Solution
Correct Answer: Option B
- Distribute এবং Spread দুটোই কিছু বিতরণ বা ছড়িয়ে দেওয়ার ক্রিয়া বোঝায়।
- Widespread হলো এমন কিছু যা ব্যাপকভাবে ছড়িয়ে আছে বা বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে।
- Localized: স্থানীয়ভাবে সীমাবদ্ধ (ছড়ানোর বিপরীত)
- Endemic: একটি নির্দিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে বিদ্যমান
- Epidemic: একটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া (রোগের ক্ষেত্রে)
- Pandemic: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া (রোগের ক্ষেত্রে)