'The English' refers to -
A The English language
B The English society
C The English territory
D The people of England
Solution
Correct Answer: Option D
ভাষার নামের পুর্বে The বসে না। তবে ভাষার নামের পুর্বে the বসলে তখন ঐ ভাষাকে না বুঝিয়ে বরং ঐ ভাষার সমগ্র জাতিকে বুঝায়। প্রশ্নে The English দিয়ে ইংল্যান্ডের বসবাসরত সমগ্র জাতিকে বুঝিয়েছে।