Solution
Correct Answer: Option C
- টমাস হার্ডি (Thomas Hardy) ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত ঔপন্যাসিক ও কবি।
- তার লেখায় নিয়তিবাদ (Fatalism) এবং জীবনের প্রতি হতাশাবোধ বা নিরাশাবাদ (Pessimism) প্রবলভাবে ফুটে উঠেছে।
- তিনি বিশ্বাস করতেন যে, মানুষের ভাগ্য বা পরিস্থিতি তার সুখের পথে অন্তরায়।
- তার বিখ্যাত উপন্যাস 'Tess of the d'Urbervilles' এবং 'Jude the Obscure'-এ জীবনের ট্র্যাজেডি এবং হতাশার চিত্র দেখা যায় বলে তাকে Pessimistic Novelist বলা হয়।