২০ জানয়ারি থেকে ২ ফ্রেব্রুয়ারি ২০২০ অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ওপেনের ১০৮ তম গ্রান্ড স্ল্যাম টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় নোভাক জোকোভিচ।
উত্তর আমেরিকার দেশ জ্যামাইকার জাতীয় খেলা ক্রিকেট ।এছাড়া অস্টেলিয়া ,এন্টিগুয়া অ্যান্ড বারবুডা ,বার্বাডোস, গ্রানাডা ,গায়ানা প্রভৃতি দেশের জাতীয় খেলাও ক্রিকেট।ভারতের জাতীয় খেলা হকি।শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল।
জাতিসংঘের অধীন বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্বাবধানে ১৯৮০ সাল থেকে সকল সদস্য দেশে ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন হয়ে আসছে।
দিবসটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সাথে সেতুবন্ধন গড়ে তোলা ।
পারমাণবিক নিউক্লিয়াস বা আণবিক নিউক্লিয়াস হলো ক্ষুদ্র ও ঘনত্বপূর্ন অঞ্চন,যা পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত .১৯০৯ সালে গাইগার -মার্সডেনের স্বর্নপাত পরীক্ষার উপর ভিত্তি করে ১৯১১ সালে আর্নেস্ট রাদারফোর্ড আণবিক নিউক্লিয়াস আবিষ্কার করেন।
জি-২০ মূলত Group of Twenty Finance Ministers and Central Bank Governors এর সংক্ষিপ্ত রুপ।
২০২৩ সালে ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে সিদ্ধান্তে AU-কে G20-এর পর্যবেক্ষক সদস্য হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। AU-র যোগদানের ফলে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি এবং বিশ্বব্যাপী জিডিপির প্রায় এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্বকারী একটি শক্তিশালী অর্থনৈতিক এবং রাজনৈতিক জোট G20-তে যুক্ত হল। এটি বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আফ্রিকার ভূমিকার স্বীকৃতি।
নতুন স্লোগান:
G20 সম্মেলনের নতুন স্লোগান হল "টেকসই পুনরুদ্ধার: টেকসই উন্নয়নের জন্য টেকসই অর্থনীতি"। এই স্লোগান বিশ্বব্যাপী অর্থনীতির টেকসই পুনরুদ্ধার এবং আফ্রিকার উত্থানের উপর জোর দেয়।
নতুন ফোকাস:
G20 সম্মেলনের ফোকাস ছিল বিশ্বব্যাপী অর্থনীতির টেকসই পুনরুদ্ধার, আফ্রিকার উত্থান এবং জলবায়ু পরিবর্তন। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য নেতারা বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেন।
• আফ্রিকান ইউনিয়ন সদস্যপদ লাভ করে: ৯ সেপ্টেম্বর, ২০২৩।
• বর্তমানে সদস্য - ২১টি (১৯টি দেশ এবং ২টি সংস্থা)।
• যে ২টি সংস্থা G-20 এর সদস্য: ইউরোপাীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয় ২৬ জানুয়ারি ২০১১ ।উল্লেখ্য ,বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ জাতিয় সংসদে পাস হয় ৩ মার্চ ২০১০।বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত ২ টি ও ৭৭ টি বেসরকারি বীমা প্রতিষ্ঠান রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু ১ মার্চ ১৯৬০ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্সুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে ৮ জানুয়ারি ২০২০ মন্ত্রিসভার বৈঠকে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
৮ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু কে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দিয়ে সেদিনই বঙ্গবন্ধু কে ঢাকার উদ্দেশ্যে লন্ডন পাঠানো হয়।লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু দিল্লিতে যাত্রা বিরতি করেন.১০ জানুয়ারি ১৯৭২ তিনি ঢাকায় এসে পৌছান।
ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশসমূহের সাধারণ মুদ্রা ইউরো যা ,ইইউ-ভুক্ত দেশ ইতালিরও মুদ্রা ।উল্লেখ্য বর্তমানে EU ভুক্ত ১৯ টি দেশে ও EU বহির্ভূত ৬ টি দেশে ইউরো চালু রয়েছে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
২৯ সেপ্টেম্বর ২০২০ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ৯১ বছর বয়সে মারা যান আধুনিক কুয়েতের স্থপতি কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ ।তাকে আখ্যায়িত করা হয় Dean of Arab Diplomacy হিসেবে।
যুক্তরাষ্ট্রে ৫৯ তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ৩ নভেম্বর ২০২০।পরবর্তি(৬০ তম) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর ২০২৪।উল্লেখ্য ,মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মোট ভোটের সংখ্যা ৫৩৮ টি ।কোনো প্রেসিডেন্ট প্রার্থিকে নির্বাচনে জয়ী হতে হলে ২৭০ টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।
যুক্তরাস্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট বারাক ওবামার স্মৃতিকথামূলক বই 'A Promised Land' প্রকাশিত হয় ১৭ নভেম্বর ২০২০ । ৭৬৮ পাতার বইটি ২৫ টি ভাষায় প্রকাশিত হয়। তার লেখা অন্য তিনটি বই হলো 'ড্রিমস ফ্রম মাই ফাদার ', 'দ্য অডাসিটি অব হোপ' ও 'অব দ্য আই সিংঃএ লেটার টু মাই ডটারস
৪০ হেক্টর আয়তনবিশিষ্ট তিয়েন আনমেন স্কয়ারের অবস্থান চীনের রাজধানী বেইজিং -এ ।এই স্কয়ারে দাড়িয়ে ১ অক্টোবর ১৯৪৯ মাও সে তুং চীনকে সমাজতান্ত্রিক রাস্ট্র ঘোষণা করে।তিয়েন আনমেন শব্দের অর্থ চিরশক্তির তোরণ।
এখানে ,5 অঙ্কবিশিষ্ট সংখ্যা বাছাই করতে হবে যার ,১ম অঙ্ক 9 তৃতীয় অঙ্ক 3 বা 6 এবং কোনো অঙ্ক পুনরাবৃত্তি হবে না। দুটি ঘর 9 এবং 3 বা 6 দ্বারা পূর্ন হয় এবং বাকি তিনটি ঘর (10-2) টি বা 8 টি থেকে 3 টি বাছাই করতে হবে 8p3+8p3=336+336=672
এখানে, Orange সোডা =10 cream সোডা =15 --------- (+) করে =25 cherry সোডা =1 ----------------- (+) করে =26 সুতরাং বরফের বক্সে আর একটি Cherry সোডা যোগ করে অর্থাৎ26 প্রকারে বাছাই করা যায় যাতে সবগুলো ক্যাটাগরি উপস্থিত থাকবে।
দেয়া আছে Frank বাস্কেট বলে মোট স্কোর করে =26 কমপক্ষে 3 পয়েন্ট 2 বার পায় =2×3 =6 তাহলে স্কোর 26 এর জন্য 10 বার 2 পয়েন্ট করে পায় =10×2=20 অতএব 2 পয়েন্ট স্কোর 10 বার করতে হবে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
দেয়া আছে, একটি কোম্পানি পাঁচটি স্টাইলের বাইসাইকেল বানায় ।যা সাতটি ভিন্ন রঙের । সুতরাং উভয় রঙ এবং স্টাইলের বিভিন্ন বাইসাইকেল হতে পারে =5 × 7 ধরনের = 35 ধরনের
এখানে সিরিজটি হলো: 4.9.6.11.8.13..... দেখা যায় দুটি সিরিজ জোড় সিরিজ:4,6,8,10 বিজোড় সিরিজ:9,11,13,15 .... সুতরাং পরবর্তি পদটি হবে 10 অতএব,4,9,6,11,8,13,(1)
দেয়া আছে,9:10:14:15 হলো পঞ্চভুজের কোণের অনুপাত । পঞ্চভুজের 5 টি কোণের সমষ্টি 540º ছোট এবং বড় কোণের যোগফলের পরিমাণ ={(9+12)/(9+10+12+14+15)} × 540º =(24/60)×540º =216º
✅চাকরি পরীক্ষার আপডেট ============================= ১। ২৩ তারিখের অফিসার জেনারেল পিছিয়ে ৩১ তারিখ বিকাল হবে ৩-৪টা।
✅ ১৯তারিখ থেকে ৫০তম বিসিএস ফুল মডলে টেস্ট ১০টি নেওয়া হবে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।