সাধারণ বীমা কর্পোরেশন (সহকারী ব্যবস্থাপক)(IBA,DU) ০৮.১১.২০২৪ (80 টি প্রশ্ন )
- বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের গোপালপুর সাদামাটির পাহাড়ের জন্য বেশ বিখ্যাত।
- ১৯৫৭ সালে ভূতত্ত্ব জরিপে দুর্গাপুর উপজেলা বাগাউড়া গ্রামে সর্বপ্রথম সাদা মাটির সন্ধান পাওয়া যায়।
- ১৯৬৪ থেকে ১৯৬৫ সালে সরকারের খনিজ সম্পদ বিভাগ এ সাদামাটির পরিমান নির্ধারণের জন্য ১৩টি কূপ খনন করে।
- ১৯৭৫, ১৯৭৮,১৯৮০ ও ১৯৮৩, সালে সরকার ব্যাপক ভাবে ভূতাত্ত্বিক অনুসন্ধান চালায়।
- সন্ধান পায় পশ্চিমে ভেদীকুড়া থেকে পূর্বে গোপালপুর পর্যন্ত এলাকায় নিয়মিত ও অনিয়মিত স্তরে সাদামাটি ।
- সাদামাটি এলাকাটির দৈর্ঘ্য ১৪ কিলোমিটার, প্রস্থে ৬শ মিটার ।
- অধিকাংশ সাদামাটির টিলা ১৫ থেকে ৪০ মিটার পর্যন্ত উচু । ভূপৃষ্ট থেকে অবতল কোণের দিকে ৬০ মিটার গভীর পর্যন্ত সাদামাটির অস্থিত্ব রয়েছে ।
- এ সাদামাটির বাংলাদেশের চাহিদার সিংহভাগ পুরণ করে চলছে।
Cold War:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, বিশেষ করে ১৯৪৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিদ্যমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনাপূর্ণ অবস্থাকে বুঝায়।

Buffer State:
- দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত নিরপেক্ষ দেশকে বলা হয় বাফার স্টেট।
- ১ম ও ২য় বিশ্বযুদ্ধের বাফার স্টেট ছিল বেলজিয়াম।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বাফার স্টেট ছিল পোল্যান্ড।
আলোকবর্ষ (Light year):
- এটি মহাকাশে জ্যোতির্বিজ্ঞানের দূরত্ব পরিমাপের একটি একক।
- এটি আলোর গতিতে এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তার সমান।
- মহাকাশের বিশাল দূরত্বের কারণে, কিলোমিটার বা মাইলের মতো প্রচলিত এককগুলি ব্যবহার করা অসুবিধাজনক। তাই, জ্যোতির্বিজ্ঞানীরা আলোকবর্ষ ব্যবহার করেন।
- ১৯৮৯ সালে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক জোট G-15 প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য সংখ্যা ১৮টি এবং সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- United Nations High Commissioner for Refugees (UNHCR) ১৬ ডিসেম্বর, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ১৯৫৪ ও ১৯৮১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি প্রতিষ্ঠান- নিহন হিদানকিও।
- শব্দের তীব্রতা পরিমাপের একককে ডেসিবেল বলে।
- ডেসিবেল স্কেল ব্যবহার করে শব্দের তীব্রতা মাপা হয়।
- গ্রাহাম বেল ডেসিবেল একক প্রবর্তন করেন।
- মানুষ সর্বোচ্চ ১০৫ ডেসিবেল পর্যন্ত শব্দের তীব্রতা সহ্য করতে পারে।
- এর চেয়ে বেশি হলে মানুষ বধির হতে পারে।
- মানুষের স্বাভাবিক শ্রবণসীমা ৬০-৬৫ ডেসিবেল।
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে ৪টি সামরিক জোনে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল ৪টি জোনকে পুনর্গঠিত করে পুরো দেশকে ১১টি সেক্টর ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করে।
- কিশোরগঞ্জ বাদে সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার অংশবিশেষ নিয়ে ১১ নং সেক্টর গঠিত।
- এর সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম আবু তাহের এং স্কোয়াড্রন লিডার হামিদুল্লাহ।
- বাংলাদেশের সাথে দুটি দেশের (ভারত ও মিয়ানমার) সীমান্ত রয়েছে।
- আর বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি (ভারতের সাথে ৩০টি ও মিয়ানমারের সাথে ৩টি)।
- রাঙামাটি জেলার সাথে উভয়ের সীমান্ত রয়েছে।
- মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা ৩টি হলো: রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার।

