জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী) - ০৩.০৯.২০২১ (80 টি প্রশ্ন )
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- দক্ষিণ সুদান হল  সর্বশেষ সদস্য, ১৪ জুলাই ২০১১ সালে দেশটি অন্তর্ভূক্ত হয়।
- জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি ও বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
যে শিশুর বয়স ১৪ বছর পূর্ণ হয়নি, তাকে কারখানায় কাজ দেওয়া যাবে না। তবে ১৪ বছর পূর্ণ হয়েছে কিন্তু ১৮ বছর পূর্ণ হয়নি এমন তরুণদের শর্তসাপেক্ষে নিয়োগ করা যায়। যেমন, ৭০ ধারায় শিশুদের কাজের সময় সম্পর্কে বলা হয়েছে, ১৯৬৫ সালের কারখানা আইনের ২২ ধারা অনুযায়ী শিশুদের কাজে নিয়োগ নিষিদ্ধ। তরুণ শ্রমিকদের দৈনিক ৫ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে তাদের কাজ দিতে হবে। এর আগে বা পরে তরুণ শ্রমিকদের দিয়ে কাজ করানো যাবে না।
Top 10 Countries with the Highest Inflation Rates (Trading Economics Jan 2022)
Venezuela — 1198.0%
Sudan — 340.0%
Lebanon — 201.0%
Syria — 139.0%
Suriname — 63.3%
Zimbabwe — 60.7%
Argentina — 51.2%
Turkey — 36.1%
১৯৭২ সালের ৪ মার্চ প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের নিজস্ব ১ ও ১০০ টাকার ব্যাংক নোটের প্রচলন হয়। ১৯৭৩ সালে বাংলাদেশে সর্বপ্রথম ৫, ১০, ২৫ এবং ৫০ পয়সা মূল্যের ধাতব মুদ্রার প্রচলন করা হয়। এরপর ১৯৭৪ সালে ১ পয়সা এবং তারও পরে ১৯৭৫ সালে ৳১ মূল্যের ধাতব মুদ্রা প্রবর্তন করা হয়। অত:পর ৳২ মূল্যের ধাতব মুদ্রা প্রবর্তন করা হয়। বর্তমানে ৳২ ও ৳৫ মূল্যমানের ধাতব মুদ্রাও প্রচলিত আছে।
ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি) নামের এই রাসায়নিক ফ্রেয়ন নামে বেশি পরিচিত হয়ে ওঠে। এই রাসায়নিক বাতাসে ছড়িয়ে ওজোন স্তরের ক্ষতি করে। ১৯৮৭ সালের একটি আন্তর্জাতিক চুক্তিতে সিএফসি গ্যাস উৎপাদন নিষিদ্ধ করা হয়। 
‘গ্রিনহাউজ গ্যাস’ পৃথিবী থেকে বিকিরিত সূর্যের তাপ আটকে রেখে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করছে।

