Modhumoti Bank Ltd. - Probationary Officer - 2017 (44 টি প্রশ্ন )

Solution: 

২০১৭ সালের ১৫-১৯শে মার্চ কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচে বাংলাদেশ ৪ 

উইকেটে জয়লাভ করে । এ ম্যাচের দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল জয়সূচক ৮২ রান করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন । 


এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB- Asian Infrastructure Investment Bank) গঠনে চুক্তি স্বাক্ষরিত হয় ২৪ অক্টোবর, ২০১৪ সালে,
- প্রতিষ্ঠা লাভ করে ২৫ ডিসেম্বর ২০১৫ সালে এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৬ জানুয়ারি ২০১৬ সালে।
- এটি গঠনে উদ্যোক্তা দেশ চীন।
- সংস্থাটির সদরদপ্তর অবস্থিত চীনের বেইজিংয়ে।
- এর বর্তমান কার্যকরী সদস্য ১০৬ টি। । Non-regional দেশও এর সদস্য হতে পারে। জাপান, কানাডা ও যুক্তরাষ্ট্র কখনও এর সদস্য হবে না।
- সর্বশেষ সদস্যঃ মৌরিতানিয়া, জানুয়ারি ৯, ২০২৩

Solution: 

 2017 সালের 1-5 এপ্রিল Inter Parliamentary Union (IPU) এর Conference অনুষ্ঠিত হয় ঢাকায় । এটি ছিলো 

১৩৬তম IPU conference. 


Solution: 

Human Development Index '2016 এ 0.579 পয়েন্ট পেয়ে বাংলাদেশ 139 তম স্থান দখল করে । 


Solution: 

২০১৬ সালের ২৩শে জুন EU-এ থাকা না থাকা নিয়ে আয়োজিত গণভোট না থাকা বা BREXIT -এ পক্ষে জনগণ রায় 

দেয় । এই বিল নিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে পার্লামেন্টে একাধিকবার হোঁচট খেলেও শেষ পর্যন্ত কোনো প্রকার সংশোধনী 

ছাড়াই ২০১৭ সালের ১৩ই মার্চ BREXIT bill পার্লামেন্টে চূড়ান্তভাবে পাস হয় । 


Solution: 

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক মুদ্রা ছাপানো এবং তা প্রচলনের মাধ্যমে অর্থ বাজারকে নিয়ন্ত্রণ করে থাকে । 

মুদ্রাস্ফীতি কমাতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক টাকার সরবরাহ কমিয়ে দেয় । আর মুদ্রাস্ফীতি বাড়াতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক 

টাকার সরবরাহ বাড়িয়ে দেয় । 


Solution: 

Shortcut:  

 4 \( \times \) 6 = 24 \( \div \) 3 = 8 

 2 \( \times \) 8 = 16 \( \div \) 4 = 4 

 তেমনি 6 \( \times \) 5 = 30  3 = 10

 তাই সঠিক উত্তর অপশন d) এর 3. 

  এখানে, তয় রাশি = প্রথম রাশি \( \times \) দ্বিতীয় রাশি/ চতুর্থ রাশি = 6 \( \times \) 5/10 = 3  


Solution:  

 P   R    I    V    A    T    E 
 1   2   3   4    5    6    7  

 

 R   I    S    K  
 2    3    9    8 

 

 T    R   I    V    E    T    S 
 6   2   3   4   7   6   9 

Solution: 

ধারাটির বৈশিষ্ট্য হলো দ্বিতীয় সংখ্যাটি হলো প্রথম সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 1 বেশি । 

তাই পরবর্তী সংখ্যা = (63 \( \times \) 2) + 1 = 126 + 1 = 127.  


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

অনুবাদঃ 6 জন ব্যক্তি একটি বৃত্তের উপর দাঁড়িয়ে আছে । F ও C এর মধ্যে আছে B, E ও D এর মধ্যে আছে A এবং F 

এর D ঠিক বামেই আছে । তাহলে A ও F এই দুই জনের মধ্যে কে আছে ? 

এই প্রশ্নে সমাধানের জন্য একটি বৃত্ত আঁকতে হবে, তারপর শর্তানুযায়ী সাজাতে হবে । 

 

   দেখা যাচ্ছে A ও F এই দুইজনের মধ্যে D রয়েছে, তাই সঠিক উত্তর d). 


Passage :

When they hold a meeting seven company executives - T, U, V, W, X, Y and Z - sit at a rectangular table. Three executives sit along one side of the table, and three sit along the other side, each directly opposite one of the other three. The seventh sits at the head of the table; There is no seat at the foot of the table. U always sits in one of the two seats farthest from the head of the table. Y and V always sit next to each other. V never sits next to Z. If does not sit at the head of the table, W sits there. 

