Solution
Correct Answer: Option A
ইংরেজি 'map' শব্দের প্রতিশব্দ মানচিত্র, ল্যাটিন শব্দ 'mappa' থেকে 'map' শব্দটি এসেছে।
- পৃথিবীর মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের উত্তরে গাথুরে শহররের ধধংসাবশেষে।
- সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র অঙ্কন করেন মেজর জেমস রেনেল
- মানচিত্র তিনটি পদ্ধতিতে স্ক্লে নির্ধারণে করা হয় বর্ণার সাহায্য, রেখাচিত্রের সাহায্য, প্রতিভু অনুপাতের সাহায্যা।