'শ্রীকান্ত' উপন্যাস কার লেখা?

A কাজী নজরুল ইসলাম

B শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

C জীবনানন্দ দাস

D রবীন্দ্রনাথ ঠাকুর

Solution

Correct Answer: Option B

অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালে হুগলির দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন৷ তিনি 'অনিলা দেবী' ছদ্মনামে লিখতেন৷ 'শ্রীকান্ত' তাঁর আত্মজৈবনিক উপন্যাস।
তার রচিত অন্যান্য উপন্যাস-
-পরিণীতা
-বিরাজ বৌ
-পল্লী সমাজ
-চরিত্রহীন
-দেনা পাওনা
-শ্রীকান্ত
-দত্তা
-গৃহদাহ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions