Solution
Correct Answer: Option B
যেসকল সংখ্যাকে a/b আকারের ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলে।
আচ্ছা এবার ক্যালকুলেটর হাতে নিন আর দেখুনতো √৩,√৫,√৭ ইত্যাদি সংখ্যাকে(তাদের মানকে) a/b আকারে প্রকাশ করতে পারেন কিনা? যেখানে a,b পূর্ণ সংখ্যা। না পারা যাবেনা। সুতরাং এগুলা অমুলদ সংখ্যা।
অমূলদ চেনার উপায়:
পূর্ণবর্গ নয় এমন যে কোন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যেমনঃ √২,√৩,√৫, √৬,√৭,√১২৩ ইত্যাদি।
দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, তবে সংখ্যাটি অমূলদ। যেমনঃ ৪.৫৩৮৬৩৮৩৭....., ২.৭৩৮০৮৬৪৩..... ইত্যাদি।