অন্যদিকে
- খাগড়াছড়ির সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ নেই।
- 'দ্য গ্রেট হল অব দ্য পিপল' চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েনআনসেন স্কয়ারের পশ্চিমে অবস্থিত একটি রাষ্ট্রীয় ভবন।
- এটি গণপ্রজাতন্ত্রী চীন সরকার আইন প্রণয়ন ও আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য ব্যবহার করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- মাইক্রোনেশিয়া শব্দের অর্থ ক্ষুদ্র দ্বীপ।
- পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাজার ক্ষুদ্র দ্বীপের সমষ্টি হচ্ছে মাইক্রোনেশিয়া।
- পালাউ, মার্শাল দ্বীপপুঞ্জ, ফেডারেল স্টেটস অব মাইক্রোনেশিয়া, কিরিবিতি ও নাউরু হচ্ছে মাইক্রোনেশিয়ান দেশ।
- চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং দ্বিতীয় বৃহৎ জনগোষ্ঠীর দেশ।
- চীনের সাথে ১৪টি দেশের সীমান্ত রয়েছে।
- দেশগুলো হচ্ছে ভিয়েতনাম, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, রাশিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মায়ানরমার ও লাওস।

অন্যদিকে
- থাইল্যান্ডের সাথে চীনের কোন সীমান্ত নেই
- ৩০ জুন, ২০২৪ জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হয়।
- এটি ছিল দেশের ৫৩তম বাজেট।
- ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার ছিল ৭লাখ ৬১ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।
- আর বাজেটের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয় ৬.৭৫ শতাংশ।
- ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ট্রাভেল অ্যান্ড টুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স-২০২৪ এ ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম।
- এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে।
- সূচকের শীর্ষে রয়েছে স্পেন এবং সর্বনিম্নে রয়েছে ক্যামেরুন।
- পৃথিবীর বুকে সঞ্চিত মোট পানির পরিমাণ হচ্ছে ১.৪ × ১০ ঘন কিলোমিটার।
- এর পানির ৯৭.৬২% রয়েছে সমুদ্রে।
- আর সমুদ্রের পানি হলো লবণাক্ত।
- বৈশ্বিক সমুদ্রের জলের গড় লবণাক্ততা প্রায় ৩.৫% (৩৫ গ্রাম/লিটার)। এর অর্থ ১ কিলোগ্রামে ৩৫ গ্রাম লবণ দ্রবীভূত রয়েছে।
- ২০২৪ সালের ১৭-৩০ অক্টোবর সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৭ম আসর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়।
- এতে ৭টি দল অংশগ্রহণ করে।
- আর ৩০ অক্টোবর, ২০২৪ ফাইনালে ২-১ ব্যবধানে নেপালকে হারিয়ে বাংলাদেশ শিরোপা জয়লাভ করে।
- এটা বাংলাদেশের সাফ মহিলা চ্যাম্পিয়ন শিপের দ্বিতীয় শিরোপা জয় (প্রথম ২০২২ সালে)।
- এ আসরে সেরা খেলোয়াড় হন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা এবং সেরা গোলরক্ষক হন রূপনা চাকমা।
- ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হবে কুড়িগ্রামে। কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর পূর্ব পাড়ে চর মাধবরাম এলাকায় ১৩৩.৯২ একর জমিতে এটি স্থাপিত হবে।
- এ লক্ষ্যে ২৮ মার্চ, ২০২৪ সালে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক কুড়িগ্রামের 'বিশেষ অর্থনৈতিক অঞ্চল' পরিদর্শন করেন।
- United Nations Conference on Trade and Development (UNCTAD) হলো জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা।
- এ সংস্থাটি প্রতি বছর জুন মাসে সারা বিশ্বের সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা Foreign Direct Investment (FDI) প্রবাহ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৪ এর তথ্যমতে, বিশ্বে বিনিয়োগে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
- আর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে চীন ও সিঙ্গাপুর।
- যখন দ্রুত গতিসম্পন্ন নদী কোন কারণে গতিপথ পরিবর্তন করে নতুন কোন নদী বা নালার সৃষ্টি করে তাকে Avulsion বলে।
- উল্লেখ্য, ১৭৮৭ সালে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের তলদেশ উত্থিত হয়ে এর দিক পরিবর্তন হয়।
- ১৭৮৭ সালের আগে এটি ময়মনসিংহের উপর দিয়ে বয়ে যেত। পরবর্তীতে এর নতুন শাখানদীর সৃষ্টি হয় যা যমুনা নামে পরিচিত।
- মশাবাহিত ম্যালেরিয়া রোগের সবচেয়ে কার্যকরী ভ্যাকসিন R21/Matrix-M.
- টিকাটি অক্সফোর্ড ইউনিভার্সিটি উদ্ভাবন করে এবং এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ম্যালেরিয়া রোগের দ্বিতীয় টিকা (প্রথম RTS,S)।
- এপ্রিল ২০২৩ সালে ঘানা প্রথম দেশ হিসেবে ৫ মাস থেকে ৩ বছর বয়সী শিশুদের ব্যবহারের জন্য অনুমোদন দেয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ২০০৮ সালে ভারতের পাঠানো চন্দ্রযান-১ এর তথ্য বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের মানোয়ার হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, পৃথিবীর ইলেকট্রন চাঁদের আবহাওয়ায় অবদান রাখছে।
- এই ইলেকট্রন চাঁদে পানিও সৃষ্টি করছে।
- ম্যাগনেটোস্ফিয়ার নামক একটি চৌম্বকক্ষেত্র পৃথিবীকে বেষ্টন করে রয়েছে এবং সূর্যের ক্ষতিকারক বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে।
- এই চৌম্বক ক্ষেত্রটি পৃথিবীর রাতের অংশে একটি লম্বা লেজ তৈরি করে।
- লেজটি উচ্চ শক্তির ইলেকট্রন এবং আয়ন দ্বারা গঠিত, যা মূলত পৃথিবী ও সৌরবায়ু থেকে উৎসারিত হয়।
- সৌরবায়ু দ্বারা বহন করা ইলেকট্রন গুলো চাঁদে পানি সৃষ্টি করছে।
মনেকরি, স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা = x

