ABCD সামান্তরিকের B কোণ ১০০ ডিগ্রি হলে C কোণের মান কত?
Solution
Correct Answer: Option D
আমরা জানি, সামান্তরিকের সন্নিহিত দুই কোণের যোগফল ১৮০° এবং কর্ণ বরাবর বিপরীত কোন গুলো পরস্পর সমান।
অর্থাৎ ABCD সামন্তরিকে A ও B কোণের যোগফল ১৮০° এবং B ও D কোণ পরস্পর সমান।
তাহলে, B +C = 180°
বা, 100° + C = 180° [যেহেতু B কোণ ১০০ ডিগ্রি]
∴ C = 180° - 100° = 80°