জীবন বীমা করপোরেশন (সহকারী ব্যবস্থাপক) - ২০২০ (১৬.১০.২০২০) (49 টি প্রশ্ন )
২০ জানয়ারি থেকে ২ ফ্রেব্রুয়ারি ২০২০ অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ওপেনের ১০৮ তম গ্রান্ড স্ল্যাম টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় নোভাক জোকোভিচ।
উত্তর আমেরিকার দেশ জ্যামাইকার জাতীয় খেলা ক্রিকেট ।এছাড়া অস্টেলিয়া ,এন্টিগুয়া অ্যান্ড বারবুডা ,বার্বাডোস, গ্রানাডা ,গায়ানা প্রভৃতি দেশের জাতীয় খেলাও ক্রিকেট।ভারতের জাতীয় খেলা হকি।শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল।
জাতিসংঘের অধীন বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্বাবধানে ১৯৮০ সাল থেকে সকল সদস্য দেশে ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন হয়ে আসছে। দিবসটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সাথে সেতুবন্ধন গড়ে তোলা ।
পারমাণবিক নিউক্লিয়াস বা আণবিক নিউক্লিয়াস হলো ক্ষুদ্র ও ঘনত্বপূর্ন অঞ্চন,যা পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত .১৯০৯ সালে গাইগার -মার্সডেনের স্বর্নপাত পরীক্ষার উপর ভিত্তি করে ১৯১১ সালে আর্নেস্ট রাদারফোর্ড আণবিক নিউক্লিয়াস আবিষ্কার করেন।
জি-২০ মূলত Group of Twenty Finance Ministers and Central Bank Governors এর সংক্ষিপ্ত রুপ।

২০২৩ সালে ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে সিদ্ধান্তে AU-কে G20-এর পর্যবেক্ষক সদস্য হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। AU-র যোগদানের ফলে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি এবং বিশ্বব্যাপী জিডিপির প্রায় এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্বকারী একটি শক্তিশালী অর্থনৈতিক এবং রাজনৈতিক জোট G20-তে যুক্ত হল। এটি বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আফ্রিকার ভূমিকার স্বীকৃতি।
নতুন স্লোগান:
G20 সম্মেলনের নতুন স্লোগান হল "টেকসই পুনরুদ্ধার: টেকসই উন্নয়নের জন্য টেকসই অর্থনীতি"। এই স্লোগান বিশ্বব্যাপী অর্থনীতির টেকসই পুনরুদ্ধার এবং আফ্রিকার উত্থানের উপর জোর দেয়।

নতুন ফোকাস:
G20 সম্মেলনের ফোকাস ছিল বিশ্বব্যাপী অর্থনীতির টেকসই পুনরুদ্ধার, আফ্রিকার উত্থান এবং জলবায়ু পরিবর্তন। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য নেতারা বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেন।
• আফ্রিকান ইউনিয়ন সদস্যপদ লাভ করে: ৯ সেপ্টেম্বর, ২০২৩।
• বর্তমানে সদস্য - ২১টি (১৯টি দেশ এবং ২টি সংস্থা)।
• যে ২টি সংস্থা G-20 এর সদস্য: ইউরোপাীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয় ২৬ জানুয়ারি ২০১১ ।উল্লেখ্য ,বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ জাতিয় সংসদে পাস হয় ৩ মার্চ ২০১০।বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত ২ টি ও ৭৭ টি বেসরকারি বীমা প্রতিষ্ঠান রয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু ১ মার্চ ১৯৬০ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্সুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে ৮ জানুয়ারি ২০২০ মন্ত্রিসভার বৈঠকে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
৮ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু কে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দিয়ে সেদিনই বঙ্গবন্ধু  কে ঢাকার উদ্দেশ্যে লন্ডন পাঠানো হয়।লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু দিল্লিতে যাত্রা বিরতি করেন.১০ জানুয়ারি ১৯৭২ তিনি ঢাকায় এসে পৌছান।

ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশসমূহের সাধারণ মুদ্রা ইউরো যা ,ইইউ-ভুক্ত দেশ ইতালিরও মুদ্রা ।উল্লেখ্য বর্তমানে EU ভুক্ত ১৯ টি দেশে ও EU বহির্ভূত ৬ টি দেশে ইউরো চালু রয়েছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
২৯ সেপ্টেম্বর ২০২০ যুক্তরাষ্ট্রের একটি  হাসপাতালে ৯১ বছর বয়সে মারা  যান আধুনিক কুয়েতের স্থপতি কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ ।তাকে আখ্যায়িত করা হয় Dean of Arab Diplomacy হিসেবে।

যুক্তরাষ্ট্রে ৫৯ তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ৩ নভেম্বর ২০২০।পরবর্তি(৬০ তম) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর ২০২৪।উল্লেখ্য ,মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মোট ভোটের সংখ্যা ৫৩৮ টি ।কোনো প্রেসিডেন্ট প্রার্থিকে নির্বাচনে জয়ী হতে হলে ২৭০ টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।

১৬ সেপ্টম্বর ২০২০ জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করেন ইউশিহিদে সুগা। তিনি জাপানের ৯৯ তম প্রধানমন্ত্রী।
যুক্তরাস্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট বারাক ওবামার স্মৃতিকথামূলক বই  'A Promised Land' প্রকাশিত হয় ১৭ নভেম্বর ২০২০ । ৭৬৮ পাতার বইটি ২৫ টি ভাষায় প্রকাশিত হয়। তার লেখা অন্য তিনটি বই হলো 'ড্রিমস ফ্রম মাই ফাদার ', 'দ্য অডাসিটি অব হোপ' ও 'অব দ্য আই সিংঃএ লেটার টু মাই ডটারস

 ৪০ হেক্টর আয়তনবিশিষ্ট তিয়েন আনমেন স্কয়ারের অবস্থান চীনের রাজধানী বেইজিং -এ ।এই স্কয়ারে দাড়িয়ে ১ অক্টোবর ১৯৪৯ মাও সে তুং চীনকে সমাজতান্ত্রিক রাস্ট্র ঘোষণা করে।তিয়েন আনমেন শব্দের অর্থ চিরশক্তির তোরণ।

এখানে ,5  অঙ্কবিশিষ্ট সংখ্যা বাছাই করতে হবে যার ,১ম অঙ্ক 9 তৃতীয় অঙ্ক 3  বা 6  এবং কোনো অঙ্ক পুনরাবৃত্তি হবে না।
 দুটি ঘর 9  এবং 3 বা 6 দ্বারা পূর্ন হয় এবং বাকি তিনটি ঘর (10-2) টি বা 8 টি থেকে 3 টি বাছাই করতে হবে
 8p3+8p3=336+336=672


এখানে,
Orange সোডা   =10
cream  সোডা   =15
                ---------
     (+) করে    =25
 cherry সোডা  =1
      -----------------
      (+) করে   =26
সুতরাং বরফের বক্সে আর একটি Cherry সোডা যোগ করে অর্থাৎ26  প্রকারে বাছাই করা যায় যাতে সবগুলো ক্যাটাগরি উপস্থিত থাকবে।
(প্রশ্ন-বব স্টকে বিনিয়োগ করে ,যা ১৭% বৃদ্ধি পেয়ে ২৫.৭৪ হয়। প্রকৃত পক্ষে স্টক মূল্য বেড়ে কত হয়?]

