গ্লোবাল ইসলামী ব্যাংক (প্রেবেশনারি অফিসার) -০২.০৪.২০২২ (50 টি প্রশ্ন )

বাংলাদেশের সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে।
চে গুয়েভারা ছিলেন একজন আর্জেন্টিনীয় মার্কসবাদী, বিপ্লবী। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। তিনি ১৯২৮ সালের ১৪জুন এর্নেস্তো গেভারা রোসারিও, আর্জেন্টিনায় জন্ম গ্রহণ করেন। বলিভিয়ায় চে গুয়েভারা ন্যাশনাশ লিবারেশন আর্মি- নামক গেরিলা সংগঠনের নেতা ছিলেন। তারঁ রচিত বিখ্যাত গ্রন্থের নাম গেরিলা ওয়েলফেয়ার। ৯ অক্টোবর Mario Teran Salazar নামক একজন সৈনিক মহান এ বিপ্লবীকে গুলি করে হত্যা করে।

ইউক্রনের মুদ্রান নাম রিভনিয়া, আর তুরস্কের মুদ্রান মাম লিরা।


কোবোল একটি তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা এবং আজও প্রচলিত প্রাচীনতম প্রোগ্রামিং ভাষাগুলির একটি। এটির ইংরেজি নামটি Common Business-Oriented Language-এর সংক্ষিপ্ত রূপ ।
 
অন্যদিকে,
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রাম হলো- Microsoft Access, MySQL, SQlite, Microsoft SQL Server, Oracle, Sybas, dBASE, FoxProo, IBM DB2 ইত্যাদি।

জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিশদ ,যা 'স্বস্তি পরিষদ ' নামে পরিচিত । 
- আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এর প্রধান কাজ ।
- এর সদস্য সংখ্যা ১৫ টি (৫ টি স্থায়ী সদস্য -যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ,রাশিয়া ,চীন ও ফ্রান্স এবং অস্থায়ী ১০ টি ) ।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয় ।
- ২০২২ সালে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেনঃ
জানুয়ারি - নরওয়ে
ফেব্রুয়ারি - রাশিয়া
মার্চ - সংযুক্ত আরব আমিরাত
এপ্রিল - যুক্তরাজ্য
মে - যুক্তরাষ্ট্র
জুন - আলবেনিয়া
জুলাই - ব্রাজিল
আগস্ট -চীন
সেপ্টেম্বর - ফ্রান্স
অক্টোবর - গ্যাবন
নভেম্বর - ঘানা
ডিসেম্বর - ভারত

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Roscosmos হল রাশিয়ার প্রধান ও জাতীয় মহাকাশ সংস্থা। এটি রাশিয়ার Space Agency হিসেবে ২৫ ফ্রেব্রুয়ারি, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর রাজধানী মস্কোতে। তার আগে ১৯৩১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত মহাকাশ প্রশাসন হিসাবে পরিচিত ছিল।
এখানে 0,1,2,3,4,5,6,7,8,9 মোট 10 ডিজিট ।এই 10 ডিজিট পাসওয়ার্ড পাওয়া যায় =10×9!
        =10! উপায়ে

আবার ,10 ডিজিট থেকে 9 ডিজিট পাসওয়ার্ড বাছার করা যায় = ¹⁰P₉
                                                                                           =10!/1!=10! উপায়ে
অতএব ,মোট উপায় =10!+10!
                                =2×0!
80 × (120/100)×(90/100)=86.40
এখানে ,8 =3×6
           30=5×6
অতএব, নির্ণেয় সংখ্যা 3×5=15
এখানে ,
88000=88×1000
           =8×11×1000
           =2³×11×8×125
           =2³×11×2³×5³
           =2⁶×5³×11
           =2×2×2×2×2×2×5×5×5×11
Purple চিপস এর মূল্য Green চিপস থেকে বেশি কিন্তু Red চিপস থেকে কম ।
অর্থাৎ 5<x<11
অতএব x অবশ্যই 6,8 বা 10 হবে।
কিন্তু x=6 হতে পারে না কারণ আমরা 3 কে উপরের মৌলিক উৎপাদকে পাইনি ।
একইভাবে x≠10
অতএব , x =8 হবে ,কারণ 8=2×2×2 যেখানে 2 কে 8 এর উৎপাদক আকারে প্রকাশ করা যায় ।
তাহলে 2 টি purple চিপসকে নেওয়া যাবে ।
দেওয়া আছে ,
    x+y=xy=x/y
অতএব, x+y=xy..........(i)
x+y=x/y........(ii)
এবং xy=x/y.........(iii)

(i) নং এ x=2,y=2 হলে পাই ,
L.H.S=2+2=4
R.H.S=2.2=4
অতএব ,(i) নং সমীকরণে x=2 ও y=2 এর জন্য একটি বাস্তব সমাধান রয়েছে ।
কিন্তু (ii) ও (iii) নং এর কোন বাস্তব সমাধান নির্ণয় সম্ভব নয় ।
এখানে ,⁶C₃ =6!/(3! 3!)
                  =(6.5.4.3 !)/(3.2.1.3!)
                  =2.5.2
                  =20
এখানে ,
x=(m+9)/2
বা,2x=m+9.......(i)
y=(2m+15)/2
বা,2y=2m+15........(ii)
এবং z=(3m+18)/2
বা,2z=3m+18.........(iii)
(i)+(ii)+(iii)
2x+2y+2z=m+9+2m+15+3m+18
বা,2(x+y+z)=6m+42
বা,x+y+z=3m+21
বা,(x+y+z)/3=m+7
এখানে একটি নিরপেক্ষে ছক্কার 3 এবং মুদ্রার Tail আসে 1 বার 3T
অতএব ,অনুকুল ফলাফল =1
এবং মোট ফলাফল =12
অতএব সম্ভাব্যতা 1/12
নির্ণেয় ছাত্র সংখ্যা =(258× 150)/430 =90

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
24 ও 64 এর গ সা গু =8
24)64(2
     48
______________
      16)24(1
          16
________________
         8)16(2
             16
_______________________
             0


পর্যায়ক্রমে সাজিয়ে পাই 56,57,87,89,93

∴ এদের মধ্যমা =87


মুদ্রাকে একবার নিক্ষেপে Head উঠার সম্ভাবনা =1/2

একটি কয়েনকে 3 বার নিক্ষেপের পর পরের বার অর্থাৎ ৪র্থ বার নিক্ষেপেও Head উঠার সম্ভাবনা =1/2
Susan এর বেগ 114/2=57 mile/hour

অতএব ,নির্ণেয় সময় = দূরত্ব/বেগ= 285/57=5 hour

84 =2× 2× 3× 7
দেওয়া আছে ,
George এর cousin আছে 5 জন
অতএব ,Bonnie এর ""    5+11 জন
                                     =16 জন

তাহলে Robert   "          " 16/2 "
                                    =8 জন
Deviant=বিপদ্গামী
Regular=নিয়মনিষ্ঠা
Bent=ইচ্ছা
Devious=প্রতারণাপূর্ণ
Atypical=অস্বাভাবিক
Cap it all (কোন কিছু শেষ করা ) idiom টির অর্থ =To finish
Abate =হ্রাস করা
Enhance =বৃদ্ধি করা
Decrease=হ্রাস করা
Deludge=মহাপ্লাবন
Reduce=কমানো
Was/Were being যুক্ত passive voice -কে active voice এ রুপান্তর করার নিয়ম ঃ Object কে sub +was/were+v+ing+sub-কে obj.The dogs were chasing him

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Composer (সুরকার) যেমন গানের symphony (সুর) সৃষ্টি করেন ঠিক তেমনি Painter (চিত্রকর) fresco (দেয়াল চিত্র) তৈরি করেন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0