Ensure you don't_____the park with leftover trash.
Solution
Correct Answer: Option C
- "Litter" এর অর্থ: কোনো জায়গায় আবর্জনা বা ময়লা এলোমেলোভাবে ফেলে রেখে নোংরা করা। এটি বিশেষভাবে পাবলিক প্লেস যেমন পার্ক, রাস্তা ইত্যাদিতে ব্যবহৃত হয়।
- "Don't litter" একটি সাধারণ English phrase যা পরিবেশ রক্ষার জন্য ব্যবহৃত হয়।