Bob এর বিনিয়োগ বৃদ্ধি পায় 17%
         117 তে ছিল 100
         1 তে ছিল    =100/117

25.74 তে ছিল =(100 × 25.74)/117
                   =22
 অতএব প্রকৃতপক্ষে স্টক মূল্য বাড়ে  =25.74-22=3.74


এখানে ।সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল
      πr2  =100π
    or, r2 =100   
সিলিন্ডারের আয়তন  πr2h =900π
                     or, 100h=900
                               h=9
সুতরাং সিলিন্ডারের উচ্চতা 9 m 


দেয়া আছে  Frank বাস্কেট বলে মোট স্কোর করে  =26
কমপক্ষে 3 পয়েন্ট 2 বার পায় =2×3 =6
তাহলে স্কোর 26  এর জন্য 10 বার 2 পয়েন্ট করে পায় =10×2=20
অতএব 2 পয়েন্ট স্কোর  10  বার করতে হবে।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
এখানে বাইক চার দিনে যায়  
Tuesday-10
Wednesday-10+5=15 
Thursday -15-7=8    
 Friday-8+12=20   
অতএব মোট চার দিনে রাইড করে =(10+15+8+20)    
                                           =53 miles


দেয়া আছে,
একটি কোম্পানি পাঁচটি স্টাইলের বাইসাইকেল বানায় ।যা সাতটি ভিন্ন রঙের ।
সুতরাং উভয় রঙ এবং স্টাইলের বিভিন্ন বাইসাইকেল হতে পারে =5 × 7 ধরনের
                                                                            = 35  ধরনের
এখানে সিরিজটি হলো: 4.9.6.11.8.13.....
দেখা যায় দুটি সিরিজ
জোড় সিরিজ:4,6,8,10
বিজোড় সিরিজ:9,11,13,15 ....
সুতরাং পরবর্তি পদটি হবে 10
  অতএব,4,9,6,11,8,13,(1)


দেয়া আছে,9:10:14:15 হলো পঞ্চভুজের কোণের অনুপাত ।
 পঞ্চভুজের 5 টি কোণের সমষ্টি 540º
ছোট এবং বড় কোণের যোগফলের পরিমাণ
 ={(9+12)/(9+10+12+14+15)} × 540º
  =(24/60)×540º =216º


ধরি,ভূমি = b ,উচ্চতা =h  অতএব b=3h
পরিসীমা 2(b+h)=64
         or,  (3h+h)=32
                or, 4h=32
                   or,h=8
        b=3×8 =24
 অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল=b×h
                                       =24×8=192


 মনে করি, Frisbee লাগবে  x পরিমাণ
   প্রশ্নমতে,  7x=10000+2x
       or,7x-2x=10000
            or,5x=10000
      অতএব, x=2000


এখানে, [3x-15]=18
(+) নিয়ে ,3x-15=18
          or,3x=18+15
           or,3x=33
                x=11
(-) নিয়ে -(3x-15)=18
           or, 3x-15=-18
                or, 3x=-18+15
                 or,3x=-3
                      x=-1
নির্নেয় গুণফল=11×(-1)=-11
এখানে,
(2x2+3x-5)(x+2)=ax3+bx2+cx+d
or,2x3+4x2+3x2+6x-5x-10=ax3+bx2+cx+d
or,2x3+7x2+x-10=ax3+bx2+cx+d......(1)
উভয় দিকে তুলনা করে পাই
a=2.b=7,c=1,d=-10  
 অতএব, ac-bd=2×1 -7 (-10)
                    =2+70
                    =72
 আমরাজানি, বৃত্তকলার ক্ষেত্রফল =θ/360πr2
                     বৃত্তের ক্ষেত্রফল =πr2
বৃত্তকলার চাপের দৈর্ঘ্য  (θ/360) 2πr এবং বৃত্তের পরিধি = 2πr

      (θ/360)πr2:πr2 =β:5     
             or, ( θ/360)/1  =3/5
                    or,  θ/360=3/5
       (θ/360× 2πr )/2πr =θ/360=3/5

আমরা জানি,
সিলিন্ডারের আয়তন =πr2h
প্রশ্নমতে,πr2h=150π
       or,π52h=150π [r=5 in]
       or,25πh=150π
                h=6 in

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
'ত্রিণয়ন' বানানের শুদ্ধ্রুপ 'ত্রিনয়ন' ।ত্রিনয়ন সমাসবদ্ধ শব্দ ।সমাসবদ্ধ শব্দে সাধারণত ণত্ব বিধান খাটে না।এরুপ ক্ষেত্রে ন হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0