Shajalal Islami Bank Ltd. - Trainee Officer (Cash) - 2016 (34 টি প্রশ্ন )

Solution: 

   Seema  -> Rani  -> Rita  -> Mary. 

  Left ............................... Right. 

 এখানে, সবার Left এ Seema'র পরে Rani. তাই উত্তর a) Rani. 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, CIRCLE যদি RICELC এর মতো হয় তবে SQUARE মতো নিচের কোনটি হবে ? 

প্রশ্নে দেয়া আছে, CIRCLE এবং RICELC 

অর্থাৎ 6 টি অক্ষর আছে । প্রথম 3 টি অক্ষরের মধ্যে দ্বিতীয় অক্ষর থাকছে, বাকি প্রথম ও তৃতীয় অক্ষরদ্বয় স্থান 

পরিবর্তন করছে । সেই রকম করে পরবর্তী 3 টি অক্ষরের ক্ষেত্রেও মাঝখানেরটা থাকছে এবং প্রথম ও তৃতীয় অক্ষরদ্বয় 

স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে । সেই হিসেবে SQUARE হবে UQSERA. 

shortcut: CIRCLE = RICELC 

             এখানে, CIRCLE শব্দটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে CIR এবং CLE. 

            এরপর CIR কে উল্টিয়ে RIC এবং CLE কে ELC উল্টিয়ে পরবর্তী শব্দটি 

           গঠিত হয়েছে । 

            SQUARE = SQU + ARE 

                         = UQS + ERA 

                         = UQSERA.  


Solution: 

 CORNER -> GSVRIV, এখানে C এর তিনটি অক্ষর (D, E, F) এরপরে G আছে । O এর তিনটি 

অক্ষর (P, Q, R) পরে আছে, S. তাই AFRICA এর অক্ষরগুলো থেকে তিনটি অক্ষর পরে যে অক্ষর হবে 

সেগুলো বের করলেই উত্তর হবে । তাই AFRICA এর তিনটি অক্ষর পরের অক্ষর হবে b) EJVMGE. 


Solution: 

ইংরেজি প্রতিটি Alphabet এর মান সমান 2 ধরা হয়েছে । তাই এখানে, Z = 52 এবং ACT = 2+6 + 40 = 48

অর্থাৎ A = 2, C = 6, T = 40 [ কারণ, T হচ্ছে 20 তম Alphabet ] 

এবং Z = 52. [ কারণ, Z হচ্ছে 26 তম Alphabet ] 

তাই BAT = 4 + 2 + 40 = 46. 


Solution: 

 প্রথম সারিতে 27 + 22 + 1 = 50, দ্বিতীয় সারিতে 13 + 12 + 1 = 26. 

   তৃতীয় সারিতে হবে 9 + 2 + 1 = 12. 


Solution: 

"PARAPHERNALIA" শব্দটি মধ্যে S নেই । প্রদত্ত অপশনগুলোর মধ্যে b) PRAISE -> S 

থাকাতে এই শব্দটি তৈরী করা যাবে না । তাই সঠিক উত্তর b) PRAISE. 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, ধারাটির পরবর্তী দুটি সংখ্যা কি কি ? 

প্রথম সংখ্যার 3 গুণ হবে তৃতীয় সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা হতে চতুর্থ সংখ্যা 2 কম হবে । 

  যেমনঃ  

 2 \( \times \) 3 

 = 6 

 9 - 2 

 = 7 

 6 \( \times \) 3 

 = 18 

 7 - 2 

 = 5 

  18 \( \times \) 3 = 54 এবং 5 - 2 = 3  


Solution: 

 অনুবাদঃ যদি সেলিনার বেতন সালমার বেতন থেকে ২৫% বেশি হয়, তবে সালমার বেতন

সেলিনার বেতন থেকে শতকরা কত কম ?  

Shortcut: দুইজন ব্যক্তির একজনের বেতন অপরজন হতে একটি নির্দিষ্ট Percentage পরিমাণ বেশি হলে 

 অপরজনের বেতন উল্লিখিত ব্যক্তির বেতন অপেক্ষা কত Percent কম যেটা নির্ণয়ের নিম্নোক্ত 

সূত্রটি মনে রাখুনঃ 

 Sauna'র বেতন Salina'র বেতন অপেক্ষা কম = \((\frac{r}{{100 + r}} \times 100)\% \)     [এখানে r = প্রদত্ত শতকরা পরিমাণ ] 

                                                          = \((\frac{{25}}{{100 + 25}} \times 100) = 20\% \) 


Solution: 

 অনুবাদঃ ১২ ফুট লম্বা ও ৪২ ফুট চওড়া/ প্রস্থ বিশিষ্ট একটি মাঠের প্রতি গজে ১০ টাকা হিসাবে বেড়া দিতে কত খরচ হবে ?  

