Solution
Correct Answer: Option A
- “Vegetarian” শব্দটি এসেছে “vegetable” শব্দ থেকে, যার অর্থ উদ্ভিজ্জ খাদ্য।
- তাই vegetarian বলতে এমন মানুষকে বোঝায়, যারা শুধু উদ্ভিদজাত খাবার (যেমন—শাকসবজি, ফল, দানা ইত্যাদি) খায় এবং মাংস বা প্রাণিজ খাদ্য পরিহার করে।
- অর্থাৎ, “vegetarian” শব্দটি মূলত plants বা উদ্ভিদজাত খাদ্যের সাথে সম্পর্কিত।