'ইউসুফ-জোলেখা' কাব্য কার শাসন আমলে রচিত হয়?
Solution
Correct Answer: Option A
• ইউসুফ-জোলেখা: শাহ মুহম্মদ সগীর রচিত ঐতিহাসিক প্রেমকাব্য
- ‘ইউসুফ-জোলেখা’ একটি বিখ্যাত কাহিনিনির্ভর প্রেমকাব্য, যেটি রচনা করেছিলেন শাহ মুহম্মদ সগীর। তাঁর এই কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
• রচনাকাল ও ঐতিহাসিক পটভূমি:
এ কাব্য রচিত হয়েছিল গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯–১৪০৯ খ্রিষ্টাব্দ)। সে অনুসারে এটি পঞ্চদশ শতাব্দীর শুরুতে রচিত হয় এবং কবি শাহ মুহম্মদ সগীরকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য করা হয়।
• কাহিনির উৎস ও প্রভাব:
এই প্রেমকাহিনির সূত্র মেলে বাইবেল ও কোরানে, যেখানে ইউসুফ (নবি) ও জোলেখার কাহিনি উল্লেখ আছে। এছাড়াও ইরানের কবি ফেরদৌসি (মৃত্যু: ১০২৫ খ্রি.) ‘ইউসুফ-জোলেখা’ নামেই কাব্য রচনা করেছেন। শাহ মুহম্মদ সগীর এই দুই উৎস থেকেই কাহিনিসূত্র গ্রহণ করে তাঁর কাব্য রচনা করেন।
• কাহিনির মূল বিষয়:
ইউসুফ ছিলেন এক ক্রীতদাস, যার প্রতি তৈমুস বাদশার কন্যা জোলেখা প্রেমে পড়েন, যদিও তাঁর বিয়ে হয় আজিজ নামে এক উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে। জোলেখা ইউসুফকে আকর্ষণ করার চেষ্টা করেন। নানা ঘটনাবহুল পরিণতির মধ্য দিয়ে ইউসুফ পরবর্তীতে মিশরের শাসক হন। শেষ পর্যন্ত, ধর্মান্তরের মাধ্যমে ইউসুফ-জোলেখার পুনর্মিলন ঘটে।
• সুফি দৃষ্টিভঙ্গি:
সুফি দর্শনের আলোকে ইউসুফকে পরমাত্মা এবং জোলেখাকে জীবাত্মার প্রতীক হিসেবে দেখা হয়। শাহ মুহম্মদ সগীর এই দার্শনিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করলেও, তাঁর কাব্যে মানবিক প্রেমের আবহই বেশি প্রাধান্য পেয়েছে।
• অন্যান্য রচয়িতারা:
এই কাহিনি অবলম্বনে আবদুল হাকিম, গরীবুল্লাহ, ফকির মুহম্মদ প্রমুখ কবিও পরবর্তীকালে কাব্য রচনা করেছেন। তবে বাংলা সাহিত্যে প্রথমবার এই কাহিনি কাব্যরূপে উপস্থাপন করেছেন শাহ মুহম্মদ সগীর।