বাংলাদেশের সংবিধান ও সংসদ (42 টি প্রশ্ন )
 

বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন - মহামান্য রাষ্ট্রপতি।


 

৩রা জুলাই, ২০১১ তারিখে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫ হতে বাড়িয়ে ৫০ করা হয়েছে।




 

এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধানের মোট ১৬ বার সংশোধনী করা হয়েছে।



- বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী (First Amendment) গৃহীত হয় ১৯৭৩ সালের ১৫ জুলাই।
- এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৪৭ ও ৪৭(ক) অনুচ্ছেদ যোগ করা হয়,

যার উদ্দেশ্য ছিল—
- মুক্তিযুদ্ধকালীন সময়ে সংঘটিত যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অপরাধীদের বিচারের পথ সুগম করা।
- এই সংশোধনীর ফলে এইসব অপরাধের বিচারের জন্য বিশেষ আইন প্রণয়ন ও বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সাংবিধানিক ভিত্তি তৈরি হয়।

- পঞ্চগড়-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। 
- এটি সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে অবস্থিত জাতীয় সংসদের ১নং ও জেলার ১ম আসন।

- বাংলাদেশের শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে। এই জেলাগুলো হলো- রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন






ভারত ও বাংলাদেশের সীমানা নির্ধারণী একটি চুক্তি বাস্তবায়ন করার জন্য ১৯৭৪ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনী আনা হয়। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি অনুমোদন এবং চুক্তি অনুযায়ী ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় বিধান প্রণয়ন করা হয়। আইনমন্ত্রী মনোরঞ্জন ধর উত্থাপিত বিলটি ২৬১-৭ ভোটে পাস হয়।


সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ই এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
তাঁরা হলেন
ড. কামাল হোসেন (ঢাকা-৯, জাতীয় পরিষদ),
মো. লুৎফর রহমান (রংপুর-৪, জাতীয় পরিষদ),
অধ্যাপক আবু সাইয়িদ (পাবনা-৫, জাতীয় পরিষদ),
এম আবদুর রহিম (দিনাজপুর-৭, প্রাদেশিক পরিষদ),
এম আমীর-উল ইসলাম (কুষ্টিয়া-১, জাতীয় পরিষদ),
মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর (বাকেরগঞ্জ-৩, জাতীয় পরিষদ),
আবদুল মুনতাকীম চৌধুরী (সিলেট-৫, জাতীয় পরিষদ),
ডা. ক্ষিতীশ চন্দ্র (বাকেরগঞ্জ-১৫, প্রাদেশিক পরিষদ),
সুরঞ্জিত সেনগুপ্ত (সিলেট-২, প্রাদেশিক পরিষদ),
সৈয়দ নজরুল ইসলাম (ময়মনসিংহ-১৭, জাতীয় পরিষদ),
তাজউদ্দীন আহমদ (ঢাকা-৫, জাতীয় পরিষদ),
খন্দকার মোশতাক আহমেদ (কুমিল্লা-৮, জাতীয় পরিষদ),
এ এইচ এম কামরুজ্জামান (রাজশাহী-৬, জাতীয় পরিষদ),
আবদুল মমিন তালুকদার (পাবনা-৩, জাতীয় পরিষদ),
আবদুর রউফ (রংপুর-১১, ডোমার, জাতীয় পরিষদ),
মোহাম্মদ বায়তুল্লাহ (রাজশাহী-৩, জাতীয় পরিষদ),
বাদল রশীদ,
বার অ্যাট ল,
খন্দকার আবদুল হাফিজ (যশোর-৭, জাতীয় পরিষদ),
শওকত আলী খান (টাঙ্গাইল-২, জাতীয় পরিষদ),
মো. হুমায়ুন খালিদ, আছাদুজ

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন







 

তারা মসজিদ পুরানো ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত। সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে। জানা যায়, আঠারো শতকে ঢাকার 'মহল্লা আলে আবু সাঈয়ীদ'-এ (পরে যার নাম আরমানিটোলা হয়) আসেন জমিদার মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান)। মির্জা গোলাম পীর এ মসজিদ নির্মাণ করেন।



 

জাতিসংঘের প্রধান ৬টি শাখার মধ্যে অন্যতম জাতিসংঘ সাধারণ পরিষদ । এটি সাধারণ পরিষদ নামে পরিচিত। এটিই জাতিসংঘের একমাত্র পরিষদ যেখান সদস্যভূক্ত সকল রাষ্ট্র সমমর্যাদা ও প্রতিনিধিত্বের অধিকারী হিসেবে অবস্থান করে। সাধারণ পরিষদ নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অবস্থিত। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ পরিষদের বার্ষিক নিয়মিত অধিবেশন বসে। সাধারণত ডিসেম্বর মাসের ১ম সপ্তাহ পর্যন্ত এ অধিবেশন স্থায়ী হয়।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বাংলাদেশের সংবিধানের ৭২(২) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার জন্য কোরাম (Quorum) বলতে সংসদের মোট সদস্যসংখ্যার এক-তৃতীয়াংশ (১/৩) উপস্থিতিকে বোঝায়।

বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা হলো ৩০০ জন।
অতএব, কোরাম নির্ধারণের হিসাব হবে —
- ৩০০ ÷ ৩ = ১০০ জন নয়, বরং সংবিধান অনুযায়ী ১/৩ সদস্যের উপস্থিতি প্রয়োজনীয় নয়, মোট সদস্যের এক-চতুর্থাংশ (¼) নয়। তবে এখানে সাম্প্রতিক সংশোধন অনুযায়ী সংসদের কার্যক্রম পরিচালনার ন্যূনতম উপস্থিতি ৬০ জন সদস্য নির্ধারিত হয়েছে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0