Solution
Correct Answer: Option A
-Beowulf হচ্ছে একটি epic poem / মহাকাব্য । মহাকাব্য হচ্ছে দীর্ঘ কবিতা বিশেষ ।
-এই কবিতার লাইন সংখ্যা ৩,১৮২. এর রচিয়তা অজ্ঞতনাম Anglo Saxon কবি।
-এই গল্পের নায়ক Beowulf. Beowulf প্রথমে England কে পাতাল্পুরীর রাক্ষসদের হাত থেকে রক্ষা করে।
-পরে ড্রাগন্দের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যান।