সমন্বিত ৭ ব্যাংক অফিসার (ক্যাশ) - ০২.০৬.২০২৩ (100 টি প্রশ্ন )
(ক) ৮ বিট =১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলোবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট =১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট =১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট =১ ইট্রাবাইট (YB)
Uniform Resource Locator (URL) হচ্ছে Website এর একক ঠিকানা
- Python হলো উচ্চতর স্তরের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
- Python ভাষার আবিষ্কারক গুইডো ভ্যান রসম (নেদারল্যান্ডস)।
- ১৯৮০ সালে এটি আবিষ্কার হলেও ১৯৯১ সালে আনুষ্ঠানিক ঘোষণা আসে এবং ১৯৯৪ সালে বাজারে ছাড়া হয় ।
- Alternative Delivery Channels (ADCs) হলো প্রথাগত ব্যাংকের শাখার বাইরে যে কোন সময় যে কোন জায়গায় যে কোন ভাবে সরাসরি ব্যাংক লেনদেনের বিকল্প পেমেন্ট চ্যানেল।
- ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনাকাটা, মোবাইলে আর্থিক সেবা (এমএফএস), ইন্টারনেট ব্যাংকিং, অ্যাপসে লেনদেন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ইন্টারনেট ব্যাংকিং Alternative Delivery Channels (ADCs) এর অংশ।
- বিকাশ, নগদ, রকেট, মাইক্যাশ প্রভৃতি এমএফএসের কারণে সাধারণ মানুষ ডিজিটাল লেনদেনে দিন দিন অভ্যস্থ হয়ে উঠছে।
- এটি বর্তমানে আর্থিক লেনদেনে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম।
- Utility program হচ্ছে System Software এর একটি প্রকার। কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ, বিভিন্ন প্রকার ভাইরাস থেকে সুরক্ষা, ডেটা ও প্রোগ্রামের ব্যাক আপ কাজের জন্য সুবিধা প্রদানকারী প্রোগ্রামসমূহকে utility software বলে ।
- কয়েকটি Utility program হলোঃ Disk defragmentation, Win-Zip, Avira, Avast, Panda, File Explorer ইত্যাদি।
- একই ভবনের বিভিন্ন তলায়, পাশাপাশি ভবনের বিভিন্ন তলায়, অফিস-আদালত, স্কুল-কলেজ, ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটারগুলোর সংযোগের ফলে যে নেটওয়ার্ক গড়ে উঠেছে তার নাম লোকাল এরিয়া নেটওয়ার্ক art (LAN)।
- ১ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভালো কাজ করে ।
- লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থায় কমিউনিকেশন মিডিয়া হিসেবে সাধারণত ক্যাবল ব্যবহার করা হয়।
- LAN এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802 |
- একটি কমান্ডের মাধ্যমে কম্পিউটার অফ হয়ে আবার অন হওয়াকে রিবুট (Roboot) বলে।
- অর্থাৎ রিস্টার্ট (Restart) হলো রিবুট।
- কম্পিউটার রিবুট ও নতুন প্রোগ্রাম চালু করতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম Ctrl+ Alt+ Delete কমান্ড দিতে হয়।
- Ctrl + Alt + Delete এর অন্য নাম Three Finger Salute।
- এ কী বোর্ডটি উইন্ডোজ নিরাপত্তা ও টাস্ক ম্যানেজারকে তলব করে।
- একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য সহজ নিয়ম হল বড় এবং ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ অক্ষরের সংমিশ্রণ ব্যবহার করা।
- আপনার পাসওয়ার্ড কমপক্ষে ১২টি অক্ষর দীর্ঘ হওয়া উচিত এবং সহজেই অনুমান করা তথ্য যেমন আপনার নাম, জন্মতারিখ বা সাধারণ শব্দ ব্যবহার করা এড়িয়ে চলুন।
- উপরন্তু, আপনার প্রতিটি অ্যাকাউন্টের জন্য একটি ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করা উচিত এবং বিভিন্ন সাইটে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার করা এড়ানো উচিত।
- অপশনের থাকা সবচেয়ে শক্তিশালী পাসওয়ার্ড SAxY59*& । 
- Real Time Gross Settlement (RTGS) একটি নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম।
- এটি এমন একটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম, যেখানে একটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে রিয়েল টাইমে অর্থাৎ সময়ের অপেক্ষা ছাড়া অর্থ স্থানান্তর করা যায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- সিডি-রম কপি করার ক্ষেটড়ে "বার্নিং" বলতে সিডি বার্নার(এটি একটি কম্পিউটার টূলস) ব্যবহার করে একটি ফাঁকা সিডি-রমে ডিজিটাল ডেটা লেখা বা অনুলিপি করার প্রক্রিয়া বোঝায়।
- এই প্রক্রিয়ার মধ্যে একটি লেজার ব্যবহার করে CD-ROM-এ ডেটার একটি ফিজিক্যাল কপি তৈরি করা থাকে যাতে ডিস্কের পৃষ্ঠে ছোট ছোট গর্ত এবং ল্যান্ড খোঁচানো যায়।
- একবার CD-ROM-এ ডেটা বার্ন হয়ে গেলে, এটি একটি CD-ROM ড্রাইভ বা প্লেয়ার দ্বারা পড়া বা অ্যাক্সেস করা যেতে পারে।
- বার্ন করা হল সিডি কপি করার একটি সাধারণ পদ্ধতি এবং প্রায়ই গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ কপি তৈরি করতে বা সফ্টওয়্যার, সঙ্গীত বা অন্যান্য ডিজিটাল সামগ্রী বিতরণ করতে ব্যবহৃত হয়।
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪ঃ

• এপ্রিল ২০২৪ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে। 
প্রতিবেদনে বিশ্ব__ 
• জনসংখ্যা : ৮১১.৯০ কোটি।
• নারী প্রতি প্রজনন : ২.৩ জন ।
• গড় আয়ু পুরুষ : ৭১ বছর ও নারী : ৭৬ বছর।
• নারী প্রতি প্রজনন হার সর্বাধিক : নাইজার (৬.৬ জন) ও সর্বনিম্ন : হংকং (০.৮ জন)। 
• জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : ভারত।
• জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম।

শীর্ষ ১০ জনবহুল দেশঃ
দেশ  ও জনসংখ্যাঃ
১. ভারত - ১৪৪ কোটি ১৭ লাখ।
২. চীন - ১৪২ কোটি ৫২ লাখ। 
৩. যুক্তরাষ্ট্র - ৩৪ কোটি ১৮ লাখ। 
৪. ইন্দোনেশিয়া - ২৭ কোটি ৯৮ লাখ। 
৫. পাকিস্তান - ২৪ কোটি ৫২ লাখ। 
৬. নাইজেরিয়া - ২২ কোটি ৯২ লাখ। 
৭. ব্রাজিল - ২১ কোটি ৭৬ লাখ। 
৮. বাংলাদেশ - ১৭ কোটি ৪৭ লাখ। 
৯. রাশিয়া - ১৪ কোটি ৪০ লাখ। 
১০. ইথিওপিয়া - ১২ কোটি ৯৭ লাখ। 
- এশিয়া আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ।
- এর আয়তন ৪৪, ৫৭৯, ০০০ বর্গ কি.মি এবং স্বাধীন দেশের সংখ্যা ৪৪।
- ইসরাইল, সৌদি আরব ও লেবানন এশিয়া মহাদেশের দেশ।
- আর লিবিয়া উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি রাষ্ট্র।
- এর রাজধানী ত্রিপোলি ।
- জাতীয় স্মৃতিসৌধ (সম্মিলিত প্রয়াস) বাংলাদেশের ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ এর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ১৯৬৬ এর ছয়দফা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৈয়দ মাইনুল হোসেন এটি নির্মাণ করেন।
- এটি ঢাকা শহরের উপকণ্ঠে সাভারের নবীনগরে অবস্থিত।
- এর উচ্চতা ১৫০ ফুট (৪৫.৭২ মিটার)।
- ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন ও ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর হুসেইন মুহাম্মদ এরশাদ উদ্বোধন করেন।
- ইংরেজ ঔপন্যাসিক Charles Dickens এর বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস A Tale of Two Cities.
- ফরাসি বিপ্লবের পটভূমিকায় রচিত এই উপন্যাসের নাম ভূমিকায় লন্ডন ও প্যারিস শহরকে চিত্রায়িত করা হয়েছে।
- বিপ্লবের শুরু ও বিপ্লব চলাকালীন সময়ে মানুষের জীবন ও বাস্তবতাই এখানে ফুটে উঠেছে।
- এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: Sydney Carton, Charles Darnay, Lucie Manette.
তার অন্যান্য উপন্যাসসমূহ-
- Oliver Twist,
- Great Expectations,
- David Copperfield,
- Hard Times etc.
অর্থনৈতিক সমীক্ষা - ২০২৪
• মোট জনসংখ্যা : ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি (শুমারি- ২০২৩ অনুসারে) ।
• জনসংখ্যা বৃদ্ধির হার (২০২৩) : ১.৩৩% ।
• জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) : ১,১৭১ জন।
• গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ- ৭০.৮ ও নারী- ৭৩.৮) ।
• সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৭.৯% (পুরুষ- ৮০.১ % ও নারী- ৭৫.৮%) ।
• মোট জাতীয় আয় : ৩,০৬,১১৪৪ কোটি টাকা ।
• মাথাপিছু আয় : ২,৭৮৪ মার্কিন ডলার ।
• অর্থনীতির মোট খাত: ১৯টি (২০১৫-১৬ ভিত্তিবছর)
• পণ্যভিত্তিক আমদানি ব্যয়: ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার (জুলাই - ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত)
• পণ্যভিত্তিক রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার (জুলাই - ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত)
• মোট রপ্তানি আয় ও ব্যয় : (৩৮.৪৫ ও ৪৪.১১) বিলিয়ন মার্কিন ডলার ।
• মোট প্রবাসী/রেমিট্যান্স আয় : ১৫.০৮ বিলিয়ন মার্কিন ডলার (ফেব্রুয়ারি, ২০২৪)
• বৈদেশি মুদ্রা মজুদ : ৩,৫২,৮৫৮.৩ কোটি টাকা।
• মোট কর্মক্ষম জনশক্তি/শ্রমশক্তি (১৫বছর+) : ৭.৩৫ কোটি (পুরুষ - 8.৮০ ও নারী - ২.৫৫ কোটি) [ শ্রমশক্তি ও কর্মসংস্থান সার্ভে, ২০২৩)
• শিশু মৃত্যুর হার (প্রতি হাজারে) : ২৭ জন (১ বছরের কম) [৫ বছরের কম প্রতি হাজারে ৩৩ জন]
• চালু কমিউনিটি ক্লিনিক : ১৪,২৭৫টি ।
• বিনিয়োগের হার : ৩০.৯৮% [সরকারি - ৭.৪৭%, বেসরকারি - ২৩.৫১%]
• আবিষ্কৃত গ্যাসক্ষেত্র : ২৯টি । [উৎপাদনরত - ২০টি , স্থগিত - ০৫টি ও উৎপাদনে যায়নি - ০৪টি]
• মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা : ৪,৭৮,০০০ কোটি টাকা (GDP'এর ৯.৫১%)
• মোট সরকারি ব্যয় : ৭,১৪,৪১৮ কোটি টাকা ।
• মাথাপিছু জিডিপি : ২,৬৭৫ মার্কিন ডলার বা ২,৯৪,১৯১ টাকা ।
• দারিদ্র্যের হার : ১৮.৭% [খানা আয়-ব্যয় জরিপ,২০২২ অনুসারে]
• চরম দারিদ্র্যের হার : ৫.৬%
• জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৫.৮২% (জিডিপির ১৪.২১%) ।
• জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.০২% [নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫.০০%]
• জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৯৫% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -১৭.০০% ]
জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.০৪% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -৩৮.০০% ]
• মোট ব্যাংক(তফসিলি) : ৬১টি : রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক - ৬টি, বিশেষায়িত ব্যাংক - ৩টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক - ৪৩টি, বৈদেশিক ব্যাংক - ৯টি, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান - ৩৫টি।
• ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি
• জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য : ৩,৯৯১ কি.মি.
রুপিয়া - ইন্দোনেশিয়া, মালদ্বীপ। 
রুপি - পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলংকা, সিচেলিস।

গুরুত্বপূর্ণ কিছু মুদ্রা নামঃ
◊ আফগানিস্তান → আফগানি 
◊ আর্মেনিয়া → আর্মেনিয়ান দ্রাম 
◊ আজারবাইজান → আজারবাইজানি মানাত 
◊ বাহরিন → বাহরিনি দিনার 
◊ থাইল্যান্ড → বাথ
◊ ভুটান → ভুটানিস নেগালট্রাম 
◊ ব্রুনাই → ব্রুনাই ডলার 
◊ কম্বোডিয়া → কম্বোডিয়ান রিয়াল 
◊ ভিয়েতনাম → ডং 
◊ সাইপ্রাস → ইউরো 
◊ হং কং → হং কং ডলার 
◊ ইরান → ইরানিয়ান রিয়াল

- বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)।
- ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 
- এছাড়া শ্রীলংকা ৪ মার্চ, ১৯৭২ এবং পোল্যান্ড ১১ জানুয়ারি, ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি দেয় ।

- চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫। 
- নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২। 

সেনেগাল - ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম ও আফ্রিকান)
ইরাক - ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরব)
মিশর - ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬
ইরান - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
সৌদি আরব - ১৬ আগস্ট, ১৯৭৫
 
 

- কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ ‘রাজবন্দীর জবানবন্দী (০৭/০১/১৯২৩)।
- এটি তিনি জেলে বসে রচনা করেন।
- 'ধূমকেতু' পত্রিকায় 'আনন্দময়ীর আগমনে' কবিতা প্রকাশিত হলে তা নিষিদ্ধ হয় এবং নজরুলকে গ্রেফতার করা হয়।
- হুগলী জেলে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নজরুল অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করেন।
- এ অবস্থায় নজরুলকে রবীন্দ্রনাথ টেলিগ্রাম পাঠান- 'Give up hunger strike, our literature claims you'.
- কিন্তু ঠিকানা না থাকায় জেল কর্তৃপক্ষ সে চিঠি রবীন্দ্রনাথের নিকট ফেরত পাঠায়।
- এ সময়ে রবীন্দ্রনাথ তাঁর ‘বসন্ত' নাটকটি নজরুলকে উৎসর্গ করেন।
- কুমিল্লার বিরজাসুন্দরী দেবীর তিনি ৩৯ দিন পর অনশন ভঙ্গ করেন।
- জেলে থাকা অবস্থায় কর্তৃপক্ষ তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি তা, মাত্র ৪ পৃষ্ঠায় লিখিতভাবে আদালতে উপস্থাপন করেন, এটাকেই বলা হয় ‘রাজবন্দীর জবানবন্দী'।
- এ প্রবন্ধে তিনি নিজেকে ‘বিদ্রোহী কবি হিসেবে উল্লেখ করেন।
- Deoxyribonucleic Acid (DNA) ক্রোমোজোমের প্রধান উপাদান।
- DNA এর অংশবিশেষ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক, যাকে জিন বলা হয়।
- RNA জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে DNA-কে সাহায্য করে।
- ক্রোমোজোম DNA এবং RNA-কে বাহক হিসেবে ধারণ করে।
- ক্রোমোজোম DNA, RNA-কে সরাসরি বহন করে পিতা-মাতা থেকে তাদের পরবর্তী বংশধরের মাঝে নিয়ে যায়।
- কোষ বিভাজনের মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে বংশগতির এ ধারা অব্যাহত থাকে।
- এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- চীনের কেন্দ্রীয় ব্যাংকের নাম The People's Bank of China।
- এর মালিকানা চীনা প্রজাতন্ত্রের স্টেট কাউন্সিল।
- এটি ১ ডিসেম্বর, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় বেইজিং এ অবস্থিত ।
- ইন্দ্রমিট গিল বিশ্বব্যাংক গ্রুপের প্রধান অর্থনীতিবিদ এবং উন্নয়ন অর্থনীতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
- 1 সেপ্টেম্বর, 2022-এ এই অবস্থান শুরু করার আগে, গিল বিশ্বব্যাংকের ন্যায়সঙ্গত বৃদ্ধি, অর্থ এবং প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, যেখানে তিনি 2020 সাল থেকে উন্নয়নশীল অর্থনীতিতে আঘাত হানার অসাধারণ সিরিজের ধাক্কাগুলির জন্য ব্যাঙ্কের প্রতিক্রিয়া গঠনে সহায়তা করেছিলেন।
- 2016-এর মধ্যে এবং 2021, তিনি ডিউক ইউনিভার্সিটির পাবলিক পলিসির অধ্যাপক এবং ব্রুকিংস ইনস্টিটিউশনের গ্লোবাল ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের অনাবাসিক সিনিয়র ফেলো ছিলেন।
- গিল অর্থনৈতিক ভূগোলের উপর বিশ্বব্যাংকের প্রভাবশালী 2009 বিশ্ব উন্নয়ন প্রতিবেদনের নেতৃত্ব দেন।
গুরুত্বপূর্ণ কিছু দিবসঃ
- বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল
- অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল
- আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে
- বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে
- রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে
- বিশ্ব পরিবেশ দিবস : ৫জুন
- বিশ্ব নারী দিবস : ৮ মার্চ
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ।
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ
- আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ
- আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ
- বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল
- বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন
- আন্তর্জাতিক ডিম দিবস : অক্টোবর মাসের ২য় শুক্রবার
- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর
- আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
- বিশ্ব ধূমপান বর্জন দিবস : ৩১ মে
- বিশ্ব মাদক বিরোধী দিবস : ২৬ জুন
বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- বিশ্ব সাক্ষরতা দিবস : ৮ সেপ্ট
- জাতীয় ইনকাম ট্যাক্স দিবস : ১৫ সেপ্টম্বর
- জাতীয় ট্যাক্স দিবস : ৩০ নভেম্বর
- জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস : ১২ ডিসেম্বর
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্ট
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
- The International Day of Forests : 21 March
- বিশ্ব খাদ্য দিবস : ১৬ অক্টোবর
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস : ১০ ডিসেম্বর
- জাতীয় VAT দিবস : ১০ ডিসেম্বর
আমরা জানি, ১ সেন্টিমিটার = ১০ মিলিমিটার । 
- ‘চোলুলার গ্রেট পিরামিড পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড।
- এটি মেক্সিকোতে অবস্থিত।
- এর উচ্চতা ২১৭ ফুট।
- এর আয়তন ১৫৭ মিলিয়ন ঘনফুট।
- আজটেকদের তত্ত্বাবধানে আনুমানিক ৩০০ থেকে ৭০০ খ্রিস্টাব্দের মধ্যে এটি তৈরি করা হয়।
- আর উচ্চতা অনুসারে বিশ্বের বড় পিরামিড মিশরের গিজার পিরামিড। এর উচ্চতা ৪৮১ ফুট।
- নিঝুম দ্বীপের পূর্ব নাম চর ওসমান, বাউলার চর ও ইছামতির চর।
- এটি বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত একটি দ্বীপ।
- দ্বীপটি মেঘনা নদীর মোঘনায় বঙ্গোপসাগরে অবস্থিত।
- এর আয়তন প্রায় ৯১ বর্গ কি.মি.।
- বাংলাদেশ প্রবেশ করেছে ই-পাসপোর্টের যুগে।
- বিশ্বের ১১৯তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম কোনো দেশ হিসেবে ২০১৯ সালে বাংলাদেশ ই-পাসপোর্ট যুগে প্রবেশ করলো।
- ১৯৯৮ সালে বিশ্বে প্রথম ই পাসপোর্ট চালু করে মালয়োশিয়া।

