চে গুয়েভারা ছিলেন একজন আর্জেন্টিনীয় মার্কসবাদী, বিপ্লবী। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। তিনি ১৯২৮ সালের ১৪জুন এর্নেস্তো গেভারা রোসারিও, আর্জেন্টিনায় জন্ম গ্রহণ করেন। বলিভিয়ায় চে গুয়েভারা ন্যাশনাশ লিবারেশন আর্মি- নামক গেরিলা সংগঠনের নেতা ছিলেন। তারঁ রচিত বিখ্যাত গ্রন্থের নাম গেরিলা ওয়েলফেয়ার। ৯ অক্টোবর Mario Teran Salazar নামক একজন সৈনিক মহান এ বিপ্লবীকে গুলি করে হত্যা করে।
কোবোল একটি তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা এবং আজও প্রচলিত প্রাচীনতম প্রোগ্রামিং ভাষাগুলির একটি। এটির ইংরেজি নামটি Common Business-Oriented Language-এর সংক্ষিপ্ত রূপ ।
অন্যদিকে,
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রাম হলো- Microsoft Access, MySQL, SQlite, Microsoft SQL Server, Oracle, Sybas, dBASE, FoxProo, IBM DB2 ইত্যাদি।
Roscosmos হল রাশিয়ার প্রধান ও জাতীয় মহাকাশ সংস্থা। এটি রাশিয়ার Space Agency হিসেবে ২৫ ফ্রেব্রুয়ারি, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর রাজধানী মস্কোতে। তার আগে ১৯৩১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত মহাকাশ প্রশাসন হিসাবে পরিচিত ছিল।
এখানে , 88000=88×1000 =8×11×1000 =2³×11×8×125 =2³×11×2³×5³ =2⁶×5³×11 =2×2×2×2×2×2×5×5×5×11 Purple চিপস এর মূল্য Green চিপস থেকে বেশি কিন্তু Red চিপস থেকে কম । অর্থাৎ 5<x<11 অতএব x অবশ্যই 6,8 বা 10 হবে। কিন্তু x=6 হতে পারে না কারণ আমরা 3 কে উপরের মৌলিক উৎপাদকে পাইনি । একইভাবে x≠10 অতএব , x =8 হবে ,কারণ 8=2×2×2 যেখানে 2 কে 8 এর উৎপাদক আকারে প্রকাশ করা যায় । তাহলে 2 টি purple চিপসকে নেওয়া যাবে ।
দেওয়া আছে , x+y=xy=x/y অতএব, x+y=xy..........(i) x+y=x/y........(ii) এবং xy=x/y.........(iii)
(i) নং এ x=2,y=2 হলে পাই , L.H.S=2+2=4 R.H.S=2.2=4 অতএব ,(i) নং সমীকরণে x=2 ও y=2 এর জন্য একটি বাস্তব সমাধান রয়েছে । কিন্তু (ii) ও (iii) নং এর কোন বাস্তব সমাধান নির্ণয় সম্ভব নয় ।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।