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, T এবং U যদি X এর দুইপাশে বসে, তবে X এর ঠিক সরাসরি বিপরীত পাশে কোন Executive বসবে ? 

 এই দুইভাবে U এবং T কে X এর দুইপাশে রেখে সাজানো যেতে পারে এবং উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে, X এর বিপরীত পাশে অবশ্যই হয়

Y অথবা V থাকবে । 


Solution: 

বলা হচ্ছে যে, Z, X এর সোজাসুজি বিপরীত পাশে বসলে, নিচের কোন Executive অবশ্যই U এর পাশে বসবে ? 

Z, X এর মাঝখানে দেয়া যাবে না, কারণ তাতে 2. নং শর্ত ভঙ্গ হয় । তাই নিচের মতো করে U এর পাশে T বসবে । 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, T যদি Z এর সোজাসুজি বিপরীত পাশে বসে এবং V এর পাশে বসে তবে কোন Executive কে 

অবশ্যই U এর বিপরীত পাশে বসতে হবে ? 

Z, T কে মাঝখানে দিলে Y <-> শর্ত ভঙ্গ হয় । তাই W কে Head করে 2. নং শর্তানুযায়ী Y <-> V বসিয়ে Y কে 

নিচের মতো করে U এর বিপরীত পাশেই রাখতে হবে । 


Solution: 

এখানে বলা হচ্ছে, W, T এর সোজাসুজি বিপরীত পাশে বসলে X নিচের কোন Executive এর পাশে বসবে ? 

W, T কে মাঝখানে দেয়া যাবে না, কারণ এতে Y <-> V শর্তটি ঠিক রাখা যায় না । কাজেই U এর পাশে X বসতে 

পারে । 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, এক ব্যক্তি 5,000 টাকা X, Y এবং Z তিন সন্তানের মধ্যে এমনভাবে ভাগ করলে যাতে X টাকা 

পেলে Y এবং Z যথাক্রমে 1.5 এবং 2.5 টাকা পায় । Y কত টাকা পেলো তা বের করতে হবে ? 

  X : Y : Z = 1.0 : 2.5 = 2 : 3 : 5 

  অনুপাতের যোগফল = 2 + 3 + 5 = 10 

    Y পেল = 500 \( \times \frac{3}{{10}}\) = 1,500 টাকা 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, একটি Ferry বোঝাই অবস্থার চেয়ে খালি অবস্থায় দ্বিগুণ গতিতে চলে । Ferry টি বোঝাই অবস্থায় 20 মাইল চলে । 

এ সময় মাল খালাস করতে 1 ঘন্টা ব্যয় হয় এবং মূল বন্দরে খালি অবস্থায় ফিলে আসে । যদি পুরো যাত্রায় 11 ঘন্টা সময় লাগে তবে খালি অবস্থায় 

Ferry টির গতিবেগ কত ? 

ধরি, Ferry টির মাল বোঝাই অবস্থায়ও গতিবেগ ছিলো = x মাইল/ঘন্টা 

Ferry টির খালি অবস্থায়ও গতিবেগ = 2x মাইল/ঘন্টা 

মালখালাস করতে 1 ঘন্টা লাগায় সময় বাকি থাকে = 11 - 1 = 10 ঘন্টা 

20 মাইল যেতে সময় লাগে = 20/x ঘন্টা এবং 20 মাইল ফিরে আসতে সময় লাগে = 20/2x ঘন্টা 

   প্রশ্নমতে, \(\frac{{20}}{x} + \frac{{20}}{{2x}}\) = 10 

         => \(\frac{{40 + 20}}{{2x}} = 10\) 

         => 20x = 60 

                x = 3 

       Ferry টির খালি অবস্থায় ঘন্টায় গতি = 2x = 2 \( \times \) 3 = 6 মাইল । 


Solution: 

 যদি \(\frac{3}{x} = 2\) এবং \(\frac{y}{4} = 3\) হয় তবে \(\frac{{3 + y}}{{x + 4}}\) = কত ? 

 দেয়া আছে, \(\frac{3}{x} = 2\) 

     => 2x = 3 

           x = \(\frac{3}{2}\) 

      আবার,  \(\frac{y}{4} = 3\)     y = 12 

     প্রদত্তরাশিমালা = \(\frac{{3 + y}}{{4 + x}} = \frac{{3 + 12}}{{4 + \frac{3}{2}}} = \frac{{15}}{{\frac{{8 + 3}}{2}}} = \frac{{15}}{{\frac{{11}}{2}}} = 15 \times \frac{2}{{11}} = \frac{{30}}{{11}}\) 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, X এবং Y পরস্পর থেকে 50 গজ দূরে উত্তর-দক্ষিণ দিক করে দাঁড়িয়ে আছে । X পশ্চিম দিকে 65 

গজ এবং Y এর পূর্বদিকে 55 গজ গিয়ে উভয়েই থেমে গেলা । এখন দুইজনের মধ্যে সরাসরি দূরত্ব কত গজ ? 

