Probashi Kallyan Bank Ltd (Senior Officer) - 09.10.2021 (100 টি প্রশ্ন )
প্রশ্নঃ-যে 2,850 টাকায় একটি সাইকেল বিক্রি  করে বিক্রেতা 14% লাভ করলো ।মুনাফা কমিয়ে 8% করতে চাইলে বিক্রয়মূল্য কত হতো ?
 
উত্তরঃ-
14% মুনাফায় ,ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য =100+14 =114 টাকা

এখন , বিক্রয়মূল্য 114 টাকা হলে ক্রয়মূল্য =100 টাকা
অতএব ,বিক্রয়মূল্য 2,850 টাকা হলে ক্রয়মূল্য (100×2850)/114 =2500 টাকা

অতএব ,8% লাভে বিক্রয়মূল্য =2500 এর 108%
                                            =(2500×108)/100
                                           =2700 টাকা
প্রশ্নঃ-দুটি ভিন্ন ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল সর্বদা কি হবে ?
 
উত্তরঃ-
দুটি ভিন্ন অমূলদ সংখ্যা হল √3 এবং √5 যাদের গুনফল হল =√3×√5=√15 যা অমূলদ
আবার ,√2 এবং √8 কে নিলে পাই
          =√2×√8=√16 =4 যা মূলদ


The Theory of New Democracy was described by Mao Zedong of Communist China.

The doctrine of Karl Marx:
1) Dialectical Materialism
2) Historical Materialism
3) Class Struggle
NPT -Treaty on the Non-Proliferation of Nuclear Weapons বা পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি পারমাণবিক অস্ত্রের প্রসার রোধের উদ্দেশ্যে একটি চুক্তিপত্র। ১৯৬৮ সালের ১ জুলাই এই চুক্তির সাক্ষরসূচনা। এই চুক্তিতে সাক্ষরকারী রাষ্ট্রপক্ষের সংখ্যা ১৮৯। তার মধ্যে পাঁচটি রাষ্ট্র পরমাণু শক্তিধর: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও গণচীন.
- এটি ১৯৭০ সালের ৫ মার্চ কার্যকর হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১ ।
- বাংলাদেশ NPT চুক্তিতে স্বাক্ষর করে ১৯৭৯ সালে।
বাল্টিক রাষ্ট্রসমূহ বলতে উত্তর ইউরোপে বাল্টিক সাগরের তীরে অবস্থিত রাষ্ট্রসমূহকে বুঝায়। এই অঞ্চলে লাতভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়ানিয়া এই তিনটি দেশ রয়েছে।
'তোমাকে অন্যায্য অনুপাতে বণ্টন করে দেয়া হয়েছিল' এর Passive রুপ হলো You have been given an unfair proportion. এটা আছে Present perfect tense এ। আবার এটাকে Present indefinite tense এ, এভাবে লেখা যায় You are given an unfair proportion. এ দুটোই Passive বাক্যের রুপ।
A colleague of mine দ্বারা আমারই একজন বন্ধুকে বুঝাচ্ছে ।আর তার গ্রীস্মকালীন আবাস আমাদেরকে সাময়িকভাবে ব্যবহার করতে দিয়েছিল
A wicket consists of three stumps, each 28 inches (71.1 cm) high and of equal thickness (about 1.25 inches in diameter)

দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যেগে গঠিত হয় OPEC (Organization of the Petroleum Exporting Countries)।
- এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি। 
- ওপেকের বর্তমান সদস্য দেশ ১৩ টি।
- ২০০৮ সালে ইন্দোনেশিয়া ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে। ২০১৬ সালে পুনরায় যোগদান করেন এবং ২০১৬ সালে এর শেষে আবার সদস্য পদ প্রত্যাহার করে নেয়। 
- বর্তমানে মালেশিয়ে ও ইন্দোনেশিয়া ওপেক এর সদস্য না। 