গ্রিনহাউজ গ্যাসসমূহের মধ্যে রয়েছে:
- কার্বন ডাই-অক্সাইড
- নাইট্রাস অক্সাইড
- ওজোন
- মিথেন
- জলীয় বাষ্প
- ক্লোরোফ্লোরোকার্বন
- হাইড্রো ক্লোরোফ্লোরো কার্বন প্রভৃতি।
স্বাধীন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ প্রথম বাজেট উপস্থাপন করেন। তাজউদ্দীন আহমদ ১৯৭২ সালের ৩০ জুন একই সঙ্গে ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেছিলেন। তাজউদ্দীন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন, বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা।
- নেসেট : ইসরাইলের আইনসভা,
- ফোকেটিং : ডেনমার্কের আইনসভ,
- স্টেট ডুমা : রাশিয়ার আইনসভার উচ্চকক্ষ,
- ডায়েট : জাপানের আইনসভা
- ১০ জানুয়ারি ,২০২০ সালে মুজিব বর্ষের লোগোর উন্মচন করা হয়
- জাতির পিতার প্রতিকৃতি সম্বলিত এ লোগোটির ডিজাইনার চিত্রশিল্পী সব্যসাচী হাজরা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।
এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালে হুগলির দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন৷ তিনি 'অনিলা দেবী' ছদ্মনামে লিখতেন৷ 'শ্রীকান্ত' তাঁর আত্মজৈবনিক উপন্যাস।
তার রচিত অন্যান্য উপন্যাস-
-পরিণীতা
-বিরাজ বৌ
-পল্লী সমাজ
-চরিত্রহীন
-দেনা পাওনা
-শ্রীকান্ত
-দত্তা
-গৃহদাহ ইত্যাদি।
ইংরেজি 'map' শব্দের প্রতিশব্দ মানচিত্র, ল্যাটিন শব্দ 'mappa' থেকে 'map'  শব্দটি এসেছে। 
- পৃথিবীর মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের উত্তরে গাথুরে শহররের ধধংসাবশেষে।
- সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র অঙ্কন করেন মেজর জেমস রেনেল
- মানচিত্র তিনটি পদ্ধতিতে স্ক্লে নির্ধারণে করা হয় বর্ণার সাহায্য, রেখাচিত্রের সাহায্য, প্রতিভু অনুপাতের সাহায্যা।
রবীন্দ্রনাথ ঠাকুর তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। ১. ভারত, ২. বাংলাদেশ ও ৩. শ্রীলঙ্কা।
মানবসৃষ্ট বিশ্বের বৃহত্তম স্থাপনা হিসেবে পরিচিত চীনের মহাপ্রাচীরের বর্তমান দৈর্ঘ্য ৮,৮৫১.৮ কিমি বা ৫,৫০০.২৫ মাইল । নির্মাণকালে এ প্রাচীরের দৈর্ঘ্য ছিল ২১,১৯৬.১৮ কিমি বা ১৩,১৭০.৭০ মাইল । উল্লেখ্য, ১৯৮৭ সালে চীনের মহাপ্রাচীরটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ।
সংসদীয় সরকার একটি দায়িত্বশীল শাসন ব্যবস্থা। এখানে সরকারের স্বৈরাচার হয়ে ওঠার সম্ভাবন বলতে গেলে নেই। এই শাসন ব্যবস্থা জনগণের মতামতের উপর গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। বর্তমান বিশ্বে সংসদীয় সরকার ব্যবস্থা গণতান্ত্রিক ও জনকল্যাণধর্মী শাসন ব্যবস্থা হিসেবে স্বীকৃত। মুজিবনগর সরকারের সময় সরকার প্রধান ছিল রাষ্ট্রপতি।  ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। পরবর্তীতে সামরিক শাসকগণ আবার রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করেন। পুনরায় ১৯৯১ সালে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন হয়।
মেসোপটেমীয়া সভ্যতাঃ
» পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা – মেসোপটেমীর সভ্যতা।
» ‘মেসোপটেমিয়া’ অর্থ— দু'নদীর মধ্যবর্তী অঞ্চল । 
» মেসোপটেমিয়া বর্তমান সময়ের যে অঞ্চল – ইরাক ও সিরিয়া।
» মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস (দজলা ও ফোরাত) নদীর তীরে।
» মেসোপটেমীয় সভ্যতার পর্যায় ছিল – ৪টি (সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশিরীয় ও ক্যালডীয় সভ্যতা)।

সভ্যতা থেকে আসা বিসিএস পরীক্ষায় প্রশ্নঃ
» ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?— দক্ষিণ আমেরিকা। [৪১তম বিসিএস]
» মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?—- মধ্য আমেরিকা। [৩৯তম বিসিএস]
» কোন স্যভতাটি প্রাচীনতম?— সুমেরীয় সভ্যতা। [২৪তম বিসিএস]
» ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?—– ইরাক। [১৫তম বিসিএস]
» মেসোপটেমিয়া এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?—– ইরাক। [১৮তম বিসিএস]
৭(১) অনুচ্ছেদ → প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।
২৮ অনুচ্ছেদ → ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য।
 ৮ অনুচ্ছেদ → রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ।
৪৪ অনুচ্ছেদ → মৌলিক অধিকার বলবৎকরণ



সংবিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রীম কোর্টের দুটি বিভাগ আছে।
১। আপিল বিভাগ (১০১ ধারা)
২। হাইকোর্ট বিভাগ (১০৩ ধারা)
- বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে, দক্ষিণ এশীয় দেশ সমূহের মালদ্বীপের জনসংখ্যা সবচেয়ে কম।
- সবচেয়ে বেশি ভারত। 
- বাংলাদেশর অবস্থান ৮ম।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা রাঙ্গামাটি এবং সবচেয়ে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।