প্রশ্নমতে, x/4 + x/7 + 187 = x

=> 187 = x - x/4 - x/7

=> 187 = (28x - 7x - 4x)/28

=> 187 = 17x/28

=> x = (28 * 187)/17

=> x = 298

∴ breakfast আনে = 298/4 = 77 জন
৫% of A + ৪% of B = ২/৩ (৬% of A + ৮% of B)

⇒ ৫/১০০ × A + ৪/১০০ × B = ২/৩ (৬/১০০ × A + ৮/১০০ × B)

⇒ ৫A/১০০ + ৪B/১০০ = ২/৩ (৬A/১০০ + ৮B/১০০)

⇒ (৫A + ৪B)/১০০ = ২/৩ × (৬A + ৮B)/১০০

⇒ ৩(৫A + ৪B) = ২(৬A + ৮B)

⇒ ১৫A + ১২B = ১২A + ১৬B

⇒ ১৫A - ১২A = ১৬B - ১২B

⇒ ৩A = ৪B 

⇒ A/B = ৪/৩

⇒ A : B = ৪ : ৩ 


মনেকরি, B এর মূলধন = x টাকা

প্রশ্নমতে, ৩৫০০ × ১২ : x × ৭ = ২ : ৩

=> (৩৫০০ × ১২) / (x × ৭) = ২/৩

=> (৫০০ × ১২) / x = ২/৩

=> ২x = ১৮০০০

=> x = ৯০০০

∴ B এর মূলধন = ৯০০০ টাকা
মনেকরি, সংখ্যাটি = x

এবং ভাগফল = p

∴ x = 5p + 3

এখন, (x)² = (5p + 3)²

x² = (5p)² + 2.5p.3 + (3)²

= 25p² + 30p + 9

= 25p² + 30p + 5 + 4

= 5(5p² + 6p + 1) + 4

∴ নির্ণেয় ভাগশেষ = 4
৬টি মেশিনে ১ মিনিটে তৈরি করে ২৭০টি বোতল

১ টি মেশিনে ১ মিনিটে তৈরি করে ২৭০/৬ টি বোতল

১০ টি মেশিনে ১ মিনিটে তৈরি করে (২৭০ × ১০)/৬ 

∴ ১০ টি মেশিনে ৪ মিনিটে তৈরি করে (২৭০ × ১০ × ৪)/৬ = ১৮০০টি
7)61(8
   56
    5

.: Friday + 5 days = Wednesday (বুধবার)
(i) ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পরের সাথে সমকোণে অবস্থান করে ঘণ্টায় দুইবার।
12 ঘণ্টায় 22 বার
24 ঘণ্টায় 44 বার

(ii) ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পরের সাথে মিলিত হয় অথবা বিপরীত দিকে থাকে-
1 ঘণ্টায় 1 বার
12 ঘণ্টায় 11 বার
24 ঘণ্টায় 22 বার
∴ 1 দিন বা 24 ঘণ্টায় সমকোণে থাকে 44 বার।
লোকটির বেগ = ১৫ - ২.৫ = ১২.৫ কি.মি./ঘণ্টা,

∴ স্রোতের প্রতিকূলে লোকটির বেগ = ১২.৫ - ২.৫ = ১০ কি.মি./ঘণ্টা
এখানে, ২০টি সংখ্যার গড় = ০

∴ ২০টি সংখ্যার সমষ্টি = ০ × ২০ = ০

∴ ১৯টি সংখ্যা ০ থেকে বড় অর্থাৎ ধনাত্মক হতে পারে এবং তাদের যোগফল হলে ২০তম সংখ্যা হবে

এখন, ১৯টি সংখ্যার সমষ্টি a

এবং ২০তম পদ = -a হলে

a + (-a) = a - a = ০

∴ ২০টি সংখ্যার মধ্যে ১৯টি ০ থেকে বড় হতে পারে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি, মূল দৈর্ঘ্য = x এবং মূল প্রস্থ = y

ব্লিচিং এর পর,
নতুন দৈর্ঘ্য = x × (100-20)/100 = 0.8x
নতুন প্রস্থ = y × (100-10)/100 = 0.9y

ক্ষেত্রফলের পরিবর্তন
মূল ক্ষেত্রফল = x × y
নতুন ক্ষেত্রফল = 0.8x × 0.9y = 0.72xy

ক্ষেত্রফলের শতকরা হ্রাস
হ্রাস = (xy - 0.72xy) × 100/xy
= (1 - 0.72) × 100
= 0.28 × 100
= 28%

∴ ক্ষেত্রফলের শতকরা হ্রাস = 28%
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0