NPT -Treaty on the Non-Proliferation of Nuclear Weapons বা পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি পারমাণবিক অস্ত্রের প্রসার রোধের উদ্দেশ্যে একটি চুক্তিপত্র। ১৯৬৮ সালের ১ জুলাই এই চুক্তির সাক্ষরসূচনা। এই চুক্তিতে সাক্ষরকারী রাষ্ট্রপক্ষের সংখ্যা ১৮৯। তার মধ্যে পাঁচটি রাষ্ট্র পরমাণু শক্তিধর: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও গণচীন. - এটি ১৯৭০ সালের ৫ মার্চ কার্যকর হয়। - এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১ । - বাংলাদেশ NPT চুক্তিতে স্বাক্ষর করে ১৯৭৯ সালে।
'তোমাকে অন্যায্য অনুপাতে বণ্টন করে দেয়া হয়েছিল' এর Passive রুপ হলো You have been given an unfair proportion. এটা আছে Present perfect tense এ। আবার এটাকে Present indefinite tense এ, এভাবে লেখা যায় You are given an unfair proportion. এ দুটোই Passive বাক্যের রুপ।
দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যেগে গঠিত হয় OPEC (Organization of the Petroleum Exporting Countries)। - এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। - এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি। - ওপেকের বর্তমান সদস্য দেশ ১৩ টি। - ২০০৮ সালে ইন্দোনেশিয়া ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে। ২০১৬ সালে পুনরায় যোগদান করেন এবং ২০১৬ সালে এর শেষে আবার সদস্য পদ প্রত্যাহার করে নেয়। - বর্তমানে মালেশিয়ে ও ইন্দোনেশিয়া ওপেক এর সদস্য না।
১৩টি দেশ হলোঃ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, অ্যাঙ্গোলা, গ্যাবন, নিরক্ষীয় গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র। এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথা- ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
এভারেস্ট বিজয়ী প্রথম নারী জাপানের পর্বতারোহী জুনকো তাবেই। আর বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করেছেন নিশাত মজুমদার।
CRR হলো Cash Reserve Ratio বা নগদ সংরক্ষিত অনুপাত। মোট ব্যাংক জামানতের একটি নির্দিষ্ট শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের সাথে বর্তমান Account এ রাখা হয়।এই অর্থ ব্যাংক বিনিয়োগ করতে পারে না। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে দিন শেষে স্থানীয় মুদ্রায় যে Balance রাখে তাকে CRR বলে। Monetary Policy ঠিক রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকে SLR এবং CRR এর মধ্যে হলো ৫.০℅.
প্রশ্নে দুই বয়স্ক নারী যে প্রাণিকে দেখেছিলেন সেটি ছিলো একটি পুমা বা বনবিড়াল। এই অর্থ প্রকাশের জন্য past indefinite tense ব্যবহার করতে হবে যা শুধু মাত্র শূন্যস্থানে saw এবং was ব্যবহার করেই করা সম্ভব।
এটি তৃতীয় Conditional বাক্যের উদাহরণ। এই Subject + had + Past Participle, Subject + would/could/might + have + Past Participle +........ + if + Subject + had + Past Participle.
