জাকির জসিমের চেয়ে যত বছরের ছােট, বশির থেকে ঠিক তত বছরের বড়। জসিম ও বশিরের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে জাকিরের বয়স কত?
A ২৮
B ৩২
C ২০
D কোনটি নয়
Solution
Correct Answer: Option A
প্রশ্নেমতে,
জসিম-জাকির = জাকির-বশির
বা, জসিম+বশির = জাকির + জাকির
বা, ৫৬ = ২ জাকির (যেহেতু জসিম ও বশিরের বয়সের সমষ্টি = ৫৬ বছর)
বা, ২ জাকির = ৫৬
সুতরাং জাকির = ৫৬/ ২ = ২৮ বছর