কোন পদের আগে 'অজস্র' বসালে বহুবচন হয়?
A সর্বনাম
B বিশেষণ
C বিশেষ্য
D ক্রিয়া
Solution
Correct Answer: Option C
বাংলা ভাষায় কেবল সর্বনাম ও বিশেষ্য পদের বচনভেদ রয়েছে।
'অজস্র' শব্দটি বিশেষণ যার অর্থ অসংখ্য। 'অজস্র' শব্দটি 'বিশেষ্য' পদের পূর্বে বসে।
যেমন: অজস্র তারা, অজস্র গান ইত্যাদি।