Solution
Correct Answer: Option B
- “Able” একটি adjective, যার অর্থ সক্ষম বা যোগ্য।
- এর verb form হলো “Enable”, যার অর্থ সক্ষম করা বা কোনো কিছু করার ক্ষমতা প্রদান করা।
অন্যান্য বিকল্পের অর্থ—
- Unable: adjective (অক্ষম)
- Disable: verb (অক্ষম করে দেওয়া বা কার্যক্ষমতা হ্রাস করা)
- Adility: ভুল শব্দ, সঠিক কোনো ইংরেজি শব্দ নয়।
সুতরাং “Able” শব্দটির সঠিক verb form হলো Enable.