পীথাগোরাসের সূত্র অনুযায়ী, AB = AC + BC 

এখানে, BC = BY + CY 

              = 55 + 65 = 120 গজ 

    AB = 50 + 120 

         =  2500 + 14400 = 16900 

  => AB = \(\sqrt {16900} \) = 130 গজ 

Shortcut: (5, 12, 13) সূত্রমতে, প্রথম দুটি 50 এবং 120 হওয়ায় শেষেরটি অর্থাৎ অতিভূজ 130 হবে । 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, a, b এবং c ধ্রুবক সংখ্যা হয়, a > b > c এবং x - x = ( x - a) (x - b) (x - c) সকল x সংখ্যার 

জন্য b এর মান কত ? 

প্রথমেই  x - x = ( x - a) (x - b) (x - c) বলে x - x রাশিটিকে ৩টি Factor এ ভাগ করতে হবে নিচের মতো করে ? 

   x - x = x (x - 1) 

             = X[(X) - (1) ]  

            = x (x + 1) (x - 1) 

    এটাকে আপনি সমীকরণ হিসেবে কল্পনা করলে অর্থাৎ x - x = 0 

   => x(x+1) (x - 1) = 0 ধরলে x = 0, -1, +1 পাবেন । 

      যেহেতু, a > b > c তাই 1 > 0 > -1 হবে । 

     অর্থাৎ b এর মান হবে 0. তাই উত্তর হবে অপশন c) এর 0.  


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution:

প্রশ্নে বলা হচ্ছে যে, Salem রবিবার ছাড়া অন্য দিনগুলোতে প্রতি ঘন্টায় 8.50 আয় করে এবং রবিবার অন্যান্য দিনগুলোর চাইতে ঘন্টা প্রতি দ্বিগুণ আয় হয় । গত সপ্তাহে সে রবিবারের 8 ঘন্টাসহ 40 ঘন্টা কাজ করলে তার কত টাকা আয় হয়েছিল ? 

Kalam রবিয়ার ছাড়া সপ্তাহে কাজ করে = 40 - 8 = 32 ঘন্টা

সে রবিবার ঘন্টা প্রতি আয় করে = 8.5 \( \times \) 2 = 17 টাকা  

সে গত সপ্তাহে রবিবারে আয় করে = 17 \( \times \) 8 = 136 টাকা 

সে গত সপ্তাহে রবিবার ছাড়া আয় করে = 8.50 \( \times \) 32 = 272 টাকা

সে গত সপ্তাহে আয় করে = 272 + 136 = 408 টাকা 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, যদি একটি আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ ২০% বৃদ্ধি পায় তাহলে আয়তাক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পায় ? 

ধরি, আয়তাক্ষেত্রের প্রস্থ = x; আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য = y    আয়তাক্ষেত্রের ক্ষেত্রফল = xy 

 20% বৃদ্ধির পর 

আয়তাক্ষেত্রের প্রস্থ x + x এর 20% = x + ২০x/১০০ = ১২০x/১০০ 

আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য y + y এর 20% = y + ২০y/১০০ = ১২০y/১০০ 

নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ১২০x/১০০ \( \times \) ১২০y/১০০ = ১৪৪০০xy/১০০০০ বর্গএকক 

ক্ষেত্রফল বাড়ে = ১৪৪০০xy/১০০০০ - xy = ১৪৪০০xy - ১০০০০ xy/১০০০০ = ৪৪০০xy/১০০০০ 

ক্ষেত্রফল xy বর্গ এককে বৃদ্ধি পায় = ৪৪০০xy/১০০০০ বর্গ একক 

 ১০০ বর্গ এককে বৃদ্ধি পায় = ৪৪০০xy \( \times \) ১০০/১০০০০ \( \times \)xy = ৪৪ বর্গ একক । 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, গত বছর একটি কোম্পানির অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব এসেছে 97% এবং বাকি রাজস্বের মধ্যে 

450,000 টাকা রাজস্ব এসেছে বিদেশী উৎস থেকে । কোম্পানির মোট রাজস্ব কত ? 

বাকি রাজস্ব = (100 - 97)% = 3% 

 প্রশ্নমতে, 3% = 450,000 Tk. 

              1% = \(\frac{{450000}}{3}\) Tk. 