উল্লেখ্য,
- বাংলাদেশ ৩৩ তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ
- আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারে - ১৩তম
- মেট্রো রেলে ৬০ তম
- স্যাটেলাইটে ৫৭ তম
- সাবমেরিনে ৪১ তম।
- বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া - ভাঙ্গা এক্সপ্রেসওয়ে।
- এর নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালে এবং শেষ হয় ২০২০ সালে।
- এর দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার।
- Executive Committee of the National Economic Council (ECNEC) হলো বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অধীন একটি নির্বাহী কমিটি।
- ১৯৮২ সালে ECNEC গঠিত হয়।
- এটি বড় উন্নয়ন প্রকল্পের যাচাই-বাছাই (২৫ লাখ টাকার উপরে প্রকল্প হলে), নীতিমালা প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন প্রদান করে।
- একনেক কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী এবং তার অনুপস্থিতিতে সভায় বিকল্প চেয়ারম্যান থাকবেন অর্থমন্ত্রী।
- দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র বাগেরহাট জেলার মংলা বন্দর এলাকায় অবস্থিত।
- এটি ২০১৯ সালে নির্মাণ করা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- সুন্দরবন (বাদাবন) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ।
- বাংলাদেশ ও ভারতে বিস্তৃত সুন্দরবনের মোট আয়তন ১০০০০ বর্গ কি. মি.।
- সুন্দরবনের মোট আয়তনের ৬২% বাংলাদেশে অবস্থিত।
- এটি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলায় অবস্থিত।
- সুন্দরবনকে ২১ মে, ১৯৯২ সালে 'রামসার সাইট' ও ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কো 'বিশ্ব ঐতিহ্য' স্থান হিসেবে (৭৯৮তম) ঘোষণা করেন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0