- পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হলো হামিংবার্ড। - এর মধ্যে 'বি হামিংবার্ড' (Bee Hummingbird) হলো বিশ্বের ক্ষুদ্রতম পাখি। - এটি লম্বায় মাত্র ৫-৬ সেন্টিমিটার এবং এর ওজন প্রায় ২ গ্রামের মতো হয়। - এই পাখি খুব দ্রুত ডানা ঝাপটে বাতাসে স্থির থাকতে পারে। - চড়ুই, শালিক বা দোয়েল আকারে হামিংবার্ডের চেয়ে অনেক বড়।
গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ৷ এটি উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে। প্রায় তিনশ বছর ধরে ডেনমার্ক সমুদ্র বেষ্টিত এই দেশটিকে নিয়ন্ত্রণ করে আসছে৷ গ্রিনল্যান্ডে রয়েছে তেল, গ্যাস, স্বর্ণ এবং হীরার খনি৷ তবে এগুলো উত্তোলন করা খুবই ব্যয়সাধ্য৷
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর। - এটি পৃথিবীর মোট আয়তনের প্রায় ২০ শতাংশ জুড়ে বিস্তৃত। - আয়তনের দিক থেকে মহাসাগরগুলোর ক্রম হলো: প্রশান্ত > আটলান্টিক > ভারত > দক্ষিণ > আর্কটিক মহাসাগর। - ভারত মহাসাগর হলো তৃতীয় বৃহত্তম মহাসাগর।
- বিশ্বের লিখিত সংবিধানগুলোর মধ্যে ভারতের সংবিধান হলো সর্ববৃহৎ ও সবচেয়ে জটিল। - এই সংবিধানে ৩৯৫টি অনুচ্ছেদ, ১২টি তফসিল এবং অনেকগুলো সংশোধনী রয়েছে (যদিও বর্তমানে অনুচ্ছেদের সংখ্যা ৪৭০-এর বেশি)। - ড. বি. আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় এবং এটি তৈরি করতে সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৭ দিন। - এটি ২৬শে নভেম্বর, ১৯৪৯ সালে গৃহীত হয় এবং ২৬শে জানুয়ারি, ১৯৫০ সালে কার্যকর হয়। - অন্যদিকে, বিশ্বের সবচেয়ে ছোট লিখিত সংবিধান হলো যুক্তরাষ্ট্রের সংবিধান, যাতে মাত্র ৭টি অনুচ্ছেদ রয়েছে।
- বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়নের নাম হলো সেন্টমার্টিন। - এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত একটি প্রবাল দ্বীপ এবং ইউনিয়ন। - মাত্র ৮ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট এই ইউনিয়নটি বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত। - অন্যদিকে, বাংলাদেশের বৃহত্তম ইউনিয়নের নাম হলো বাঘাইছড়ি ইউনিয়ন (রাঙ্গামাটি), যার আয়তন প্রায় ৩৪০ বর্গকিলোমিটার।
যশোরের অর্থনীতির অন্যতম প্রধান নিয়ামক বেনাপোল স্থলবন্দর যা শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম বেনাপোলে অবস্থিত। ভারত-বাংলাদেশ বাণিজ্যের সিংহভাগ এর মাধ্যমে সংঘটিত হয়। সরকারি আমদানী শুল্ক আহরণে বেনাপোল স্থল বন্দরটির ভূমিকা তাৎপর্যপূর্ণ। এখানকার মানুষের জীবিকার অন্যতম সূত্র বেনাপোল স্থল বন্দরের কাস্টমস্ ক্লিয়ারিং এজেন্টের কাজ।বেনাপোল মূলত বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম যেখানে একটি সীমান্ত তল্লাশী ঘাঁটি ও আন্তর্জাতিক স্থল বন্দর অবস্থিত। এই স্থল বন্দরের শুল্ক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে বেনাপোল কাস্টমস হাউজ। স্থল বন্দরের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল রেলস্টেশানের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত রেল চলাচল অনুষ্ঠিত হয়।
বেনাপোলের বিপরীতে ভারতের দিকের অংশটি পেট্রাপোল নামে পরিচিত। এটি পশ্চিম বাংলার বনগাও মহুকুমার অন্তর্ভুক্ত।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসাবে বেনাপোল স্থল বন্দর ব্যবহৃত হয়। বেনাপোল হতে কলকাতা মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। মোট স্থলবাণিজ্যের ৯০% এই বেনাপোলের মাধ্যমে সংঘটিত হয
✅চাকরি পরীক্ষার আপডেট ============================= ১। ২৩ তারিখের অফিসার জেনারেল পিছিয়ে ৩১ তারিখ বিকাল হবে ৩-৪টা।
✅ ১৯তারিখ থেকে ৫০তম বিসিএস ফুল মডলে টেস্ট ১০টি নেওয়া হবে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।