 দেয়া আছে, মাঠের দৈর্ঘ্য = 12 feet 

  এবং প্রস্থ = 42 feet 

 অতএব, মাঠটির পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) একক 

                                 = 2(12 + 42) feet 

                                 = 2 \( \times \) 54 = 108 feet 

                                 = 108/3 = 36 yard 

 এখন 1 yard মাঠ বেড়া দিতে খরচ হয় = 10 টাকা 

  36 yard মাঠ বেড়া দিয়ে খরচ হয় = 10 \( \times \) 36 = 360 টাকা 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, 4 জন ছাত্র যাদের বয়স 11, 9, 7 এবং 4 বছর, তারা কিছু পরিমাণ টাকা তাদের বয়সের অনুপাত 

অনুযায়ী ভাগ করে নেয় । সে সবচেয়ে ছোট, সে যদি 1,200 টাকা পায়,তবে মোট টাকার পরিমাণ কত ? 

 তাদের বয়সের অনুপাত = 11 : 9 : 7 : 4 

 তাদের বয়সের অনুপাতের যোগফল = 11 + 9 + 7 + 4 = 31 

  এখন, ধরি তারা যথাক্রমে 11x, 9x, 7x এবং 4x টাকা পায় । 

 প্রশ্নমতে, 4x = 1200        x = 300 

 অপর ৩জন পাবে, 11x = 11 \( \times \) 300 = 3,300 টাকা 

                         9x = 9 \( \times \) 300 = 2,700 টাকা 

                         7x = 7 \( \times \) 300 = 2,100 টাকা 

   মোট টাকার পরিমাণ = 3,300 + 2,700 + 2,100 + 1,200 = 9,300 টাকা 

          Alternative Solution: 

     মনে করি, টাকার পরিমাণ x 

     অনুপাতের যোগফল = 31 

   প্রশ্নমতে, \(\frac{{4 \times x}}{{31}}\) = 1,200 

     => 4x = 1,200 \( \times \) 31 

         x = \(\frac{{1200 \times 31}}{4}\) = 9,300 টাকা 


Solution: 

 দেয়া আছে, x + y = 1 .............(1) 

               y + z = -1 .............(2) 

              z + x = 2 ...............(3) 

 (1) নং সমীকরণ হতে (2) ও (3) নং সমীকরণ বিয়োগ করি 

        x + y - y - z - z - x = 1 + 1 - 2 

=>  -2x = 0    z = 0 

    z এর মান (2) নং সমীকরণে বসাই 

  y + z = -1   => y + 0 = -1           y = -1 

 এখন y এর মান (1) নং সমীকরণে বসাই, 

      x + y = 1      => x - 1 = 1         => x = 1 + 1 

=> x = 2            x = 2 

  অতএব, x - y - z = 2 - (-1) - 0 

                         = 2 + 1 = 3  


Solution: 

 অনুবাদঃ প্রতি ১০ বছরে কিছু পরিমাণ টাকা দ্বিগুণ হয় । সরল সুদের মুনাফার হার কত ? 

 ধরি, আসল 100 টাকা 

 10 বছরে সুদাসলে দ্বিগুণ হলে সুদাসল হয় = 100 \( \times \) 2 = 200 টাকা 

   10 বছরে সুদ হয় = 200 - 100 = 100 টাকা 

  অর্থাৎ 100 টাকার 10 বছরের সুদ = 100 টাকা 

   1 টাকার 1 বছরের সুদ = \(\frac{{100}}{{100 \times 10}}\) টাকা 

   100 টাকার 1 বছরের সুদ = \(\frac{{100 \times 100}}{{100 \times 10}}\) = 10 টাকা 



Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, 45 হতে 72 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে ? 

 45 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 47, 53, 59, 61, 71. অর্থাৎ মোট 

6 টি মৌলিক সংখ্যা রয়েছে । 


Solution: 

 Differ এরপরে Appropriate preposition হিসেবে to না বসে From ব্যবহৃত হয় । তাই 

সঠিক উত্তর b). 


Solution: 

 Divided এরপরে Appropriate preposition হিসেবে to না বসে Into ব্যবহৃত হয় । তাই সঠিক 

 উত্তর a). 


Solution: 

Different না হয়ে Difference হবে । তাই সঠিক উত্তর  a). 


