সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?

A হিন্দি

B বাংলা

C সংস্কৃত

D ফারসি

Solution

Correct Answer: Option C

• বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে।
•  বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি।
• সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে।
   যেমন:
  - দোয়াত ও কলম = দোয়াতকলম,
  - পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions