Solution
Correct Answer: Option C
গোবিন্দদাসও ব্রজবুলি ভাষায় পদ রচনা করতেন তাই তাঁকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়। বৈষ্ণব কবিতার চার মহাকবি বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস৷ তাদের মধ্যে বিদ্যাপতি এবং গোবিন্দদাস লিখেছেন ব্রজবুলি ভাষায়। আর চণ্ডীদাস এবং জ্ঞানদাস লিখেছেন খাঁটি বাংলায়।