Solution
Correct Answer: Option A
ঃ (বিসর্গ) হলো অঘোষ 'হ' এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি। 'হ' এর উচ্চারণ ঘোষ, কিন্তু ঃ এর উচ্চারণ অঘোষ। যেমন- আঃ, উঃ, অঃ, বাঃ ইত্যাদি। সাধারণত বাংলায় শব্দের অন্তে বিসর্গ প্রায়ই অনুচ্চারিত থাকে। যেমন – বিশেষতঃ (বিশেষত), ফলতঃ (ফলত)।