Solution
Correct Answer: Option C
- "make do" একটি phrasal verb, যার অর্থ হলো যা আছে তাই দিয়ে কোনোমতে চালিয়ে নেওয়া বা ব্যবস্থা করা, অর্থাৎ সীমিত সম্পদ বা সুযোগ নিয়ে মানিয়ে চলা।
- প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে "manage" (চালিয়ে নেওয়া, ব্যবস্থা করা) শব্দটি "make do"-এর সবচেয়ে কাছের অর্থ প্রকাশ করে।