কোনো একটি সিস্টেমের আওতায় থাকা অর্থে Under বসে এবং At their best একটি Phrase যার অর্থ তাদের পক্ষে সবচেয়ে ভালো যতটা করা যায়/সম্ভব। বাক্যের অর্থঃ ডাচ কম্পিউটারাইজড নিলামের ক্ষেত্রে আমাদের দেশের পুষ্প শিল্প বিকশিত হয়েছিল যখন তারা তাদের সর্বোচ্চটা দিতে পেরেছিল।
বাক্যটিতে Not only এবং But also বসবে। কারণ প্রথম অংশে বুঝানো হচ্ছে শুধু অন্ধকার Prey (শিকারি) Detect করার জন্য নয় বরং এটি শিকারিকে আঘাতের জন্যও সেই অর্থে 'Not only but also' এই Conjunction টি বসবে।
বাক্যের অর্থঃ বিষধর সাপের মাথার বিশেষ তাপেন্দ্রীয় এটাকে শুধু অন্ধকারে শিকারির উপস্থিতিই জানান দেয় না বরং এটা শিকারের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতেও সাহায্য করে।
বাক্যের প্রথম অংশে 'for' এর পর ''ing' যুক্ত Verb pushing বসবে।
বাক্যের অর্থঃ ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানীরা অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র পরমাণুকে তড়িৎচহম্বুকীয় বল দ্বারা তাড়িত ও দ্রুততর করার জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন।
• বিশ্ব বন্যপ্রাণী তহবিল সংরক্ষণ, গবেষণা এবং পুনরুদ্ধারের বিষয়ে এলাকায় কাজ করা আন্তর্জাতিক পাবলিক সংগঠন। • এটি বিশ্বের বৃহত্তম স্বাধীন পরিবেশ সংস্থা যা বিশ্বব্যাপী ১,৩০০ পরিবেশ সুরক্ষা প্রকল্প সমর্থন করে ১০০ টিরও বেশি দেশে কাজ । • বিশ্ব বন্যপ্রণালী তহবিলের প্রতীক একটি বড় পাণ্ডা ।
প্রশ্নঃ-24 kg একটি Rod কে দুই ভাগে ভাগ করা হল ।Rod এর প্রথম অংশটির ওজন হল 16kg এবং দৈর্ঘ্য হল 34 মিটার ।Rod টির ভাগকৃত অংশগুলো যদি এমন হয় যে ,এর ওজন হবে দৈর্ঘ্যের সমানুপাতিক তবে Rodটি অপর অংশের দৈর্ঘ্য কত ?
শুক্র সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ এবং পৃথিবীর নিকটতম গ্রহ । এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে উতপ্ত গ্রহ ।আয়তনে শুক্র প্রায় পৃথিবীর সমান সূর্য হতে এর দূরত্বে ১০.৮ কোটি কিলোমিটার ।এর ব্যাস ১২,৩৯৭ কিলোমিটার ।এটি পৃথিবীর নিকটতম গ্রহ নৈকট্যের জন্য শুক্রকে আকাশে এক উজ্জ্বল তারকার ন্যায় দেখায় ।ভোর বেলায় এটি শুকতারা এবং এবং সন্ধ্যা বেলায় সন্ধ্যা তারা নামে পরিচিত ।পৃথিবীর এক বছরের শুক্র গ্রহের আকাশে দুই বার সূর্য উঠে এবং দুই বার অস্ত যায় । একে পৃথিবীর জমজ গ্রহ বলা হয় ।
বঙ্গবন্ধু টানেলের (কর্ণফুলি টানেল ) দৈর্ঘ্য ৩.৪০ কিলোমিটার ।উল্লেখ্য ,চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম বঙ্গবন্ধু টানেল ।এই টানেলটি উদ্বোধন করা হয় ২৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে চীনের বাণিজ্য নগরী সাংহাইয়ের 'ওয়ান সিটি টু টাউন ' আদলে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু টানেল ।
বাল্বের ভেতরে যদি বায়ুশূন্য পরিবেশ রাখা হয় তাহলে বাহিরের সাথে ভেতরের চাপের মধ্যে বেশ পার্থক্য হয় ।এটা মাথায় রেখেই বাল্বের ভেতরে এমন কোন গ্যাস রাখা হয় যা ফিলামেন্টের সাথে বিক্রিয়া করবে না উপরন্ত একে পুড়ে যাওয়া থেকে রক্ষা করবে ।এজন্য নিস্ক্রিয় গ্যাসসমূহ অর্থাৎ হিলিয়াম ,নিয়ন ,আর্গন ,ক্রিপটন জেনন ইত্যাদি ব্যবহার করা হয় ।তবে সাধারণ বৈদ্যুতিক বাল্বগুলোতে সাধারণ নাইট্রোজেন ব্যবহার দেখা যায় ।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।