১৩টি দেশ হলোঃ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, অ্যাঙ্গোলা, গ্যাবন, নিরক্ষীয় গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র।
এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথা- ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
এভারেস্ট বিজয়ী প্রথম নারী জাপানের পর্বতারোহী জুনকো তাবেই। আর বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করেছেন নিশাত মজুমদার।
CRR হলো Cash Reserve Ratio বা নগদ সংরক্ষিত অনুপাত। মোট ব্যাংক জামানতের একটি নির্দিষ্ট শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের সাথে বর্তমান Account এ রাখা হয়।এই অর্থ ব্যাংক বিনিয়োগ করতে পারে না। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে দিন শেষে স্থানীয় মুদ্রায় যে Balance রাখে তাকে CRR বলে। Monetary Policy ঠিক রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকে SLR এবং CRR এর মধ্যে হলো ৫.০℅.
বাংলাদেশের টাইগার আইটি ও ফ্রান্সের অবার্থু NID smart card প্রজেক্টে কাজ করেছিল।
প্রশ্নে দুই বয়স্ক নারী যে প্রাণিকে দেখেছিলেন সেটি ছিলো একটি পুমা বা বনবিড়াল। এই অর্থ প্রকাশের জন্য past indefinite tense ব্যবহার করতে হবে যা শুধু মাত্র শূন্যস্থানে saw এবং was ব্যবহার করেই করা সম্ভব।
এটি তৃতীয় Conditional বাক্যের উদাহরণ। এই Subject + had + Past Participle, Subject + would/could/might + have + Past Participle +........ + if + Subject + had + Past Participle.
বাক্যে Up to the present time থাকায় বাক্যটি Present perfect tense হবে।
কোনো একটি সিস্টেমের আওতায় থাকা অর্থে Under বসে এবং At their best একটি Phrase যার অর্থ তাদের পক্ষে সবচেয়ে ভালো যতটা করা যায়/সম্ভব।
বাক্যের অর্থঃ ডাচ কম্পিউটারাইজড নিলামের ক্ষেত্রে আমাদের দেশের পুষ্প শিল্প বিকশিত হয়েছিল যখন তারা তাদের সর্বোচ্চটা দিতে পেরেছিল।
বাক্যটিতে Not only এবং But also বসবে। কারণ প্রথম অংশে বুঝানো হচ্ছে শুধু অন্ধকার Prey (শিকারি) Detect করার জন্য নয় বরং এটি শিকারিকে আঘাতের জন্যও সেই অর্থে 'Not only but also' এই Conjunction টি বসবে। বাক্যের অর্থঃ বিষধর সাপের মাথার বিশেষ তাপেন্দ্রীয় এটাকে শুধু অন্ধকারে শিকারির উপস্থিতিই জানান দেয় না বরং এটা শিকারের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতেও সাহায্য করে।
বাক্যের প্রথম অংশে 'for' এর পর ''ing' যুক্ত Verb pushing বসবে। বাক্যের অর্থঃ ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানীরা অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র পরমাণুকে তড়িৎচহম্বুকীয় বল দ্বারা তাড়িত ও দ্রুততর করার জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন।
'ইতিহাসের অল্প কিছু তুলে ধরলে 'এর সঠিক ইংরেজি phrase হল Given a little bit of history .আর স্বভাবতই পরবর্তী অংশে 'having' বসে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• বিশ্ব বন্যপ্রাণী তহবিল সংরক্ষণ, গবেষণা এবং পুনরুদ্ধারের বিষয়ে এলাকায় কাজ করা আন্তর্জাতিক পাবলিক সংগঠন।
• এটি বিশ্বের বৃহত্তম স্বাধীন পরিবেশ সংস্থা যা বিশ্বব্যাপী ১,৩০০ পরিবেশ সুরক্ষা প্রকল্প সমর্থন করে ১০০ টিরও বেশি দেশে কাজ ।
• বিশ্ব বন্যপ্রণালী তহবিলের প্রতীক একটি বড় পাণ্ডা ।
দেওয়া আছে ,
       x=7-4√3
বা,1/x =7+4√3/(7-4√3)(7+4√3)
           =(7+4√3)/(7²-4√3²)
           =((7+4√3)/49-48
            =((7+4√3)/1
            =((7+4√3)/

অতএব, x+1/x =7-4√3+7+4√3=14
প্রশ্নঃ-24 kg একটি Rod কে দুই ভাগে ভাগ করা হল ।Rod এর প্রথম অংশটির ওজন হল 16kg এবং দৈর্ঘ্য হল 34 মিটার ।Rod টির ভাগকৃত অংশগুলো যদি এমন হয় যে ,এর ওজন হবে দৈর্ঘ্যের সমানুপাতিক তবে Rodটি  অপর অংশের দৈর্ঘ্য কত ?
 