              100% = \(\frac{{450000 \times 100}}{3}\) = 15,000,000 Tk. 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, \(\frac{{17}}{{24}},\frac{1}{2},\frac{3}{8},\frac{3}{4}\) এবং \(\frac{9}{{16}}\) কে বড় থেকে ছোট আকারে সাজালে মাঝখানে কোন ভগ্নাংশটি থাকবে ? 

ভগ্নাংশগুলোর হর 24, 2, 8, 4, 16 এর ল.সা.গু. = 48 

এখানে, 48 \( \div \) 24 = 2 বলে \(\frac{{17}}{{24}}\) ভগ্নাংশের লব ও হরকে 2 দ্বারা গুণ করার মাধ্যমে হরকে 48 করতে হবে । 

\(\frac{{17}}{{24}} = \frac{{17 \times 2}}{{24 \times 2}} = \frac{{34}}{{48}}\)  \(\frac{1}{2} = \frac{{1 \times 24}}{{2 \times 24}} = \frac{{24}}{{48}}\)\(\frac{3}{8} = \frac{{3 \times 6}}{{8 \times 6}} = \frac{{18}}{{48}}\) \(\frac{3}{4} = \frac{{3 \times 12}}{{4 \times 12}} = \frac{{36}}{{48}}\)  \(\frac{9}{{16}} = \frac{{9 \times 3}}{{16 \times 3}} = \frac{{27}}{{48}}\)

যেহেতু 36 > 34 > 27 > 24 > 18.  তাই \(\frac{{36}}{{48}} > \frac{{34}}{{48}} > \frac{{27}}{{48}} > \frac{{24}}{{48}} > \frac{{18}}{{48}}\) অর্থাৎ মাঝখানের সংখ্যাটি হবে \(\frac{9}{{16}}\). 


Solution: 

 যদি ধনাত্মকপূর্ণ সংখ্যা x এবং y উভয়েই বিজোড় না হয়, তবে কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে ? 

 ধরি,           a) xy         b) x + y        c) x - y          d) x + y - 1      
 x = 4 ও y = 3      12 = জোড়       7 = বিজোড়        1 = বিজোড়        6 = জোড় 
 x = 2 ও y = 4     8 = জোড়         বিজোড় বলে হিসাবে দরকার নেই           7 = বিজোড় 

 তাই উভয় ক্ষেত্রে দেখলাম যে, শুধুমাত্র অপশন a) এর xy ই হতে পারে Must be even. 


Solution: 

বাক্যের অর্থঃ একটি বাঘিনী বাচ্চা উৎপাদনের উদ্দেশ্যে যৌনক্রিয়ায় মিলিত হওয়ার জন্য গাছে আঁচড় দেয়া ও 

গায়ের গন্ধ ছড়ানোর মাধ্যমে এই সংকেত প্রদান করে । 


Solution: 

Modal auxiliary এরপরে Verb এর Present form বসে বলে a), b) এবং c) উত্তর হবে না । তাই উত্তর d). 

বাক্যের অর্থঃ খুচরা দোকানগুলো খরিদারেরা পণ্যগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারে এবং বিভিন্ন পণ্যের সাথে 

তুলনা করতে পারে । 


Solution: 

বাক্যের অর্থঃ কলেজের ভালো ইতিহাস বইতে এমন কিছু থাকে যা সম্পর্কে শিক্ষার্থীদের জানা উচিৎ । 


Solution: 

বাক্যের অর্থঃ যদি সকলেই একই রকমের চা পছন্দ করে, তবে সেখানে এক প্রকারের চা-ই থাকবে । 


Solution: 

এরুপ বাক্যের Structure হলো Must + have + verb এর Past participle রূপ ।আর Begum verb হবার কারণে 

এর পরবর্তী Verb observe এর সাথে ing যোগ হবে । তাই অপশনের a)- ই সঠিক । 

বাক্যের অর্থঃ শত বছর পূর্বে অবশ্যই আলোর প্রকৃতি নিয়ে চিন্তা করে শুরু করেছিলো । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 Lionize - কাউকে বিখ্যাত ব্যক্তিরূপে গণ্য করা             Admire - শ্রদ্ধা করা; প্রশংসা করা    
 Aggrandize - অধিক (বা ক্ষমতা) দান করা        Envy - ঈর্ষা; হিংসা করা 
 Exonerate - (অভিযোগাদি হতে) মুক্তি দেওয়া          Suspect - সন্দেহ করা 
 Vituperate -  গালিগালাজ/কটুকথা বলা   Despise - অবজ্ঞা/ঘৃণা/তাচ্ছিল্য করা      

ব্যাখ্যাঃ Lionize এবং Admire পরষ্পর সমার্থক শব্দ । ঠিক তেমনি Vituperative ও Despise এর সমার্থক শব্দ । 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0