আন্তর্জাতিক বৃহত্তম ও ক্ষুদ্রতম (19 টি প্রশ্ন )
সৌরজগতে মোট আটটি গ্রহ রয়েছে।
এগুলো হলো: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, বৃহস্পতি, ইউরেনাস এবং নেপচুন।
 - সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি।
 - দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি
 - সবচেয়ে ছোট গ্রহ বুধ।
 - বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই।
 - শুক্র গ্রহের কোন বায়ুমণ্ডল নেই।
 
বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই। পৃথিবীর ১ টি, মঙ্গলের ২টি, বৃহস্পতির ৬৭টি, শনির ৬২টি, ইউরেনাসের ২৭ টি এবং নেপচুনের ১৪টি প্রকৃতিক উপগ্রহ রয়েছে।
প্লুটো, এরিস, ম্যাকিম্যাকি ও সিরেস নামে সৌরজগতের  আরো কয়েকটি বামন গ্রহ আছে৷

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
-চিলি দক্ষিণ আমেরিকার দক্ষিণ - পশ্চিম অংশের একটি দেশ। 
-তামার খনি চিলি অবস্থিত। 
-দেশটি প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে একটি লম্বা ফিতার মত প্রসারিত একটি ভূখণ্ড। 
-উত্তর - দক্ষিণে চিলির দৈর্ঘ্য প্রায় ৪,২৭০ কিলোমিটার, কিন্তু এর গড় বিস্তার ১৮০ কিলোমিটারেরও কম।

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
 

যশোরের অর্থনীতির অন্যতম প্রধান নিয়ামক বেনাপোল স্থলবন্দর যা শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম বেনাপোলে অবস্থিত। ভারত-বাংলাদেশ বাণিজ্যের সিংহভাগ এর মাধ্যমে সংঘটিত হয়। সরকারি আমদানী শুল্ক আহরণে বেনাপোল স্থল বন্দরটির ভূমিকা তাৎপর্যপূর্ণ। এখানকার মানুষের জীবিকার অন্যতম সূত্র বেনাপোল স্থল বন্দরের কাস্টমস্‌ ক্লিয়ারিং এজেন্টের কাজ।বেনাপোল মূলত   বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম যেখানে একটি সীমান্ত তল্লাশী ঘাঁটি ও আন্তর্জাতিক স্থল বন্দর অবস্থিত। এই স্থল বন্দরের শুল্ক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে বেনাপোল কাস্টমস হাউজ। স্থল বন্দরের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল রেলস্টেশানের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত রেল চলাচল অনুষ্ঠিত হয়।

বেনাপোলের বিপরীতে ভারতের দিকের অংশটি পেট্রাপোল নামে পরিচিত। এটি পশ্চিম বাংলার বনগাও মহুকুমার অন্তর্ভুক্ত।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসাবে বেনাপোল স্থল বন্দর ব্যবহৃত হয়। বেনাপোল হতে কলকাতা মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। মোট স্থলবাণিজ্যের ৯০% এই বেনাপোলের মাধ্যমে সংঘটিত হয
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।

গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ৷ এটি উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে। প্রায় তিনশ বছর ধরে ডেনমার্ক সমুদ্র বেষ্টিত এই দেশটিকে নিয়ন্ত্রণ করে আসছে৷ গ্রিনল্যান্ডে রয়েছে তেল, গ্যাস, স্বর্ণ এবং হীরার খনি৷ তবে এগুলো উত্তোলন করা খুবই ব্যয়সাধ্য৷
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0