উত্তরঃ-

Rod টি অপর ভাগের ওজন =24-16 =8 kg

ধরি,
 অপর ভাগের দৈর্ঘ্য =x মিটার

প্রশ্নমতে , 16/34=8/x
            বা,x/8 =34/16

∴ x=(34×8)/16=17
দেওয়া আছে ,
3²+6²+9²+........30²
=3²× 1²+(2× 3)² +(3× 3)² +.........+(3×10)²
=3²(1²+2²+3²..............+10²)
=3²×385
=9×385
=3,465


শুক্র সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ এবং পৃথিবীর নিকটতম গ্রহ । এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে উতপ্ত গ্রহ ।আয়তনে শুক্র প্রায় পৃথিবীর সমান সূর্য হতে এর দূরত্বে ১০.৮ কোটি কিলোমিটার ।এর ব্যাস ১২,৩৯৭ কিলোমিটার ।এটি পৃথিবীর নিকটতম গ্রহ নৈকট্যের জন্য শুক্রকে আকাশে এক উজ্জ্বল তারকার ন্যায় দেখায় ।ভোর বেলায় এটি শুকতারা এবং এবং সন্ধ্যা বেলায় সন্ধ্যা তারা নামে পরিচিত ।পৃথিবীর এক বছরের শুক্র গ্রহের আকাশে দুই বার সূর্য উঠে এবং দুই বার অস্ত যায় । একে পৃথিবীর জমজ গ্রহ বলা হয় ।
বঙ্গবন্ধু টানেলের (কর্ণফুলি টানেল ) দৈর্ঘ্য ৩.৪০ কিলোমিটার ।উল্লেখ্য ,চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম বঙ্গবন্ধু টানেল ।এই টানেলটি উদ্বোধন করা হয় ২৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে চীনের বাণিজ্য নগরী সাংহাইয়ের 'ওয়ান সিটি টু টাউন ' আদলে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু টানেল ।
বাল্বের ভেতরে যদি বায়ুশূন্য পরিবেশ রাখা হয় তাহলে বাহিরের সাথে ভেতরের চাপের মধ্যে বেশ পার্থক্য হয় ।এটা মাথায় রেখেই বাল্বের ভেতরে এমন কোন গ্যাস রাখা হয় যা ফিলামেন্টের সাথে বিক্রিয়া করবে না উপরন্ত একে পুড়ে যাওয়া থেকে রক্ষা করবে ।এজন্য নিস্ক্রিয় গ্যাসসমূহ অর্থাৎ হিলিয়াম ,নিয়ন ,আর্গন ,ক্রিপটন জেনন ইত্যাদি ব্যবহার করা হয় ।তবে সাধারণ বৈদ্যুতিক বাল্বগুলোতে সাধারণ নাইট্রোজেন ব্যবহার দেখা যায় ।

অক্ষির সমীপে - সমক্ষ
চক্ষুর সম্মুখে সংঘটিত- চাক্ষুষ
চোখের কোণ - অপাঙ্গ


কতগুলো শব্দে স্বভাবতই 'ষ ' হয় ।যেমন ঃ আষাঢ় ,ষরঋতু ,রোষ ,কোষ ,ভাষণ ,ভাষা ,ঊষা ,কলুষ ,পাষাণ ,মানুষ ,ঔষধ ,ষড়যন্ত্র ,ভূষণ ,দ্বেষ ইত্যাদি ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
জঙ্গম শব্দের বিপরীতার্থক শব্দ 'স্থাবর ' আর 'জঙ্গম ' শব্দের অর্থ হল ঃ গতিশীল ;চলমান; সচল ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0