বাংলাদেশের অর্থনীতি (19 টি প্রশ্ন )
 

অর্থনৈতিক সমীক্ষা-২০১৬ অনুযায়ী, বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ১,৪৬৬ মার্কিন ডলার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাব মতে, ২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু আয় ১,৪৬৫ মার্কিন ডলার।

Updated: 25 Nov. 2016







জাতীয় কৃষি দিবস পালিত হয় পহেলা অগ্রহায়ণ। সাধারণত অগ্রহায়ণ মাসে দেশে আমন ধান ঘরে তোলা হয়। নতুন ফসল তোলাকে কেন্দ্র করে গ্রাম বাংলায় নবান্ন উৎসব পালিত হয়। এই উৎসবকে জাতীয়রূপ দিতে বাংলাদেশ সরকার ২০০৮ সালে পহেলা অগ্রহায়ণকে ‘জাতীয় কৃষি দিবস’ ঘোষণা করে।
 

ঘোড়াশাল সার কারখানা ঢাকা বিভাগের নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন







অর্থনৈতিক সমীক্ষা - ২০২২ অনুসারে।
∎ মোট জনসংখ্যাঃ ১৬ কোটি ৯১ লাখ ১০ হাজার
∎ জনসংখ্যা বৃদ্ধির হারঃ১.৩৭%
∎ জনসংখ্যার ঘনত্বঃ ১১৪০/ বর্গ কি.মি
∎ গড় আয়ু /প্রত্যাশিত আয়ুষ্কালঃ ৭২.৮ বছর
∎ স্বাক্ষরতার হাড় (৭ বছরের +): ৭২.৮ বছর
∎ প্রাথমিকে ভর্তির হার(২০২০ সাল নাগাদ): ৯৭.৮১%
∎ পুরুষ ও নারীর অনুপাতঃ- ১০০.২ : ১০০
∎ ডাক্তার প্রতি জনসংখ্যার অনুপাত- ১ : ১৭২৪
∎ সুপেয় পানি গ্রহণকারীঃ ৯৮.৩%
∎ চলতি মূল্যে জিডিপিঃ ৩৯,৭৬,৪৬২ কোটি টাকা
∎ চলতি মূল্যে মাথাপিছু জিডিপিঃ ২৭২৩ মার্কিন ডলার বা ২,৩২,৮২৮ টাকা
∎ স্থির মূল্যে জিডিপিঃ ৩০,৩৯,২৭৩ কোটি টাকা
∎ স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হারঃ ৭.২৫%
∎ চলতি মূল্যে জাতীয় আয় (GNI): ৪১,২৪,০৭১ কোটি টাকা
∎ চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (GNI): ২৮২৪ মার্কিন ডলার বা ২,৪১,৪৭০ টাকা

 

Insurance Companies 18 Life and 44 Non-Life Insurance Companies. Total=62 (according to bangladesh bank website: https://www.bb.org.bd/fnansys/insurance.php)


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0