Solution
Correct Answer: Option B
To a Skylark হচ্ছে একটি কবিতা যেটি রচনা করেছেন Percy Bysshe Shelley
-এটি জুন এর শেষের দিকে ১৮২০ সালে লেখা হয়
-P.B Shelley হলেন রোমান্টিক যুগের একজন কবি ও সাহিত্যিক ।
-তাঁকে ১৮ বছর বয়সে Oxford University থেকে বহিস্কার করা হয় । কারণ তিনি একটি পুস্তিকার লেখকত্বকে অস্বীকার করেছিলেন।
-তিনি John keats কে খুব পছন্দ করতেন ।তাঁর কবিতা সর্বদা পকেটে রাখতেন ।
-তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -Ode to the West Wind,Ozymandias,To a Skylark etc