Milton's Samson Agonistes is:
A A poetic play
B A poetic Biography of Samson
C An Epic
D A narrative poem
Solution
Correct Answer: Option A
- জন মিলটনের "স্যামসন অ্যাগোনিস্টেস" একটি কাব্যিক নাটক (poetic play)।'
- এটি গ্রিক ট্র্যাজেডির আঙ্গিকে রচিত এবং মূলত পড়ার জন্য লেখা হয়েছিল, মঞ্চস্থ করার উদ্দেশ্যে নয়।
'- এই ধরনের নাটককে "ক্লোজেট ড্রামা" (closet drama) বলা হয়।
- মিলটন নিজে এটিকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন। এর বিষয়বস্তু বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে নেওয়া স্যামসনের জীবনের শেষাংশ নিয়ে।