"A sudden realization or insight experienced by a character" refers to —

A Allegory

B Epiphany

C Paradox

D Satire

Solution

Correct Answer: Option B

The correct answer is B) Epiphany.
- যখন কোনো character হঠাৎ করে কোনো কিছু realize করে, মানে হঠাৎ করে কোনো সত্য বুঝতে পারে অথবা কোনো বিষয়ে তার insight (অন্তর্দৃষ্টি) জন্মায়, তখন সেই মুহূর্তটাকে Epiphany বলা হয়।

- Allegory (রূপক): এটা হলো যখন কোনো গল্পের সারফেসে (surface level) একটা মানে থাকে, কিন্তু এর গভীরে (deeper level) অন্য কোনো সিম্বলিক (symbolic) বা রূপক অর্থ লুকিয়ে থাকে। এটা হঠাৎ করে কোনো ক্যারেক্টারের উপলব্ধি না।

- Paradox (প্রহেলিকা): এটা হলো এমন একটা স্টেটমেন্ট (statement) বা ধারণা যেটা আপাতদৃষ্টিতে কন্ট্রাডিক্টরি (contradictory) মনে হলেও, এর মধ্যে কোনো সত্য লুকিয়ে থাকতে পারে। এটা ক্যারেক্টারের সাডেন রিয়েলাইজেশন না।

- Satire (ব্যঙ্গ): এটা হলো যখন হিউমার (humor), আইরনি (irony), বা এক্স্যাজারেশন (exaggeration) ব্যবহার করে কোনো ব্যক্তি, সমাজ, বা নীতির সমালোচনা করা হয়। এটাও ক্যারেক্টারের হঠাৎ উপলব্ধি নয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions