Sir Walter Scott is most renowned for his contributions to which literary genre?
Solution
Correct Answer: Option B
- Sir Walter Scott কে "Historical Novel" এর জনক বলা হয়।
- তিনি প্রথমবারের মতো ইতিহাসকে কল্পকাহিনীর সঙ্গে মিশিয়ে একটি নতুন ধারা তৈরি করেন।
- তার বিখ্যাত উপন্যাস Waverley (1814) ঐতিহাসিক উপন্যাসের সূচনা করে।
- এই ধারায় তিনি বাস্তব ঐতিহাসিক ঘটনাগুলিকে কল্পিত চরিত্র ও কাহিনীর মাধ্যমে জীবন্ত করে তোলেন।
- তার অন্যান্য বিখ্যাত ঐতিহাসিক উপন্যাসগুলোর মধ্যে রয়েছে Ivanhoe, Rob Roy, The Heart of Midlothian, এবং Old Mortality।