Gender : ( লিঙ্গ ) যে Noun বা Pronoun দ্বারা স্ত্রী, পুরুষ অথবা অচেতন পদার্থ বুঝায় তাকে Gender বা লিঙ্গ বলে । যেমন : Man, woman, pen, ball ইত্যাদি ।
Gender এর প্রকারভেদ : Gender চার প্রকার । যথা :
● Masculine Gender (পুং-লিঙ্গ
● Feminine Gender (স্ত্রীলিঙ্গ)
● Common Gender (উভয় লিঙ্গ)
● Neuter Gender (ক্লীবলিঙ্গ)
-Masculine Gender (পুং-লিঙ্গ): যে Noun বা Pronoun দ্বারা পুরুষ জাতি বুঝায় তাকে Masculine Gender বা পুং-লিঙ্গ বলে । যেমন : Man, Father।
-Feminine Gender: যে Noun বা Pronoun দ্বারা স্ত্রী জাতি বুঝায় তাকে Feminine Gender বা স্ত্রী লিঙ্গ বলে। যেমন- Girl, Mother, Woman, She ইত্যাদি।
-Common Gender: যে Noun বা Pronoun দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় জাতিকে বুঝায় তাকে Common Gender বা উভয় লিঙ্গ বলে। যেমন- Baby, Child, Parent, Student, I, You ইত্যাদি।
-Neuter Gender: যে Noun বা Pronoun দ্বারা পুরুষ বা স্ত্রী কোন জাতিকে না বুঝায়ে অন্য কোন অচেতন বা জড় পদার্থকে বুঝায় তাকে Neuter Gender বা ক্লিব লিঙ্গ বলে। যেমন- Chair, Table, Book ইত্যাদি।