Influence না হয়ে Influencial /Influenced হবে ।
- কারণ, Influence হচ্ছে Noun কিন্তু Influencial হচ্ছে Adjective. আর আমরা জানি, The most বসবে Adjective এর পূর্বে ।
- তাই সঠিক উত্তর  c). 


- এটি একটি conditional sentence (শর্তসূচক বাক্য)। "If" দিয়ে শুরু হওয়া clause-এ একটি সম্পূর্ণ verb প্রয়োজন।
- এখানে "thrown" একটি past participle, কিন্তু auxiliary verb (is/was) নেই।
- Thrown এর পূর্বে সাহায্যকারী Verb হিসেবে is বসবে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 Intrepid - অকুতোভয়; শঙ্কাহীন । Bold - সাহসী; দুর্দান্ত । 

 Timid - ভীরু; লাজুক; মুখচোরা । Vigorous - বলিষ্ঠ । Coy - লাজুক; অতি-বিনয়ী । 


COMPLACENT শব্দের অর্থ হলো – নিজে সন্তুষ্ট বা স্বার্থে তৃপ্ত থাকা, যা অন্যদের বা সমস্যার প্রতি উদাসীন থাকতে পারে।

সঠিক উত্তর: A) self-satisfied

অন্য অপশনগুলো ভুল:
pessimistic → নেতিবাচক দৃষ্টিভঙ্গি
ecstatic → অত্যন্ত খুশি
tolerable → সহনীয়। 

Solution: 

 Hazardous - ঝুঁকিপূর্ণ । Haphazard - বিশৃঙ্খল ; পরিকল্পনাহীন; এলোমেলো । 

 Horrible - বীভৎস; ভয়ানক; ভয়াবহ । Dangerous - বিপদজ্জনক; ঝুঁকিপূর্ণ ।  


Solution: 

 Rigorous - কঠোর; প্রচণ্ড; তীব্র (আচরণ সম্পর্কিত) । Violent - প্রচণ্ড; হিংস্র (আচরণ সম্পর্কিত) । 

 Severe - কড়া; কঠোর; তীব্র; প্রবল (এটা প্রায়শই আবহাওয়া; রোগ ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয় ) । 


Solution: 

 Tire of - ক্লান্ত হওয়া । 

 বাক্যের অর্থঃ সে হেঁটে হেঁটে ক্লান্ত হয়েছেন । 


Solution: 

পায়ে হেঁটে আসলে 'Come on' Phrase টি ব্যবহৃত হয় । আর নৌকা, ট্রেন, বাস বা অন্য কোনো উপায়ে আসলে 'Come by' phrase 

টি ব্যবহৃত হয় । 

বাক্যের অর্থঃ আপনি কি ট্রেনে এসেছেন ? 


Solution: 

 Die by - দুর্ঘটনায় মারা যাওয়া । Die from - অতি ভোজনে মারা যাওয়া 

Die of - রোগে মারা যাওয়া । 

বাক্যের অর্থঃ বিভিন্ন দুর্ঘটনায় সৈন্যগণ মারা গিয়েছে । 


Solution: 

 Cure somebody of something -(রোগ, শোক ইত্যাদি হতে) মুক্তি লাভ করা । 

 বাক্যের অর্থঃ সে রোগ হতে মুক্তি লাভ করেছিল । 


Solution: 

 Shout out - চিৎকার করা; চেঁচামেচি করা । Shout of - চেঁচামেচি; উচ্চরব; আহবান । 

Shout down - চিৎকার করে কথা শুনতে না দেওয়া । Shout at - রাগান্বিত হয়ে চিৎকার করা । 

আপনি জানেন, Shout at তখনই ব্যবহৃত হয়, যখন আমরা Angry হই, আর Shout to তখনই বসে 

যখন আমরা কাউকে কথার মাধ্যমে কিছু শোনাতে চাই । যেহেতু উপরের বাক্যে রাগান্বিত হওয়া বুঝাচ্ছে, 

তাই Shout at হবে । এ কারণে উত্তর d). 

বাক্যের অর্থঃ আমার সাথে চিৎকার-চেঁচামেচি করো না । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, লেখকের কাল্পনিক নাম ব্যবহার করাকে কি বলে ? 

 Taciturn - অল্পভাষী । Pseudonym - ছদ্মনাম । Anonym - নামহীন । 

Taboo - (কোনো কোন ধর্ম বা জন্মগোষ্ঠীর মধ্যে ) নিষিদ্ধ বলে বিবেচিত এমন কিছু 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0