এখানে AB=AC,
B ও C বিন্দুকে বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তার পরিমাণ ৯০ এর চেয়ে বেশি। তাই উৎপন্ন কোনগুলো হবে স্থূলকোণ।

১০ টি প্যান্টের ক্রয় মূল্য = ক টাকা
১ টি প্যান্টের ক্রয় মূল্য = ক/১০ টাকা
৮ টি প্যান্টের ক্রয় মূল্য = ক*৮/১০ টাকা

আবার,
৮ টি প্যান্টের বিক্রয় মূল্য = ক
সুতরাং লাভ = ক - ক*৮/১০                
= ক (১/৫)

এখন,
৮ক/১০ টাকায় লাভ হয় ক/৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (ক/৫) / (ক*৮/১০) টাকা                      
                   = ১০/(৫*৮) টাকা = ১/৪ টাকা

∴১০০ টাকায় লাভ হয় ১০০/৪ টাকা = ২৫ টাকা
মনে করি, প্রথম সংখ্যাটি x 

∴ x + (x + 1) + (x + 2) + (x + 3) + (x + 4) = 560 

⇒ 5x + 10 = 560 

⇒ 5x = 560 - 10 = 550 

⇒  x = 550/5 = 110 

∴ শেষ 5টি যোগফল 

= (x + 5) + (x + 6) + (x + 7) + (x + 8) + (x + 9) 

= 5x = 35 = 5 × 110 + 35 = 550 + 35 

= 585
আমরা জানি, সামান্তরিকের সন্নিহিত দুই কোণের যোগফল ১৮০° এবং কর্ণ বরাবর বিপরীত কোন গুলো পরস্পর সমান।
অর্থাৎ ABCD সামন্তরিকে A ও B কোণের যোগফল ১৮০° এবং B ও D কোণ পরস্পর সমান।

তাহলে, B +C = 180°
বা, 100° + C = 180° [যেহেতু B কোণ ১০০ ডিগ্রি]
∴ C = 180° - 100° = 80°

s = ½ (a + b + c) হচ্ছে অর্ধ-পরিসীমা, অর্থাৎ ত্রিভুজটির পরিসীমার অর্ধেক। কোন ত্রিভুজে পরিসীমা হল ঐ ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল।
ত্রিভুজের অর্ধ-পরিসীমা (s) = (১৩ + ১৪ + ১৫)/২ = ২১ মিটার

∴ ক্ষেত্রফল S = √{s(s-a)(s-b)(s-c)}   
√{২১(২১ - ১৩)(২১ - ১৪)(২১ - ১৫)} = ৮৪ বর্গমিটার।
দেওয়া আছে ,
              চাকার ব্যাস =১.৬৭
       অতএব,ব্যাসার্ধ, r= ১.৬৭/২
                            = ০.৮৩৫

অতএব ,পরিধি = ২πr
                   = ২×২২/৭×০.৮৩৫
                   = ৫.২৪৬৭২  
৪২ কিলােমিটার= ৪২০০০ মি.  

তাহলে, চাকাটি ৫.২৪৬৭২ মিটার যায় ১ বার ঘুরে
অতএব,   "        ১       "      "  ১/৫.২৪৬৭২ "    "
অতএব ,  "      ৪২০০০ "      " ৪২০০০ /৫.২৪৬৭২ "
                                          ≈ ৮০০০বার।
স্ত্রীকে দান করেন=১২% 
পুত্রকে দান করেন=৫৮%  
তাহলে, কন্যাকে দান করেন = {১০০ - (১২+৫৮)}% =৩০%

প্রশ্নমতে,
৩০% সম্পদ = ৪,৮০,০০০ টাকা 
∴ ১%               = ৪,৮০,০০০/৩০ টাকা 
∴ ৫৮%            =  ৪,৮০,০০০×৫৮/৩০ টাকা 
                      = ৯,২৮,০০০ টাকা

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (2×6 - 4) সমকোণ
= (12 - 4) × 90°
= 8 × 90°
= 720°

∴ ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = আট সমকোণ
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0