✅ যদি আপনি চাকরি প্রস্তুতির জগতে একেবারে নতুন, তাহলে নিচের নিয়ম অনুসরণ করুণঃ
- যেকোনো একটি রুটিন অনুসরণ করুণ যেটি আপনার জন্য প্রযোজ্য।
- পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী ভালোভাবে বই বা আমাদের দেওয়া পিডিএফ থেকে পড়ে নিবেন এরপর অ্যাপ -এ প্রশ্ন ব্যাংক থেকে টপিক অনুযায়ী চর্চা করবেন।
- এরপর লাইভ পরীক্ষা দিবেন, পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছে এটা গুরুত্ব না দিয়ে গড়ে ৬০% তুলার চ্যালেঞ্জ গ্রহণ করুণ, আমরা প্রশ্ন সেট এমন তৈরি করি আপনি গড়ে ৬০% তুলতে পারলে যেকোনো পরীক্ষার জন্য তৈরি হয়েছেন।
- পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট পর্যালোচনায় সময় বেশি দিবেন, মনে রাখবে আপনি যদি আপনার দুর্বলতা বের করতে পারেন, তাহলে আপনার প্রস্তুতি ৫০% শেষ, রেজাল্ট ও ব্যাখ্যা ভালো ভাবে পর্যালোচনা করে কোন জায়গায় আপনার দুর্বলতা আছে নোট করে রাখুন, এরপর সময় দিয়ে এইগুলো শেষ করুণ, যেকোনো প্রশ্ন একবারের বেশি ভুল করা উচিত না।
- লাইভ পরীক্ষার পাশাপাশি আপনাকে আরেকটি পদ্ধতি অনুসরণ করতে হবে, এটি অ্যাপ নতুন ভার্সনে যোগ করা হয়েছে, যদি এর থেকে সুবিধা নিতে পারেন তাহলে অনেক উপকার পাবেন। চাকরি প্রস্তুতির শুরুতে জব শুলুশন্স শেষ করা ভালো, এর জন্য প্রশ্ন ব্যাংক -> অনুশীলন -> হলুদ রঙের ফিলটার আইকন ক্লিক করে 'Job Solutions' নির্বাচন করে, Apply Filter ক্লিক করবেন। এতে বিষয়, টপিক, সাব-টপিক ভিত্তিক প্রশ্ন আসবে যেগুলো ২০০৫-২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। 'practice' বাটনে ক্লিক করে শুরু করবেন, এইখানে দেখবেন ভুল, শুদ্ধ, বুকমার্ক প্রশ্নগুলো আলাদা হচ্ছে। একবার শেষ করার পর শুধু ভুল ও বুকমার্কগুলো পরবর্তীতে দেখে নিবেন।
✅ চাকরির জন্য
৮০০ টাকা বিনিয়োগ তেমন কিছুই নয়। মাত্র ৮০০ টাকায়( ডিসকাউন্টেড প্রাইস, রেগুলার প্রাইস ১৪০০টাকা) দুই বছর মেয়াদী প্যাকেজ সাবস্ক্রাইব করে নিশ্চিন্তে নিয়মিত পরীক্ষা দিন। প্যাকেজ সাবস্ক্রাইভ করতে 'পেমেন্ট' বাটনে ক্লিক করুন, আমাদের আরও আছে ১, ৩, ৬ মাস বা ১ বছরের প্যাকেজ। মাত্র ৩ মাস পরে নিজেকে চিনতে পারবেন, আপনার প্রস্তুতি অনেক এগিয়েছে। প্যাকেজ সাবস্ক্রাইব করতে সিদ্ধান্তহীনতায় ভুগছেন? আরও কয়েকটি অ্যাপ দেখে তারপর সাবস্ক্রাইব করবেন? এতে আপনার ক্ষতি, সময় নষ্ট করে আপনাকে এখানেই আসতে হবে। কারণ:
- আমরা পরীক্ষায় কমন আসা প্রশ্ন নিয়ে সেট তৈরি করি।
- বাজারে প্রচলিত সব ভালো বই থেকে প্রতিটি ছোট ছোট টপিক থেকে প্রশ্ন করা হয়।
- প্রশ্ন ব্যাংকে ডুপ্লিকেট প্রশ্ন পাবেন না।
- প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে।
- অ্যাপের পরবর্তী আপডেটে জব সলিউশনস প্রশ্ন বিষয়ভিত্তিক, টপিকভিত্তিক ও সাব-টপিকভিত্তিক পাবেন।
- এত বেশি পরিমাণ জব সলিউশনস সেট আছে যা শেষ করতে পারলে আপনি সেরা হবেন।
- প্রয়োজনীয় সকল লেকচার শীট পর্যায়ক্রমে আপলোড করা হচ্ছে।
- আমরা ২০১৮ সাল থেকে নিয়মিত সেবা দিয়ে আসছি।- অ্যাপে অনেক ফিচার রয়েছে যা আপনার প্রস্তুতিকে দ্রুত, কার্যকর এবং গতিশীল করে তুলবে।
✅
১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি কোর্স সম্পূর্ণ ফ্রীতে.✓ পরীক্ষা শুরুঃ ১৫ সেপ্টেম্বর
✓ মোট পরীক্ষাঃ ৫৩টি
✓ কোর্সের সব লাইভ পরীক্ষা ফ্রী।
✓ আগের পরীক্ষাগুলো Expired থেকে দিতে পারেবেন
✅ (ATEO) নিয়োগ⎯ ২০২৪ এর পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিনঃ
✓ পরীক্ষা শুরুঃ
(আগের পরীক্ষাগুলো Expired থেকে দিতে পারেবেন)✓ মোট পরীক্ষাঃ ৭১টি
✓ বিষয়ভিত্তিক পরীক্ষাঃ ৫৭টি (প্রতি পরীক্ষায় ৪০টি প্রশ্ন ব্যাখ্যাসহ)
✓ প্রিভিয়াস প্রশঃ ৪টি সেট
✓ ফুল মডেল টেস্টঃ ১০টি (প্রতিটি ১০০টি প্রশ্ন ব্যাখ্যাসহ)
✓ ২০০৫ থেকে এ পর্যন্ত ১০তম গ্রেডের পিএসসির সকল প্রশ্ন নিয়ে সাজেশন্স ভিত্তিক
৫০০০+ প্রশ্ন নিয়ে
পিডিএফ দেওয়া হবে।
ATEO এর জন্য পিডিএফগুলো হবে পিএসসির ১০তম গ্রেডের বিভিন্ন চাকরির পরীক্ষার উপর, এইগুলো একেবারে গুরুত্তপুর্ণ প্রশ্ন, এইগুলোর সাথে লাইভ পরীক্ষার রুটিনের সাথে কোন মিল নাই, আপনার প্রস্তুতি লাইভ পরীক্ষার মাধ্যমে যখন শেষ হবে, তখন এইগুলো পড়বেন। ১০তম গ্রেডের পরীক্ষার প্রশ্ন কঠিন হবে, তাই লাইভ পরীক্ষার জন্য রুটিনে আমাদের নির্দেশনা অনুসরণ করুণ।
☮ ৪৬তম বিসিএস -এ MyExaminer অ্যাপ থেকেঃ
- সরাসরি কমনঃ ৮৮টি
- ব্যাখ্যা থেকেঃ ৫৩টি
- নিয়মের মধ্যেঃ ৩১টি
- কমন পড়েনিঃ ২৮টি
☮ বিষয়ভিত্তিক পর্যালোচনা--------------
● বাংলা সাহিত্যঃ
- সরাসরি কমনঃ ১৩টি
- ব্যাখ্যা থেকেঃ ৪টি
- কমন পড়েনিঃ ৩টি
● বাংলা ভাষাঃ
- সরাসরি কমনঃ ২টি
- ব্যাখ্যা থেকেঃ ১১টি
- কমন পড়েনিঃ ২টি
● ইংরেজি সাহিত্যঃ
- সরাসরি কমনঃ ৯টি
- ব্যাখ্যা থেকেঃ ১টি
- কমন পড়েনিঃ ০টি
● ইংরেজি গ্রামারঃ
- সরাসরি কমনঃ ৪টি
- ব্যাখ্যা থেকেঃ ১১টি
- নিয়মের মধ্যেঃ ৭টি
- কমন পড়েনিঃ ২টি
● বাংলাদেশ বিষয়াবলিঃ
- সরাসরি কমনঃ ১৯টি
- ব্যাখ্যা থেকেঃ ৮টি
- কমন পড়েনিঃ ৩টি
● আন্তর্জাতিক বিষয়াবলিঃ
- সরাসরি কমনঃ ১৯টি
- ব্যাখ্যা থেকেঃ ১টি
- কমন পড়েনিঃ ৭টি
● সাধারণ বিজ্ঞানঃ
- সরাসরি কমনঃ ৭টি
- ব্যাখ্যা থেকেঃ ৩টি
- কমন পড়েনিঃ ৫টি
● কম্পিউটার ও তথ্য প্রযুক্তিঃ
- সরাসরি কমনঃ ৭টি
- ব্যাখ্যা থেকেঃ ৬টি
- কমন পড়েনিঃ ২টি
● গাণিতিক যুক্তিঃ
- সরাসরি কমনঃ ০টি
- নিয়মের মধ্যেঃ ১৪টি
- কমন পড়েনিঃ ১টি
● মানসিক দক্ষতাঃ
- সরাসরি কমনঃ ২টি
- ব্যাখ্যা থেকেঃ ২টি
- নিয়মের মধ্যেঃ ১০টি
- কমন পড়েনিঃ ১টি
● নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনঃ
- সরাসরি কমনঃ ৬টি
- ব্যাখ্যা থেকেঃ ২টি
- কমন পড়েনিঃ ২টি
☮ যেকোনো চাকরির পরীক্ষায় বিশেষকরে ১০-২০তম গ্রেডের নিয়োগে জব সল্যুশন থেকে অনেক প্রশ্ন রিপিট হয়। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই রিপিট হওয়া প্রশ্নগুলো কোনোভাবেই মিস করা যাবে না।
সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন।
এই রুটিনে দুই ধরনের এক্সাম থাকবে-
নতুন প্রশ্নসেট-এ: এই এক্সামগুলোর নাম প্রকাশ করা হবে না(২৪ ঘন্টা পর প্রকাশ করা হবে), এক্সামগুলো না পড়ে দিবেন। নিজেকে যাচাই করবেন আপনি পরীক্ষার হলে বসে এক্সাম দিলে কেমন নম্বর পেতেন। তারপর আমাদের অ্যাপ থেকে বিস্তারিত ব্যাখ্যা সহ পড়ে নিবেন।
রিভিশন পরীক্ষা:দুটিকরে নতুন এক্সামের পর নতুনদুটি সহ দুটি পুরাতন ও একটি বিসিএস প্রিলিমিনারি মোট ৫টি প্রশ্নসেট থেকে রিভিশন এক্সাম হবে। এগুলো অবশ্যই ভালোভাবে পড়ে দিবেন