ডার্ক নেটে বিদ্যমান। দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইন্টারনেটের ৫ থেকে ৬ শতাংশ জুড়ে ডার্ক নেটের ব্যপ্তি। উন্মুক্ত ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এটি এক প্রকার লুকায়িত নেটওয়ার্ক। এতে প্রবেশ করেত নির্দিষ্ট সফটওয়্যার কনফিগারেশন বা অনুমোদন প্রয়োজন হয়।
চ্যাটবট কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার এপ্লিকেশন যা গ্রাহকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ফিডব্যাক দেয়াসহ একাধিক কাজ সম্পাদন করার জন্য তৈরি করা হয়।
Uninterruptible Power Supply (UPS) এমন একটি ইলেক্ট্রিক্যাল ডিভাইস, যা কিছু সময়ের জন্য বিদ্যুৎ সঞ্চয় করে রাখতে পারে। এটি বিদ্যুৎ চলে যাওয়ার সাথে ব্যাক আপ দিয়ে থাকে। UPS সাধারণত দুই ধরনের- Offline UPS: অফলাইন ইউপিএস মূল সিস্টেমের লোড সরাসরি ইনপুট পাওয়ারের সাথে সংযুক্ত থাকে। যখন মেইন পাওয়ার সাপ্লাই সংযোগ দিতে ব্যর্থ হয় তখন এটি ৮ মিলি সেকেন্ড এর মধ্যে পাওয়ার ব্যাকআপ দেয়। অন্যদিকে, Online UPS: অনলাইন ইউ.পি.এস ডাবল কানভার্সন পদ্ধতি ব্যবহার করে। এটি প্রথমে এসি ভোল্টেজ কে ডিসি ভোল্টেজে রূপান্তর করে। তারপর ইনভার্টিং করে ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তর করতে সময় নেয় না। সাধারণত অনলাইন ইউপিএস ৫ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারে।
Real Time Gross Settlement (RTGS) একটি নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম। এটি এমন একটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম, যেখানে একটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে রিয়েল টাইমে অর্থাৎ সময়ের অপেক্ষা ছাড়া অর্থ স্থানান্তর করা যায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

