সাধারণ বীমা কর্পোরেশন উচ্চমান সহকারী -২০১৯ (49 টি প্রশ্ন )
Windows NT is a family of operating systems(OS) produced by Microsoft, the first version of which was released on July 27, 1993. it is an OS not an application.


স্প্রেড শব্দের অর্থ ছড়ানো আর শিট অর্থ পাতা। সুতরাং স্প্রেডশিট শব্দটির আভিধানিক অর্থ ছড়ানো পাতা। গ্রাফ কাগজের মতো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ছোট ছোট আয়তকার ঘর সম্বলিত বড় শিটকে স্প্রেডশিট বলে। 

এক্সেলের সুবিশাল স্প্রেডশিটটিতে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায় এবং গাণিতিক পরিগণনা করা যায়। অর্থাৎ এ প্রোগ্রামের সাহায্যে একটি সুবিশাল পৃষ্ঠাকে কলাম ও সারিভিত্তিক সেলে বিভক্ত করে বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে বিশ্লেষণ করা যায় বিধায় একে স্প্রেডশিট প্রোগ্রাম বলা হয়। 

সাধারণত লোটাস ১-২-৩, মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামগুলো স্প্রেডশিট প্রোগ্রাম হিসেবে পরিচিত। 

কম্পিউটারে এক্সেল প্রোগ্রাম চালু করলে প্রথমেই একটি ওয়াকশিট ওপেন হয়। এক্সেলের একটি ওয়ার্কশিটে ১৬৮৮৪টি কলাম এবং ১০৪৮৫৭৬টি রো থাকে। 

SQL=ডাটাবেজ কোয়েরি ল্যাঙ্গুয়েজ।

Power Point = মাইক্রোসফট প্রেজেন্টেশন প্রোগ্রাম

Visual Studio = এটি কোড ইডিটর 


বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই। ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট বলা হয়।

১৯০১ সালে বিজ্ঞানী কার্ল লেন্ড স্টেইনার মানুষের রক্তের শ্রেনিবিন্যাস করে তা 'A', 'B', 'O', এবং 'AB' এ চারটি গ্রুপের নামকরণ করেন।

রক্তগ্রুপ এবি রক্তগ্রুপধারী ব্যক্তির লোহিত রক্তকণিকার পৃষ্ঠে এ এবং বি উভয় প্রকার অ্যান্টিজেন থাকে। এছাড়া রক্তরসে এ বা বি অ্যান্টিজেনের বিরুদ্ধে কোন অ্যান্টিবডি থাকে না। তাই এবি রক্তগ্রুপধারী কোন ব্যক্তি যেকোন কারও থেকে (এবি হলেই ভাল) রক্তগ্রহণ করতে পারে। তাদের বিশ্বগ্রহীতা বলা হয়।
রক্তগ্রুপ এ রক্তগ্রুপধারী ব্যক্তির লোহিত রক্তকণিকার পৃষ্ঠে এ অ্যান্টিজেন থাকে। এছাড়া রক্তরসে বি অ্যান্টিজেনের বিরুদ্ধে আইজিএম (Igm) অ্যান্টিবডি থাকে। তাই এ রক্তগ্রুপধারী কোন ব্যক্তি শুধুমাত্র এ বা ও গ্রুপের রক্তই গ্রহণ করতে পারে (এ হলেই ভাল) এবং এ বা এবি রক্তগ্রুপধারী ব্যক্তিদের রক্ত দিতে পারবে।
রক্তগ্রুপ বি রক্তগ্রুপধারী ব্যক্তির লোহিত রক্তকণিকার পৃষ্ঠে বি অ্যান্টিজেন থাকে। এছাড়া রক্তরসে এ অ্যান্টিজেনের বিরুদ্ধে আইজিএম (Igm) অ্যান্টিবডি থাকে। তাই বি রক্তগ্রুপধারী কোন ব্যক্তি শুধুমাত্র বি বা ও গ্রুপের রক্তই গ্রহণ করতে পারে (বি হলেই ভাল) এবং বি বা এবি রক্তগ্রুপধারী ব্যক্তিদের রক্ত দিতে পারবে।
রক্তগ্রুপ ও (কোন কোন দেশে রক্তগ্রুপ জিরো) রক্তগ্রুপধারী ব্যক্তির লোহিত রক্তকণিকার পৃষ্ঠে এ বা বি কোন অ্যান্টিজেনই থাকে না। তাদের রক্তরস এ অ্যান্টিজেনের বিরুদ্ধে আইজিএম (Igm) এবং বি অ্যান্টিজেনের বিরুদ্ধে আইজিএম (Igm) অ্যান্টিবডি ধারণ করে। তাই ও রক্তগ্রুপধারী কোন ব্যক্তি শুধুমাত্র কোন ও গ্রুপধারী ব্যক্তির কাছ থেকেই রক্তগ্রহণ করতে পারবে। তবে তারা যেকোন রক্তগ্রুপধারী ব্যক্তিকেই (এ বা বি বা এবি) রক্ত দিতে পারবে। যদি হাসপাতালের কোন রোগীর দ্রুত রক্তের প্রয়োজন হয় এবং যদি রক্ত প্রক্রিয়াজাত করতে মারাত্মক দেরি হয়ে যায়, তবে ও গ্রুপধারী কোন ব্যক্তির রক্ত দেয়া যেতে পারে। তাদেরকে বলা হয় বিশ্বদাতা।



-মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ ত্বক।
-ত্বক হচ্ছে মেরুদন্ডী প্রাণীর বহিরাঙ্গিক একটি অংশ যা প্রকৃতপক্ষে একটি নরম আবরণ এবং দেহকে আবৃত করে রাখে।
-এটি প্রাণিদের ভিতরের অংশগুলোকে রক্ষা করে।
-স্তন্যপায়ীদের ত্বকে লোম বা ছোট চুল থাকে।
-ত্বক পারিপার্শ্বিক পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে এবং বাহ্যিক প্রভাবের বিরুদ্ধে এটি দেহের প্রাথমিক রক্ষক। 
- পঞ্চইন্দ্রিয়ের একটি গুরুত্বপূর্ণ সংবেদী অঙ্গ হলো ত্বক।
- যকৃত হলো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরী করা হয়েছে। এ প্রকল্প এলাকাটি উদ্ধোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত হয় ২০১৩ সালের ২ জানুয়ারি। এর নকশা পরিকল্পনাকারী হলেন - এহসান খান। এহসান খান একজন বাংলাদেশি স্থপতি। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি স্থাপত্য উপদেষ্টা প্রতিষ্ঠান এহসান খান আর্কিটেক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা। ২০১০ সালে এহসান খান তার ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টার প্রকল্পের জন্য আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার-এর জন্য মনোনীত হন।
ঢাকা - টাকা 
তেহরান-রিয়াল
বাগদাদ-দিনার
আবুধাবি-দিরহাম 
ব্যাংকক-বাত
কায়রো-পাউন্ড






ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি – ৩৬০ ডিগ্রী


মিশ্রণে সিরাপ আছে = 60*7/10= 42 লিটার,
পানি আছে = 60* 3/10= 18  লিটার.

ধরি x পরিমাণ পানি মিশ্রণে যোগ করতে হবে।

প্রশ্নমাতে,
42 / (18 + x) = 3 / 7
⇒ 18 + x = 42*7 /3
⇒ x = 80

অতএব, মিশ্রণে 80 লিটার পানি যোগ করতে হবে।
মোট ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = ৩০০ + ১০০ = ৪০০ মিটার
ঘন্টায় 60 কি.মি থেকে আমরা পাই, 
৬০০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
১ ''  '' = ৩৬০০/৬০০০০ ''
∴ ৪০০ মিটার যায় = (৩৬০০×৪০০)/৬০০০০ = ২৪ সেকেন্ডে
মনে করি,
চিনির আগের মূল্য = ১০০ টাকা 
১৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ১৫ = ১১৫ টাকা
 
 ১১৫ টাকাতে খরচ কমাতে হবে = ১৫ টাকা 
 ১ ''        ''       ''       ''     = ১৫/১১৫ '' 
১০০ ''    ''   ''     ''    ''     = (১৫×১০০)/১১৫ 
= ১৩.০৪ টাকা




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0