Solution
Correct Answer: Option C
মানবসৃষ্ট বিশ্বের বৃহত্তম স্থাপনা হিসেবে পরিচিত চীনের মহাপ্রাচীরের বর্তমান দৈর্ঘ্য ৮,৮৫১.৮ কিমি বা ৫,৫০০.২৫ মাইল । নির্মাণকালে এ প্রাচীরের দৈর্ঘ্য ছিল ২১,১৯৬.১৮ কিমি বা ১৩,১৭০.৭০ মাইল । উল্লেখ্য, ১৯৮৭ সালে চীনের মহাপ্রাচীরটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ।