Solution
Correct Answer: Option B
- Panegyric: স্তুতি; প্রশস্তিগাথা।
- Eulogize: (আনুষ্ঠানিক) বক্তৃতায় অথবা লিখিতভাবে উচ্চপ্রশংসা করা।
- Ballad: বিশেষত প্রাচীন কাহিনিসংবলিত সাদামাটা গান বা কবিতা।
- Stigmatize: কলঙ্কজনকভাবে বর্ণনা করা।
- Tirade: দীর্ঘ, ক্রোধোদ্দীপ্ত বা তিরস্কারপূর্ণ বক্তৃতা।
- Entertain: চিত্তবিনোদন করা।
- Ode: গাথাকবিতা।
- Criticize: ত্রুটিনির্দেশ করা।
- Lampoon: কোনো ব্যক্তিকে তীব্রভাবে ব্যঙ্গ করে রচিত কোনো রচনা।
- Satirize: বিদ্রূপাত্মকভাবে বর্ণনা করা।
- এখানে Lampoon ও Satirize কাছাকাছি অর্থ প্রকাশ করে।