Solution
Correct Answer: Option C
- বাংলা ভাষায় আগত তুর্কি শব্দসমূহ: বাবা, আলখাল্লা, উজবুক, উর্দু, কাঁচি, কাবু, কুলি, কুর্নিশ, কোর্মা, খোকা, চাকু, চোগা, চকমক, তোপ, বন্দুক, বাবুর্চি, বাহাদুর, বেগম, মুচলেকা, লাশ, মোগল, সওগাত ইত্যাদি।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে- বারুদ ফারসি শব্দ।
- কিন্তু, অভিগম্য অভিধান অনুসারে- বারুদ তুর্কি শব্দ।
- পর্তুগিজ শব্দ : বালতি।