রূপালি সৈকতে সিনেমার পরিচালক আলমগীর কবির। এটি ১৯৭৯ সালে মুক্তি পায়। সিনেমাটি মুক্তিযুদ্ধভিত্তিক দেশের প্রথম আত্মজৈবনিক সিনেমা।
সুন্দরবন (বাদাবন) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ। বাংলাদেশ ও ভারতে বিস্তৃত সুন্দরবনের মোট আয়তন ১০০০০ বর্গ কি. মি.। সুন্দরবনের মোট আয়তনের ৬২% বাংলাদেশে অবস্থিত। এটি বাংলাদেশের ৫টি (খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলায় অবস্থিত। সুন্দরবনকে ২১ মে, ১৯৯২ ‘রামসার সাইট’ এবং ৬ ডিসেম্বর, ১৯৯৭ ইউনেস্কো 'বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে (৭৯৮তম) ঘোষণা করে।
১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানে ২২ জন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনা করেন। তবে এদের মধ্যে কোন প্রধানমন্ত্রীই তার নির্ধারিত মেয়াদ পূর্ণ করতে পারেনি।
১ ডিসেম্বর, ২০২২ সালে বিশ্বব্যাংকের মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ-৩৭ এর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭ম। দেশটি ২০২২ সালে ২১ বিলিয়ন ডলার আয় করে। তবে ২০২১ সালের প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭ম। দেশটি ২০২১ সালে ২২ বিলিয়ন ডলার আয় করে। আর ২০২২ সালে ২১ বিলিয়ন ডলার আয় করে। এ তালিকায় ১ম, ২য় ও ৩য় অবস্থানে যথাক্রমে ভারত (১০০ বি. ড.), মেক্সিকো (৬০ বি.ড.) ও চীন (৫১ বি.ড.) আয় করে।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস 'পথের পাঁচালী' (১৯২৯)। এটি প্রথম প্রকাশিত হয় 'বিচিত্রা' পত্রিকায়। গ্রন্থাকারে প্রকাশিত হয় সজনীকান্ত দাসের রঞ্জন প্রকাশনালয়, কলকাতা থেকে। ভাগলপুরে চাকরি করার সময় তিনি এ উপন্যাস রচনা করেন। এ উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও পরিচিত মানুষের জীবন। বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু ও অক্রুর সংবাদ নামে তিনটি ভাগে বিভক্ত এ উপন্যাস। 'পথের পাঁচালী' উপন্যাসের প্রধান অংশই হলো একটি শিশুর চৈতন্যের জাগরণ, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে শিশুর বেড়ে উঠা। মানুষ ও প্রকৃতির সঙ্গে তাদের পরিচয়। বিশ শতকের শুরুর দিকে বাংলার এক প্রত্যন্ত গ্রামে অপু, অপুর বাবা হরিহর রায়, মা সর্বজয়া, বোন দুর্গা ও দূর সম্পর্কের পিসি ইন্দির ঠাকরুন নিয়ে তাদের জীবন যাত্রার কথাই এ উপন্যাসের মূখ্য বিষয়। উল্লেখযোগ্য চরিত্র: অপু, দুর্গা, সর্বজয়া, ইন্দির ঠাকরুন।
উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন যথাক্রমে ইমতিয়াজ আহমেদ (পাকিস্তান, ১৯৫৫ সালে)। অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া, ২০০২ সালে)। কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা, ২০০২ সালে)।
পৃথিবীর সর্ব দক্ষিণের নগরী পুয়ের্তো উইলিয়ামস, যা চিলিতে অবস্থিত। আর পৃথিবীর সর্ব উত্তরের নগরী হ্যামারফেস্ট (নরওয়ে)।
SpaceX (Space Exploration Technologies Corporation) যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশযাত্রা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের হর্ধন নগরীতে অবস্থিত। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবসায়ী ও উদ্যোক্তা ইলন মাস্ক ২০০২ সালে SpaceX প্রতিষ্ঠা করে। এটি রকেট ইঞ্জিন তৈরির পাশাপাশি মহাকাশে স্যাটেলাইট পরিবহনে কাজ করে।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী, দারিদ্র্যের হার ২০.৫% আর চরম দারিদ্র্যের হার ১০.৫%।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ) - জাজিরা (শরীয়তপুর) প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে। এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার। এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি। এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। চীনা কোম্পানিটি পদ্মাসেতুর সুপার স্ট্রাকচার (স্প্যান) স্থাপনে ৩৬০০ টন ক্ষমতা সম্পন্ন ভাসমান ক্রেন ব্যবহার করে, যা চীন থেকে আনা হয়। বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে উদ্বোধন করেন।
Worldometer- ২০২২ এর তথ্যমতে, বিশ্বে গ্রিনহাউস গ্যাস (কার্বন ডাই-অক্সাইড) নিঃসরণে শীর্ষ দেশ চীন। কিন্তু মাথাপিছু গ্রিনহাউস (কার্বন-ডাই অক্সাইড) নিঃসরণে দ্বিতীয় অবস্থানে চীন। দেশটি মোট মাথাপিছু ৭.৩৮ টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে। বিশ্বে গ্রিনহাউস গ্যাস (কার্বন ডাই-অক্সাইড) নিঃসরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু দেশটি মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ অবস্থানে রয়েছে। দেশটি মোট মাথাপিছু ১৫.৫২ টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে।
কে-২ এভারেস্ট পর্বতের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮৬১১ মিটার। হিমালয় পর্বতমালার কারকোরাম পর্বতশ্রেণির অন্তর্গত কে-২ পর্বতশৃঙ্গটি পাকিস্তানের আজাদ কাশ্মীরের গিলগিট- বালতিস্তান ও চীনের জিংজিয়ান সীমান্তে অবস্থিত।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৩ সালের তথ্যমতে, ২০২২ সালে জিডিপির ভিত্তিতে বিশ্বের বৃহৎ পাঁচ অর্থনীতির দেশ যথাক্রমে যুক্তরাষ্ট্র (২৫০৩৫.২ বি. ডলার), চীন (১৮৩২১.২ বি. ডলার), জাপান (৪৩০০.৬ বি. ডলার), জার্মানি (৪০৩১.১ বি. ডলার) ও ভারত ৩৪৬৮.৬ বি. ডলার)।
শরীর ও যৌনতা, নিবিড় সম্পর্ক, সামাজিক বৈষম্য আর শিক্ষার ভিতর দিয়ে শ্রেণিবদলের অভিজ্ঞতা, সময় ও স্মৃতি এবং যাপিত জীবনের অভিজ্ঞতা নিয়ে সাহিত্য রচনার জন্য ২০২২ সালে অ্যানি এরনো (ফ্রান্স) নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন। অ্যানি এরনোর কয়েকটি সাহিত্যকর্ম- লো আমধে' ভিদ; লেজানে; ক্লিনড আউটং আ ম্যানস।
৩০ অক্টোবর, ২০১৭ সালে ইউনেস্কোর আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি Memory of the world Register-এ অন্তর্ভুক্ত করতে ৭৮টি দলিলকে মনোনয়ন দেয়। এ তালিকায় ৪৮ নম্বরে ৭মার্চ, ১৯৭১ সালে রেসকোর্স (সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ৭ মার্চ এর ঐতিহাসিক ভাষণকে Worlds Documentary Heritage এর অংশ হিসেবে Memory of the world Register অন্তর্ভুক্ত করে। ১৯৯৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৪২৭টি দলিল ও সংগ্রহ Memory of the register এ অন্তর্ভুক্ত করা হয়েছে। ৪২৭ টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই একমাত্র অলিখিত ভাষণ। উল্লেখ্য, ১৯৯২ সালে UNESCO Memory of the world Register প্রোগ্রামটি চালু করে।

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) লিডারশিপ ইন ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড)' নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। এ প্রতিষ্ঠানের সনদ পাওয়া বাংলাদেশে বর্তমানে পরিবেশবান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা ১৯২টি, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সনদ পাওয়া কারখানা।

গোবি মরুভূমি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি। এর আয়তন ১২ লক্ষ ৯৫ হাজার বর্গ কি.মি.। এটি চীনের উত্তর-পশ্চিম ও মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে বিস্তৃত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। দেশটি পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া জুড়ে বিস্তৃত। রাশিয়ার রাজধানী ও বৃহত্তম শহর মস্কো। রাশিয়ার সাথে ১৪টি দেশের স্থলসীমান্ত সংযোগ আছে। দেশগুলো হলো- নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন,মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়া।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0