পিতলের উপাদান কোনটি?

A.    তামা ও তিন

B.    তামা ও নিকেল

C.    তামা ও সিসা

D.    তামা ও দস্তা

Answer: Option D

Solution(By Myexaminer Team)
 

∎তামা:

তামা (Copper) একটি রাসায়নিক মৌল যার চিহ্ন Cu এসেছে ল্যাটিন শব্দ কিউপ্রাম (cuprum) থেকে এবং এর পারমাণবিক ক্রমাঙ্ক ২৯। তামা একটি নমনীয় ধাতু এবং এর তাপীয় ও বৈদ্যুতিক পরিবাহীতা খুব উঁচু দরের তাই অনেক বীজলি বাহী তারের মধ্যেই তামার তার থাকে । বিশুদ্ধ তামা খুব বেশি নরম ও নিজস্ব উজ্জ্বল বর্ণ সমন্বিত কিন্তু আবহাওয়ার সংস্পর্শে এর বাইরে একটি লালচে-কমলা বিবর্ণ স্তর তৈরী হয়। তামা ও তামার বহু মিশ্র ধাতু (যেমন ব্রোঞ্জ, পিতলইত্যাদি) অনেক হাজার বছর ধরে মানুষের নিত্য সঙ্গী।

∎দস্তা:

দস্তা বা জিংক নীলাভ-সাদা ধাতু। লোহা, অ্যালুমিনিয়াম ও তামার পরে দস্তাই সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু। ইস্পাতের মরিচা রোধে দস্তার প্রলেপ দেয়া হয়। পিতল, নিকেল সিলভার, ইত্যাদি সংকর ধাতুতে দস্তা ব্যবহৃত হয়। অ্যাল্কালাইন ব্যাটারিতে অ্যানোড হিসেবে দস্তা ব্যবহৃত হয়। জিংক অক্সাইড সাদা রং হিসেবে এবং রবার শিল্পে সক্রিয়ক হিসেবে ব্যবহার করা হয়। জিঙ্ক ক্লোরাইড দুর্গন্ধনাশক ও কাঠ সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়।

 

আজ Tuesday, April 30, 2024 প্রতিযোগিতামূলক LIVE পরীক্ষায় অংশগ্রহণ করুন।

কোর্সের নাম পরীক্ষার নাম ও সিলেবাস
(১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ। পরীক্ষা- ৬

গণিত

বাস্তব সংখ্যা, ল.সা.গু ও গ.সা.গু.

নোটঃ আমাদের প্রতিটি প্রশ্ন আপনার জ্ঞান এবং দক্ষতা প্রদর্শনের একটি সুযোগ। মনোযোগী থাকুন, আত্মবিশ্বাসী থাকুন এবং এগিয়ে যেতে থাকুন আমাদের প্রতিটি পরীক্ষার মাধ্যমে। সাফল্য আসবেই! আমাদের প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা আছে, প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা অ্যাপ -এ পাবেন। অ্যাপ-এ প্রতিটি প্রশ্ন ও ব্যাখ্যা যদি ভালোভাবে পড়তে পারেন। তাহলে ইনশাআল্লাহ যেকোন পরীক্ষায় ৭০%-৮০% কমন পাবেন। Download App PDF রুটিন