Solution
Correct Answer: Option A
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর শেষলেখা (১৯৪১) কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এই গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুর করে যেতে পারেননি। এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতায় জীবনের শেষ কয়েক দিনের রচনা।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রধান কাব্যগ্রন্থ হলো:
- চিত্রা
- বলাকা
- পুনশ্চ
- সেঁজুতি
- শেষলেখা
- পূরবী
- মানসী
- সোনারতরী
- চৈতালি